সন্ধি
551. মনীষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. মনি+ঈষা
- খ. মনস্ + ঈষা
- গ. মনঃ + ঈষা
- ঘ. মনী + ইষা
উত্তরঃ মনস্ + ঈষা
552. সন্ধি বিচ্ছেদ করুন - কথাচ্ছলে
- ক. কথা + চ্ছল
- খ. কথা + ছলে
- গ. কোনটিই নয়
- ঘ. কথা + চ্ছলে
উত্তরঃ কথা + ছলে
553. সন্ধি বিচ্ছেদ করুন - " ক্ষুৎপিপাসা "
- ক. ক্ষুৎ + পিপাসা
- খ. ক্ষুধা + পিপাসা
- গ. কোনটিই নয়
- ঘ. ক্ষুধ্ + পিপাসা
উত্তরঃ ক্ষুধ্ + পিপাসা
554. সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
- ক. সং+বিধান
- খ. সম+ধান
- গ. সং+অবিধান
- ঘ. সম্+বিধান
উত্তরঃ সম্+বিধান
555. 'সার্বভৌম' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
- ক. সার্ব+ভৌম
- খ. সর্বভূমি+ ষ্ঞ
- গ. সার্বভৌ+ ম
- ঘ. ষ্ঞ+ সর্বভূমি
উত্তরঃ সর্বভূমি+ ষ্ঞ
556. দ্বৈপায়ন - শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?
- ক. দ্বীপ + অনট
- খ. দ্বীপ + আয়ন
- গ. দ্বীপ + অয়ন
- ঘ. দ্বিপ+ অনট
উত্তরঃ দ্বীপ + অয়ন
557. “মনস্তাপ”এর সন্ধি বিচ্ছেদ করুন
- ক. মন + তাপ
- খ. মনঃ + তাপ
- গ. মনস + তাপ
- ঘ. মনো + তাপ
উত্তরঃ মনঃ + তাপ
558. সন্ধি বিচ্ছেদ করুনঃ নবান্ন
- ক. নবা + অন্ন
- খ. নব + অন্ন
- গ. নবীন + অন্ন
- ঘ. নবঃ + অন্ন
উত্তরঃ নব + অন্ন
559. ’রবীন্দ্র’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ?
- ক. রবী + ইন্দ্র
- খ. রবী + ঈন্দ্র
- গ. রবি + ইন্দ্র
- ঘ. রবি + ঈন্দ্র
উত্তরঃ রবি + ইন্দ্র
560. দ্যুলোক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. দুঃ + লোক
- খ. দু + লোক
- গ. দ্যু + লোক
- ঘ. দিব + লোক
উত্তরঃ দিব + লোক
562. গবাক্ষ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ক. গবি+অক্ষ
- খ. গব+অক্ষ
- গ. গো+পরোক্ষ
- ঘ. গো+অক্ষ
উত্তরঃ গো+অক্ষ
564. সংবিধান' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. সং+বিধান
- খ. সং+অবিধান
- গ. সম্+বিধান
- ঘ. সম্+ধান
উত্তরঃ সম্+বিধান
565. স্বাধীন' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. স + অধিন
- খ. শ + অধিন
- গ. স্ব + অধিন
- ঘ. স্ব + অধীন
উত্তরঃ স্ব + অধীন
572. 'শিরশ্ছেদ' শব্দের সন্ধি বিচ্ছেদ-
- ক. শির + ছেদ
- খ. শিরঃ + ছেদ
- গ. শিরশ্ + ছেদ
- ঘ. শির + উচ্ছেদ
উত্তরঃ শিরঃ + ছেদ