সন্ধি
154. ‘গ্রন্থাগার’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. গ্রন্থ+গর
- খ. গ্রন্থ+আগার
- গ. গ্রন্থ+গার
- ঘ. গ্রন্থ+ঘর
উত্তরঃ গ্রন্থ+আগার
155. ‘বনৌষধি’ একটি সন্ধিবদ্ধ শব্দ। এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. বন+ওষধি
- খ. বন+ঔষধ
- গ. বন+ঔষধি
- ঘ. বন+ওষোধি
উত্তরঃ বন+ওষধি
156. ‘রাজর্ষি’ শব্দটির সন্দি বিচ্ছেদ কোনটি?
- ক. রাজা+রিষি
- খ. রাজ+ঐষি
- গ. রাজা+ঋষি
- ঘ. রাজ+ঋষি
উত্তরঃ রাজা+ঋষি
157. ‘ইত্যাদি’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. ইতা+আদি
- খ. ইত্যা+দি
- গ. ইত্যা+আদি
- ঘ. ইতি+আদি
উত্তরঃ ইতি+আদি
158. ‘ণিজন্ত’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. নিজ+আন্ত
- খ. নিজ+অন্ত
- গ. নিচ্+অন্ত
- ঘ. নিচ+অন্তর
উত্তরঃ নিচ্+অন্ত
161. ‘সপ্তর্ষি’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. সপ্ত+রষি
- খ. সপ্ত+ঋষি
- গ. সপ্তো+ঋষি
- ঘ. সপ্তঃ+ঋষি
উত্তরঃ সপ্ত+ঋষি
162. ‘দুর্দশা’ একট সন্ধিবদ্ধ শব্দ। এর সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়-
- ক. দুঃ+দশা
- খ. দুর+দশা
- গ. দুর্ধ+শা
- ঘ. দু+আশা
উত্তরঃ দুঃ+দশা
165. ‘অন্যান্য’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. অন্য+আন্য
- খ. অন্যা+অন্য
- গ. অন্য+অন্য
- ঘ. অন্যা+অন্যা
উত্তরঃ অন্য+অন্য
167. ‘ব্যঞ্জন’ শব্দটি সন্ধির কোন শ্রেণীভুক্ত?
- ক. স্বরসন্ধি
- খ. ব্যঞ্জন সন্ধি
- গ. বিসর্গ সন্ধি
- ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
উত্তরঃ স্বরসন্ধি
168. ‘আশীর্বাদ’ একটি সন্ধিবদ্ধ শব্দ। এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. আশীর+বাদ
- খ. আশীঃ+বাদ
- গ. আশিঃ+বাদ
- ঘ. আশী+বাঁদ
উত্তরঃ আশীঃ+বাদ
169. নিচের কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?
- ক. অগ্নুৎ+পাত
- খ. অগ্নি+পাত
- গ. অগ্নি+উৎপাত
- ঘ. অগ্নী+উৎপাত
উত্তরঃ অগ্নি+উৎপাত
171. ‘স্বাধীন’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হল-
- ক. স্বা+ধীন
- খ. স্ব+অধিন
- গ. স্ব+অধীন
- ঘ. স্ব+ধীন
উত্তরঃ স্ব+অধীন
- ক. সন্ন্যাস
- খ. সন্যাস
- গ. স্বন্যাস
- ঘ. সন্ন্যাসী
উত্তরঃ সন্ন্যাস
173. ‘গঙ্গোর্মি’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক. গঙ্গ+উর্মি
- খ. গঙ্গা+উর্মি
- গ. গঙ্গা+ঊর্মি
- ঘ. গঙ্গা+ঊর্মী
উত্তরঃ গঙ্গা+ঊর্মি