সন্ধি
76. ‘তৃষ্ণার্ত’ সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. তৃষ্ণা + আর্ত
- খ. তৃষ্ণা + ঋত
- গ. তৃষ্ণা + ষ্ণর্ত
- ঘ. তৃষ্ণা + রিত
উত্তরঃ তৃষ্ণা + ঋত
77. ‘অত্যন্ত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. অত্য + অন্ত
- খ. অতি + অন্ত্য
- গ. অতি + ন্ত
- ঘ. অতি + অনত
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
78. নিচের কোনটি ‘অন্বেষণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
- ক. অণু + এষণ
- খ. অনু + এষণ
- গ. অণু + এষন
- ঘ. অনু + এষন
উত্তরঃ অনু + এষণ
79. নিচের কোনটি ‘ষড়ানন’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
- ক. ষড় + আনন
- খ. ষটা + আনন
- গ. ষড় + আনন
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ কোনোটিই নয়
80. ‘নিরবধি’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. নিঃ + অবধি
- খ. নির + বধি
- গ. নিরব + অবধি
- ঘ. নিরঃ + বধি
উত্তরঃ নিঃ + অবধি
81. ‘উত্থাপন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. উঃ + স্থাপন
- খ. উৎ + স্থাপন
- গ. উথ + স্থাপন
- ঘ. উঃ + থাপন
উত্তরঃ উৎ + স্থাপন
82. ‘উদ্যোগ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. উদ + যোগ
- খ. উৎ + যোগ
- গ. উদ্যো + গ
- ঘ. উত + যোগ
উত্তরঃ উৎ + যোগ
83. ‘প্রতীক্ষা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. প্রতি + ইক্ষা
- খ. প্রতি + ঈক্ষা
- গ. প্রতী + ইক্ষা
- ঘ. প্রতি + ইক্ষ
উত্তরঃ প্রতি + ঈক্ষা
84. ‘দুর্গতি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. দুঃ + গতি
- খ. দুর + গতি
- গ. দূর + গতি
- ঘ. দুস + গতি
উত্তরঃ দুঃ + গতি
85. ‘চতুষ্পদ’ -শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
- ক. চতু + পদ
- খ. চুতঃ + পদ
- গ. চতুষ + পদ
- ঘ. চতু + সপদ
উত্তরঃ চুতঃ + পদ
86. ‘স্বাধীনতা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. সু + অধীনতা
- খ. স + অধীনতা
- গ. শ + অধীনতা
- ঘ. স্ব + অধীনতা
উত্তরঃ স্ব + অধীনতা
88. ‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. দ্যুঃ + লোক
- খ. দুই + লোক
- গ. দ্বি + লোক
- ঘ. দিব + লোক
উত্তরঃ দিব + লোক
- ক. ধ্বনি পরিবর্তন
- খ. অর্থের পরিবর্তন
- গ. পদের পরিবর্তন
- ঘ. বাক্য সংকোচন
উত্তরঃ ধ্বনি পরিবর্তন
91. ‘তন্বী’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. তনু + ঈ
- খ. তনু + ই
- গ. তনু + বী
- ঘ. তনী + ন
উত্তরঃ তনু + ঈ
92. ‘নিরন্ন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. নি + অন্ন
- খ. নির + অন্ন
- গ. নিঃ + অন্ন
- ঘ. নির + ন্ন
উত্তরঃ নিঃ + অন্ন
93. ‘গীতাঞ্জলি’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক. গিতা + অঞ্জলি
- খ. গীত + অঞ্জলি
- গ. গীত + আঞ্জলি
- ঘ. গীতা + অঞ্জলি
উত্তরঃ গীতা + অঞ্জলি
94. ‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
- ক. মন + ঈষা
- খ. মনঃ + ইষা
- গ. মনস + ঈষা
- ঘ. মনো + ঈষা
উত্তরঃ মনস + ঈষা
96. ‘মহর্ষি’ শব্দের সঠিক সন্ধি কোনটি?
- ক. মহ + আর্ষি
- খ. মহা + ঋষি
- গ. মহা + অর্ষি
- ঘ. মহো + ঋষি
উত্তরঃ মহা + ঋষি
97. ‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. গা + অক
- খ. গৈ + য়ক
- গ. গা + য়ক
- ঘ. গৈ + য়ক
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
98. ‘সংলাপ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. সং + আলাপ
- খ. সমঃ + লাপ
- গ. সম + লাপ
- ঘ. সং + লাপ
উত্তরঃ সম + লাপ
99. ‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. দুঃ + লোক
- খ. দু + লোক
- গ. দিব + লোক
- ঘ. দ্যু + লোক
উত্তরঃ দিব + লোক