সমার্থক শব্দ

76. ‘অশ্ম’ শব্দের অর্থ কী?

  • ক. ঘোড়া
  • খ. পাথর
  • গ. ধারাল
  • ঘ. ছাই

উত্তরঃ পাথর

বিস্তারিত

77. ‘অম্বু’ শব্দের অর্থ কী?

  • ক. পানি
  • খ. সাগর
  • গ. আকাশ
  • ঘ. আগুন

উত্তরঃ পানি

বিস্তারিত

78. ‘রাত্রি’ এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. যামিনী
  • খ. নিশান্ত
  • গ. ঊষা
  • ঘ. তমস

উত্তরঃ যামিনী

বিস্তারিত

79. ‘মার্জার’ কোন নামটির সমার্থক?

  • ক. কুকুর
  • খ. বিড়াল
  • গ. গর্দভ
  • ঘ. শিয়াল

উত্তরঃ বিড়াল

বিস্তারিত

80. উচাটন শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. আদিষ্ট
  • খ. শান্ত
  • গ. উৎকণ্ঠা
  • ঘ. শক্ত

উত্তরঃ উৎকণ্ঠা

বিস্তারিত

81. ‘কন্যা’ শব্দটির অর্থ -

  • ক. দুহিতা
  • খ. বনিতা
  • গ. ললনা
  • ঘ. অঙ্গনা

উত্তরঃ দুহিতা

বিস্তারিত

82. কোনটি সূর্যের সমার্থক শব্দ?

  • ক. অনল
  • খ. অর্ক
  • গ. অগ্নি
  • ঘ. অর্ঘ্য

উত্তরঃ অর্ক

বিস্তারিত

83. ‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. অশণি
  • খ. গগন
  • গ. বিভারণ
  • ঘ. জলদ

উত্তরঃ গগন

বিস্তারিত

84. ‘বিহগ’ এর সমার্থক শব্দ নয় কোনটি?

  • ক. প্রসূন
  • খ. খগ
  • গ. পাখি
  • ঘ. খেচর

উত্তরঃ প্রসূন

বিস্তারিত

85. ‘পানি’র প্রতিশব্দ কোনটি?

  • ক. ইরা
  • খ. মহি
  • গ. ধাবা
  • ঘ. ধরা

উত্তরঃ ইরা

বিস্তারিত

86. ‘যুগপৎ’ শব্দের অর্থ কী?

  • ক. যুক্তপথ
  • খ. একই সময়ে
  • গ. এক যুগের পর
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ একই সময়ে

বিস্তারিত

87. ‘বীজন’ শব্দের অর্থ কী?

  • ক. পাখা
  • খ. জনহীন
  • গ. বীজবপন
  • ঘ. মন্দজন

উত্তরঃ পাখা

বিস্তারিত

88. ‘বানি’ শব্দের অর্থ কি?

  • ক. স্বর্ণকারের মজুরি
  • খ. কথা
  • গ. বক্তব্য
  • ঘ. তীর

উত্তরঃ স্বর্ণকারের মজুরি

বিস্তারিত

89. নিচের কোনটি অপর তিনটি হতে ভিন্ন?

  • ক. কমল
  • খ. উৎপল
  • গ. শতদল
  • ঘ. মধুকর

উত্তরঃ মধুকর

বিস্তারিত

90. ‘রজনী’ শব্দের সমার্থক কোনটি?

  • ক. জ্যোৎস্না
  • খ. রাজা
  • গ. তিমির
  • ঘ. শর্বরী

উত্তরঃ শর্বরী

বিস্তারিত

91. ‘পরভৃত’ এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. প্রভুত্ব
  • খ. পরাজিত
  • গ. কাক
  • ঘ. কোকিল

উত্তরঃ কোকিল

বিস্তারিত

92. 'Syntax' এর সমার্থক বাংলা প্রতিশব্দ হলো:

  • ক. ধ্বনিতত্ত্ব
  • খ. শব্দতত্ত্ব
  • গ. বাক্যতত্ত্ব
  • ঘ. অর্থতত্ত্ব

উত্তরঃ বাক্যতত্ত্ব

বিস্তারিত

93. ‘অনিল’ শব্দের অর্থ কী?

  • ক. বাতাস
  • খ. নীল নয়
  • গ. শূন্য
  • ঘ. প্রত্যয়

উত্তরঃ বাতাস

বিস্তারিত

94. ইচ্ছা এর সমার্থক শব্দ -

  • ক. স্বেচ্ছা
  • খ. আগ্রহী
  • গ. সৃজন
  • ঘ. অভিলাষ

উত্তরঃ অভিলাষ

বিস্তারিত

95. ‘শুচি’ শব্দের অর্থ কি?

  • ক. গ্রন্থের তালিকা
  • খ. বইয়ের শুরুতে অনুচ্ছেদের তালিকা
  • গ. সুঁই
  • ঘ. পবিত্র

উত্তরঃ পবিত্র

বিস্তারিত

96. ‘যবনিকা’ - শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. আগুন
  • খ. দুর্নাম
  • গ. তলোয়ার
  • ঘ. অবসান

উত্তরঃ অবসান

বিস্তারিত

97. ‘নিশাকর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

  • ক. হিমাংশু
  • খ. প্রভাকর
  • গ. বিষধর
  • ঘ. নৃপেন্দ্র

উত্তরঃ হিমাংশু

বিস্তারিত

98. ‘শতদল’ শব্দের অর্থ :

  • ক. বিরাট
  • খ. পদ্ম
  • গ. নদী
  • ঘ. জল

উত্তরঃ পদ্ম

বিস্তারিত

99. ‘শম্পা’ শব্দটির অর্থ কী?

  • ক. মেঘ
  • খ. বৃষ্টি
  • গ. বিদ্যুৎ
  • ঘ. ঢেউ

উত্তরঃ বিদ্যুৎ

বিস্তারিত

100. ‘অনীক’ শব্দের অর্থ কি?

  • ক. সূর্য
  • খ. যুদ্ধক্ষেত্র
  • গ. সমুদ্র
  • ঘ. সৈনিক

উত্তরঃ সৈনিক

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects