সন্ধি

151. র এবং স-এর সংক্ষিপ্ত রূপ কোনটি?

  • ক. ‘ং’
  • খ. ‘ঃ’
  • গ. ঁ
  • ঘ. ‘হ’

উত্তরঃ ‘ঃ’

বিস্তারিত

152. ‘বজ্জাত’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. বাজ+জাত
  • খ. বজ্জ+জাত
  • গ. বদ+জাত
  • ঘ. বজ্জা+আত

উত্তরঃ বদ+জাত

বিস্তারিত

153. ‘সৎ+চরিত্র’-এর সন্ধি কোনটি?

  • ক. সৎচরিত্র
  • খ. সদচরিত্র
  • গ. সচ্ছরিত্র
  • ঘ. সচ্চরিত্র

উত্তরঃ সচ্চরিত্র

বিস্তারিত

154. ‘গ্রন্থাগার’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. গ্রন্থ+গর
  • খ. গ্রন্থ+আগার
  • গ. গ্রন্থ+গার
  • ঘ. গ্রন্থ+ঘর

উত্তরঃ গ্রন্থ+আগার

বিস্তারিত

155. ‘বনৌষধি’ একটি সন্ধিবদ্ধ শব্দ। এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. বন+ওষধি
  • খ. বন+ঔষধ
  • গ. বন+ঔষধি
  • ঘ. বন+ওষোধি

উত্তরঃ বন+ওষধি

বিস্তারিত

156. ‘রাজর্ষি’ শব্দটির সন্দি বিচ্ছেদ কোনটি?

  • ক. রাজা+রিষি
  • খ. রাজ+ঐষি
  • গ. রাজা+ঋষি
  • ঘ. রাজ+ঋষি

উত্তরঃ রাজা+ঋষি

বিস্তারিত

157. ‘ইত্যাদি’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. ইতা+আদি
  • খ. ইত্যা+দি
  • গ. ইত্যা+আদি
  • ঘ. ইতি+আদি

উত্তরঃ ইতি+আদি

বিস্তারিত

158. ‘ণিজন্ত’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. নিজ+আন্ত
  • খ. নিজ+অন্ত
  • গ. নিচ্+অন্ত
  • ঘ. নিচ+অন্তর

উত্তরঃ নিচ্+অন্ত

বিস্তারিত

159. ‘হিমালয়’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. হিমা+আলয়
  • খ. হিম+অলয়
  • গ. হিম+আলয়
  • ঘ. হিমা+লয়

উত্তরঃ হিম+আলয়

বিস্তারিত

160. ‘বর্জন’-এর সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. বর+জন
  • খ. ব+অর্জন
  • গ. বৃজ+অন
  • ঘ. বুজ+অর্জন

উত্তরঃ বৃজ+অন

বিস্তারিত

161. ‘সপ্তর্ষি’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. সপ্ত+রষি
  • খ. সপ্ত+ঋষি
  • গ. সপ্তো+ঋষি
  • ঘ. সপ্তঃ+ঋষি

উত্তরঃ সপ্ত+ঋষি

বিস্তারিত

162. ‘দুর্দশা’ একট সন্ধিবদ্ধ শব্দ। এর সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায়-

  • ক. দুঃ+দশা
  • খ. দুর+দশা
  • গ. দুর্ধ+শা
  • ঘ. দু+আশা

উত্তরঃ দুঃ+দশা

বিস্তারিত

163. ‘মহৌষধ’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. মহা+ওষধ
  • খ. মহা+ঔষধ
  • গ. মহা+ওষুধ
  • ঘ. মহো+ঔষধ

উত্তরঃ মহা+ঔষধ

বিস্তারিত

164. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?

  • ক. আশ্চর্য
  • খ. আবিষ্কার
  • গ. বৃষ্টি
  • ঘ. নীরস

উত্তরঃ আশ্চর্য

বিস্তারিত

165. ‘অন্যান্য’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. অন্য+আন্য
  • খ. অন্যা+অন্য
  • গ. অন্য+অন্য
  • ঘ. অন্যা+অন্যা

উত্তরঃ অন্য+অন্য

বিস্তারিত

166. ‘সঙ্গীত’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. সং+গীত
  • খ. সম্+গীত
  • গ. সঙ+গীত
  • ঘ. সাম+গীত

উত্তরঃ সম্+গীত

বিস্তারিত

167. ‘ব্যঞ্জন’ শব্দটি সন্ধির কোন শ্রেণীভুক্ত?

  • ক. স্বরসন্ধি
  • খ. ব্যঞ্জন সন্ধি
  • গ. বিসর্গ সন্ধি
  • ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি

উত্তরঃ স্বরসন্ধি

বিস্তারিত

168. ‘আশীর্বাদ’ একটি সন্ধিবদ্ধ শব্দ। এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. আশীর+বাদ
  • খ. আশীঃ+বাদ
  • গ. আশিঃ+বাদ
  • ঘ. আশী+বাঁদ

উত্তরঃ আশীঃ+বাদ

বিস্তারিত

169. নিচের কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?

  • ক. অগ্নুৎ+পাত
  • খ. অগ্নি+পাত
  • গ. অগ্নি+উৎপাত
  • ঘ. অগ্নী+উৎপাত

উত্তরঃ অগ্নি+উৎপাত

বিস্তারিত

170. ‘বাগদান’-এর সন্ধি বিচ্ছেদ কি?

  • ক. বাগ্+দান
  • খ. বাগ+দান
  • গ. বাক+দান
  • ঘ. বাক্+দান

উত্তরঃ বাক্+দান

বিস্তারিত

171. ‘স্বাধীন’ শব্দটির সন্ধিবিচ্ছেদ হল-

  • ক. স্বা+ধীন
  • খ. স্ব+অধিন
  • গ. স্ব+অধীন
  • ঘ. স্ব+ধীন

উত্তরঃ স্ব+অধীন

বিস্তারিত

172. সম+ন্যাস-এর সন্ধি কোনটি?

  • ক. সন্ন্যাস
  • খ. সন্যাস
  • গ. স্বন্যাস
  • ঘ. সন্ন্যাসী

উত্তরঃ সন্ন্যাস

বিস্তারিত

173. ‘গঙ্গোর্মি’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. গঙ্গ+উর্মি
  • খ. গঙ্গা+উর্মি
  • গ. গঙ্গা+ঊর্মি
  • ঘ. গঙ্গা+ঊর্মী

উত্তরঃ গঙ্গা+ঊর্মি

বিস্তারিত

174. ‘নবোঢ়া’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. নব+উঢ়া
  • খ. নবো+উঢ়া
  • গ. নবো+ওঢ়া
  • ঘ. নব+ঊঢ়া

উত্তরঃ নব+ঊঢ়া

বিস্তারিত

175. দুই বর্ণের পরস্পর মিলনকে কি বলে?

  • ক. সন্ধি
  • খ. সমাস
  • গ. পদ
  • ঘ. পদ

উত্তরঃ সন্ধি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects