কাজী নজরুল ইসলাম

101. কবে, কোথায় প্রথম আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়?

  • ক. ৮ জুন, ২০০৫, ঢাকা
  • খ. ১১ জুন, ২০০৫, কোলকাতা
  • গ. ১৫ জুন, ২০০৫, কোলকাতা
  • ঘ. ১২ জুন, ২০০৫, ঢাকা

উত্তরঃ ১২ জুন, ২০০৫, ঢাকা

বিস্তারিত

102. 'রুদ্রমঙ্গল' কার লেখা?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. ভারতচন্দ্র রায়
  • গ. ইসমাইল হোসেন সিরাজী
  • ঘ. রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

103. কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন?

  • ক. ষাট
  • খ. সত্তর
  • গ. চল্লিশ
  • ঘ. পঞ্চাশ

উত্তরঃ চল্লিশ

বিস্তারিত

104. কাজী নজরুল ইসলামের পিতা ছিলেন?

  • ক. দরিদ্র কৃষক
  • খ. যাত্রাদলের ম্যানেজার
  • গ. মাজারের খাদেম
  • ঘ. রুটির দোকানদার

উত্তরঃ মাজারের খাদেম

বিস্তারিত

105. 'চক্রবাক' কার রচনা?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. বেগম সুফিয়া কামাল
  • ঘ. আহসান হাবিব

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

106. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম?

  • ক. বিদ্রোহী
  • খ. মুক্তি
  • গ. জিঞ্জির
  • ঘ. ছায়ানট

উত্তরঃ মুক্তি

বিস্তারিত

107. নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ?

  • ক. দুর্দিনের যাত্রী
  • খ. ফণি-মনসা
  • গ. ব্যথার দান
  • ঘ. ধূমকেতু

উত্তরঃ ফণি-মনসা

বিস্তারিত

108. 'ব্যথার দান' নজরুলের ইসলামের একটি-

  • ক. উপন্যাস
  • খ. নাটক
  • গ. গদ্যকাব্য
  • ঘ. প্রবন্ধ

উত্তরঃ গদ্যকাব্য

বিস্তারিত

109. কাজী নজরুল ইসলামের 'বুলবুল' কি ধরনের গ্রন্থ?

  • ক. গানের বই
  • খ. উপন্যাস
  • গ. নাটক
  • ঘ. কবিতার বই

উত্তরঃ গানের বই

বিস্তারিত

110. নজরুলের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল?

  • ক. বিষের বাঁশী
  • খ. অগ্নিবীণা
  • গ. মৃত্যুক্ষুধা
  • ঘ. পুবের হাওয়া

উত্তরঃ অগ্নিবীণা

বিস্তারিত

111. কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়?

  • ক. অগ্নিবীণা
  • খ. দোলনচাঁপা
  • গ. চক্রবাক
  • ঘ. বলাকা

উত্তরঃ বলাকা

বিস্তারিত

112. কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন ?

  • ক. ১৯৭৬ সালে
  • খ. ১৯৭৪ সালে
  • গ. ১৯২৬ সালে
  • ঘ. ১৯৬২ সালে

উত্তরঃ ১৯২৬ সালে

বিস্তারিত

113. কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি?

  • ক. মৃত্যুক্ষুধা
  • খ. ব্যথার দান
  • গ. কুহেলিকা
  • ঘ. বাঁধনহারা

উত্তরঃ বাঁধনহারা

বিস্তারিত

114. কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতিবিজরিত ময়মনসিঙ্ঘের স্থানটির নাম কী ?

  • ক. কামারপুর
  • খ. গোপালপুর
  • গ. দরিরামপুর
  • ঘ. জগদীশপুর

উত্তরঃ দরিরামপুর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects