সন্ধি

101. সন্ধি বিচ্ছেদ করুন : নবান্ন

  • ক. নব + অন্ন
  • খ. নবো + অন্ন
  • গ. নবঃ + অন্ন
  • ঘ. নব + ণ্য

উত্তরঃ নব + অন্ন

বিস্তারিত

102. ব্যাকরণ অনুযায়ী খাঁটি বাংলা সন্ধি কয় প্রকার?

  • ক. ৩ প্রকার
  • খ. ৪ প্রকার
  • গ. ২ প্রকার
  • ঘ. ৭ প্রকার

উত্তরঃ ২ প্রকার

বিস্তারিত

103. ‘জনৈক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ -

  • ক. জন + ইক
  • খ. জন + এক
  • গ. জনৈ + এক
  • ঘ. জন + ঈক

উত্তরঃ জন + এক

বিস্তারিত

104. ‘বজন’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. বৃজ + অন
  • খ. ব + অর্জন
  • গ. বুজ + অর্জন
  • ঘ. বর + জন

উত্তরঃ বৃজ + অন

বিস্তারিত

105. ‘পবিত্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. প + বিত্র
  • খ. প + অবিত্র
  • গ. পো + ইত্র
  • ঘ. পো + অবিত্র

উত্তরঃ পো + ইত্র

বিস্তারিত

106. ‘মাথায়’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. মাথা + আয়
  • খ. মাথা + য়
  • গ. মাথা + অয়
  • ঘ. মাথা + এ

উত্তরঃ মাথা + এ

বিস্তারিত

107. ‘নিষ্ঠা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. নিস + ঠা
  • খ. নিঃ + ঠা
  • গ. নিঃ + ষ্ঠা
  • ঘ. কোনোটি নয়

উত্তরঃ নিঃ + ঠা

বিস্তারিত

108. পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলকে বলে?

  • ক. সন্ধি
  • খ. সমাস
  • গ. কারক
  • ঘ. প্রত্যয়

উত্তরঃ সন্ধি

বিস্তারিত

109. সন্ধির প্রধান সুবিধা কি?

  • ক. উচ্চারণের সুবিধা
  • খ. লেখার সুবিধা
  • গ. শোনার সুবিধা
  • ঘ. পড়ার সুবিধা

উত্তরঃ উচ্চারণের সুবিধা

বিস্তারিত

110. সন্ধির উদ্দেশ্য কোনটি

  • ক. শব্দের মিলন
  • খ. ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
  • গ. শব্দগত মাধুর্য সৃষ্টি
  • ঘ. বর্ণের মিল

উত্তরঃ ধ্বনিগত মাধুর্য সৃষ্টি

বিস্তারিত

111. কোন বাংলা পদেরসাথে সন্ধি হয় না?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. ক্রিয়া
  • ঘ. অব্যয়

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

112. যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে বলে

  • ক. স্বরসন্ধি
  • খ. ব্যঞ্জন সন্ধি
  • গ. নিপাতনে সিদ্ধ সন্ধি
  • ঘ. বিসর্গ সন্ধি

উত্তরঃ নিপাতনে সিদ্ধ সন্ধি

বিস্তারিত

113. ‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ-

  • ক. রত্ন+কর
  • খ. রত্ন+কর
  • গ. রত্না+আকর
  • ঘ. রত্ন+আকর

উত্তরঃ রত্ন+আকর

বিস্তারিত

114. ‘পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-

  • ক. পর্য+আলোচনা
  • খ. পরি+আলোচনা
  • গ. পর্যা+লোচনা
  • ঘ. পর্যা+আলোচনা

উত্তরঃ পরি+আলোচনা

বিস্তারিত

115. ‘স্বাগত’ এর সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. সু+আগত
  • খ. স্বা+গত
  • গ. সু+গত
  • ঘ. সা+আগত

উত্তরঃ সু+আগত

বিস্তারিত

116. ‘পাগলামী শব্দের সন্দিবিচ্ছেদ করলে পাওয়া যায়

  • ক. পাগল+লামি
  • খ. পাগল+মি
  • গ. পাগল+আমি
  • ঘ. পাগল+মি

উত্তরঃ পাগল+আমি

বিস্তারিত

117. ‘পরীক্ষা’ সন্ধি বিচ্ছেদ কি হবে?

  • ক. পরী+ঈক্ষা
  • খ. পরি + ইক্ষা
  • গ. পরী+ইক্ষা
  • ঘ. পরি+ঈক্ষা

উত্তরঃ পরি+ঈক্ষা

বিস্তারিত

118. ‘বহ্ন্যুৎসব শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাই-

  • ক. বহ্ন্যু + উৎসব
  • খ. বহ্ন্যু + সব
  • গ. বহ্ন্য + উৎসব
  • ঘ. বহ্নি + উৎসব

উত্তরঃ বহ্নি + উৎসব

বিস্তারিত

119. ‘জনৈক’ শব্দের সন্ধিবিচ্ছেদ-

  • ক. জন+ঐক
  • খ. জন+এক
  • গ. জনে+এক
  • ঘ. জন+অক

উত্তরঃ জন+এক

বিস্তারিত

120. ‘রবীন্দ্র’ এর সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. রবী + ন্দ্র
  • খ. রবি + ঈন্দ্র
  • গ. রবি + ইন্দ্র
  • ঘ. রব + ইন্দ্র

উত্তরঃ রবি + ইন্দ্র

বিস্তারিত

121. ‘পিত্রালয়’ শব্দের সন্ধি বিচ্ছদ হচ্ছে-

  • ক. পিতা+আলয়
  • খ. পিতৃ+আলয়
  • গ. পিত্রা+লয়
  • ঘ. পিত্রি+আলয়

উত্তরঃ পিতৃ+আলয়

বিস্তারিত

122. ‘জলৌকা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কানটি?

  • ক. জল+একা
  • খ. জলো+ঐকা
  • গ. জল+ওকা
  • ঘ. জল+ঔকা

উত্তরঃ জল+ওকা

বিস্তারিত

123. কোনটি ‘লবণ’ এর সন্ধি বিচ্ছেদ?

  • ক. লো + অন
  • খ. ল + অন
  • গ. লে + অন
  • ঘ. ল +বন

উত্তরঃ লো + অন

বিস্তারিত

124. ‘নাবিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ-

  • ক. ন + ইক
  • খ. নবৌ + ইক
  • গ. নৌ + ইক
  • ঘ. নবো + ইক

উত্তরঃ নৌ + ইক

বিস্তারিত

125. ‘নায়ক’-এর প্রকৃতি প্রত্যয় কোনটি?

  • ক. নৈ + অক
  • খ. নাঃ + অক
  • গ. নাই + অক
  • ঘ. নী + অক

উত্তরঃ নৈ + অক

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects