সমার্থক শব্দ

126. ‘কিশলয়’ শব্দের অর্থ কী?

  • ক. বিদ্যালয়
  • খ. কচি পাতা
  • গ. কিশোর কাল
  • ঘ. কিশোরদের থাকার স্থান

উত্তরঃ কচি পাতা

বিস্তারিত

127. ‘বারোয়ারি’ শব্দটির অর্থ কী?

  • ক. সার্বজনীন
  • খ. বারোমাসি
  • গ. উঠান
  • ঘ. সুন্দর

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

128. ‘নীপ’ শব্দের অর্থ কী?

  • ক. কদম
  • খ. ছোট
  • গ. সবুজ
  • ঘ. গভীর

উত্তরঃ কদম

বিস্তারিত

129. ‘গরীয়ান’ শব্দের অর্থ কী?

  • ক. ভীতু
  • খ. পালোয়ান
  • গ. গাড়ল
  • ঘ. মহান

উত্তরঃ মহান

বিস্তারিত

130. ‘নিনাদ’ শব্দের অর্থ কী?

  • ক. গর্জন
  • খ. সুন্দর
  • গ. কুৎসিত
  • ঘ. নীরব

উত্তরঃ গর্জন

বিস্তারিত

131. ‘অনুসৃতি’ শব্দের অর্থ কী?

  • ক. অনুকরণ
  • খ. অনুধাবন
  • গ. অনুশাসন
  • ঘ. পশ্চাৎ

উত্তরঃ অনুকরণ

বিস্তারিত

132. ‘তিতিক্ষা’ শব্দের অর্থ কী?

  • ক. বৈর্য
  • খ. উপেক্ষা
  • গ. ক্ষিপ্ত
  • ঘ. সুপ্ত

উত্তরঃ বৈর্য

বিস্তারিত

133. ‘সর্বভুক্ত’ শব্দের অর্থ কি?

  • ক. বাতাস
  • খ. আগুন
  • গ. সমুদ্র
  • ঘ. পৃথিবী

উত্তরঃ আগুন

বিস্তারিত

134. ‘সাগর’ শব্দের প্রতিশব্দ কোনটি?

  • ক. নদী
  • খ. অর্নব
  • গ. অম্বর
  • ঘ. তটিনী

উত্তরঃ অর্নব

বিস্তারিত

135. ‘আমানত’ শব্দের অর্থ কি?

  • ক. কথা রাখা
  • খ. সততা
  • গ. গচ্চিত
  • ঘ. বিশ্বাস

উত্তরঃ গচ্চিত

বিস্তারিত

136. ‘আমানত’ শব্দের অর্থ কি?

  • ক. কথা রাখা
  • খ. সততা
  • গ. গচ্ছিত
  • ঘ. বিশ্বাস

উত্তরঃ গচ্ছিত

বিস্তারিত

137. অগ্নির সমার্থক শব্দ কী?

  • ক. অনল
  • খ. পবন
  • গ. যবন
  • ঘ. কমল

উত্তরঃ অনল

বিস্তারিত

138. ‘ব্রীহি’ শব্দের অর্থ -

  • ক. বৃহৎ
  • খ. ধান
  • গ. সুশ্রী
  • ঘ. হাতির ডাক

উত্তরঃ ধান

বিস্তারিত

139. ‘কনাভৃৎ’ শব্দের সমার্থক শব্দ কী?

  • ক. অগ্নি
  • খ. চন্দ্র
  • গ. জল
  • ঘ. সূর্য

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

140. শব্দের অর্থ নির্ণয় করুন। বিভাবরী

  • ক. নিলয়
  • খ. আকাশ
  • গ. রাত
  • ঘ. পানি

উত্তরঃ রাত

বিস্তারিত

141. শব্দের অর্থ নির্ণয় করুন। পাতক

  • ক. পাপ
  • খ. পাখি
  • গ. পশু
  • ঘ. অভিশাপ

উত্তরঃ পাপ

বিস্তারিত

142. শব্দের অর্থ নির্ণয় করুন। দেউড়ি

  • ক. দেউলিয়া
  • খ. খিড়কি
  • গ. মাঠ
  • ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

143. শব্দের অর্থ নির্ণয় করুন। ভার্যা

  • ক. পৃথিবী
  • খ. চন্দ্র
  • গ. সমুদ্র
  • ঘ. স্ত্রী

উত্তরঃ স্ত্রী

বিস্তারিত

144. শব্দের অর্থ নির্ণয় করুন। অর্ক

  • ক. মেঘ
  • খ. সূর্য
  • গ. রংধনু
  • ঘ. বীর

উত্তরঃ সূর্য

বিস্তারিত

145. শব্দের অর্থ নির্ণয় করুন। পেলব

  • ক. কোমল
  • খ. পঙ্কিল
  • গ. জটিল
  • ঘ. উজ্জ্বল

উত্তরঃ কোমল

বিস্তারিত

146. শব্দের অর্থ নির্ণয় করুন। লহরি

  • ক. সুর
  • খ. গান
  • গ. কবিতা
  • ঘ. ঢেউ

উত্তরঃ ঢেউ

বিস্তারিত

147. শব্দের অর্থ নির্ণয় করুন। অর্বাচীন

  • ক. মূর্খ
  • খ. অতিথি
  • গ. অনিয়মিত
  • ঘ. নতুন

উত্তরঃ নতুন

বিস্তারিত

148. শব্দের অর্থ নির্ণয় করুন। প্রত্যুৎপন্নমতি

  • ক. অসম্ভব সুন্দরী
  • খ. উপস্থি বুদ্ধি আছে যার
  • গ. ত্বরিৎ গতিতে কাজ করে যে
  • ঘ. গোপনে কাজ করে যে

উত্তরঃ উপস্থি বুদ্ধি আছে যার

বিস্তারিত

149. ‘পাহাড়’ এর সমার্থক শব্দ কোনটি?

  • ক. খগ
  • খ. বগ
  • গ. নগ
  • ঘ. জগ

উত্তরঃ নগ

বিস্তারিত

150. ‘দস্তখত’ কোন শব্দের অর্থ?

  • ক. অঙ্গীকার
  • খ. স্বাক্ষর
  • গ. সাক্ষ্য
  • ঘ. আদ্যাক্ষর

উত্তরঃ স্বাক্ষর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects