আহসান হাবীব

1. ‘মেঘ বলে চৈত্রে যাবো’ কাব্যগ্রন্থটির লেখক হলেন-

  • ক. আহসান হাবীব
  • খ. শামসুর রহমান
  • গ. মহাদেব সাহা
  • ঘ. খালেদা এদিব চৌধুরী

উত্তরঃ আহসান হাবীব

বিস্তারিত

2. কবি আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য কি?

  • ক. প্রকৃতি প্রেম
  • খ. গভীর জীবনবোধ ও আত্মমগ্নতা
  • গ. আত্মমগ্নতা ও প্রকৃতি প্রেম
  • ঘ. বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ

উত্তরঃ বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ

বিস্তারিত

3. আহসান হাবীবের কোন কবিতাগুলো পাঠককে সহজেই আকৃষ্ট করে?

  • ক. ব্যঙ্গত্মক কবিতা
  • খ. কৌতুক মিশ্রিত কবিতা
  • গ. সামাজিক কবিতা
  • ঘ. স্নিগ্ধসুরের কবিতা

উত্তরঃ ব্যঙ্গত্মক কবিতা

বিস্তারিত

4. নিচের কোনটি আহসান হাবীব রচিত উপন্যাস?

  • ক. রাত্রি শেষ
  • খ. ছায়া হরিণ
  • গ. জাফরাণী রং পায়রা
  • ঘ. আশায় বসতি

উত্তরঃ জাফরাণী রং পায়রা

বিস্তারিত

5. আহসান হাবীবের সর্বশেষ গ্রন্থ-

  • ক. বিদীর্ণ দর্পণে মুখ
  • খ. ঝরা পালকের নীড়
  • গ. সবুজ পাতার স্বপ্নভিড়
  • ঘ. কালের কলস

উত্তরঃ বিদীর্ণ দর্পণে মুখ

বিস্তারিত

6. ‘দু’হাতে দুই আদিম পাথর’-কাব্যটির রচয়িতা কে?

  • ক. সৈয়দ শামসুল হক
  • খ. নির্মলেন্দু গুণ
  • গ. আহসান হাবীব
  • ঘ. শামসুর রাহমান

উত্তরঃ আহসান হাবীব

বিস্তারিত

7. ‘রাত্রি শেষ’ কাব্যগ্রন্থটি কার লেখা?

  • ক. আহসান হাবীব
  • খ. সৈয়দ আলী আহসান
  • গ. আল মাহমুদ
  • ঘ. ফররুখ আহমদ

উত্তরঃ আহসান হাবীব

বিস্তারিত

8. ‘প্রেমের কবিতা’ গ্রন্থের লেখক-

  • ক. আহসান হাবীব
  • খ. ফজলে হুদা
  • গ. মহাদেব সাহা
  • ঘ. নির্মলেন্দু গুণ

উত্তরঃ আহসান হাবীব

বিস্তারিত

9. 'ছায়া হরিণ' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

  • ক. আহসান হাবীব
  • খ. ফররূখ আহমদ
  • গ. শামসুর রহমান
  • ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তরঃ আহসান হাবীব

বিস্তারিত

10. 'সারা দুপুর' কাব্যটির রচয়িতা কে?

  • ক. ফররুখ আহমদ
  • খ. আহসান হাবীব
  • গ. গোলাম মোস্তফা
  • ঘ. সিকান্দার আবু জাফর

উত্তরঃ আহসান হাবীব

বিস্তারিত

11. "রাত্রিশেষ" কী ধরনের রচনা?

  • ক. নাটক
  • খ. উপন্যাস
  • গ. ছোটগল্প
  • ঘ. কাব্য

উত্তরঃ কাব্য

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects