সন্ধি
528. 'প্রচ্ছদ' শব্দের প্রকৃত সন্ধি বিচ্ছেদ হলো :
- ক. প্র+ছদ
- খ. প্রৎ+ছদ
- গ. প্রচ্ছ+দ
- ঘ. প্রচ্ছদ+অ
উত্তরঃ প্র+ছদ
531. 'অত্যন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. অতি+অন্ত
- খ. অতী+ অন্ত
- গ. অতৎ+ অন্ত
- ঘ. অত + অন্ত
উত্তরঃ অতি+অন্ত
534. ’স্বৈর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়-
- ক. স্বর + ইর
- খ. স+ ঈর
- গ. স্বীয় + ইর
- ঘ. স্ব + ঈর
উত্তরঃ স্ব + ঈর
535. ’দূরবস্থা’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি?
- ক. দূর+ অবস্থা
- খ. দূর + বস্থা
- গ. দুঃ + অবস্থা
- ঘ. দুর + অবস্থা
উত্তরঃ দুঃ + অবস্থা
536. 'মনস্তাপ' এর সন্ধি বিচ্ছেদ ----
- ক. মন + তাপ
- খ. মনস + তাপ
- গ. মনঃ + তাপ
- ঘ. মনো + তাপ
উত্তরঃ মনঃ + তাপ
538. 'অত্যন্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. অতি + অন্ত
- খ. অতী + অন্ত
- গ. অতৎ + অন্ত
- ঘ. অত + অন্ত
উত্তরঃ অতি + অন্ত
539. 'মনীষা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. মন + ইষা
- খ. মনস + ঈষা
- গ. মন + ঈষা
- ঘ. মনস + ইষা
উত্তরঃ মনস + ঈষা
540. 'দ্যুলোক' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ক. দুৎ + লোক
- খ. দিব্ + লোক
- গ. দুঃ লোক
- ঘ. দুত + লোক
উত্তরঃ দিব্ + লোক
541. কোনটি “নিরাময়” শব্দের সন্ধি বিচ্ছেদ?
- ক. নিরা + ময়
- খ. নিঃ + আময়
- গ. নির + ময়
- ঘ. নিঃ + ময়
উত্তরঃ নিঃ + আময়
542. ”গবেষণা”-এর সন্ধি-বিচ্ছেদ কি হবে?
- ক. গবে + ষণা
- খ. গো + এষণা
- গ. গ + এষণা
- ঘ. গব + এষণা
উত্তরঃ গো + এষণা
543. কোনটি “ক্ষুধার্ত” শব্দের সন্ধি বিচ্ছেদ?
- ক. ক্ষুধা + আর্ত
- খ. ক্ষুৎ + ঋর্ত
- গ. ক্ষুধ +আর্ত
- ঘ. ক্ষুধা + ঋত
উত্তরঃ ক্ষুধা + ঋত
545. ”রান্না” -এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. রান + না
- খ. রাঁদ + না
- গ. রান্ন + আ
- ঘ. রাঁধ্ + না
উত্তরঃ রাঁধ্ + না
546. ”সন্ধি” ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
- ক. বাক্য প্রকরণ
- খ. রূপতত্ত্ব
- গ. ধ্বনিতত্ত্ব
- ঘ. পদক্রম
উত্তরঃ ধ্বনিতত্ত্ব
547. ”ব্যর্থ” শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো--
- ক. বি+অর্থ
- খ. ব্যা+অর্থ
- গ. বি+আর্থ
- ঘ. ব্য+অর্থ
উত্তরঃ বি+অর্থ
548. ”মৃন্ময়” শব্দের সন্ধি বিচ্ছেদ --
- ক. মৃত + ময়
- খ. মৃদ্ + ময়
- গ. মৃৎ + ময়
- ঘ. মৃন্ + ময়
উত্তরঃ মৃৎ + ময়
549. ’প্রত্যুষ’ শব্দর সন্ধি বিচ্ছেদ করুন।
- ক. প্রতি+ ঊষ
- খ. প্রত্যু+ উষ
- গ. প্রতি+উষ
- ঘ. প্রত্যু+ উষ
উত্তরঃ প্রতি+ ঊষ
550. ‘অন্বেষণ‘ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন।
- ক. অন্ব+ এষণ
- খ. অন+এষণ
- গ. অন্ব+এষণ
- ঘ. অনু+ এষণ
উত্তরঃ অনু+ এষণ