শুদ্ধিকরণ

1. কোন বানানটি শুদ্ধ?

  • ক. শুশ্রুষা
  • খ. সুশ্রুষা
  • গ. শুশ্রূষা
  • ঘ. সুশ্রুসা

উত্তরঃ শুশ্রূষা

বিস্তারিত

2. শুদ্ধ বাননাটি নির্দেশ কর।

  • ক. মুহুর্মুহু
  • খ. মূহুর্মুহু
  • গ. মুর্হমুহু
  • ঘ. মুর্হুমূহু

উত্তরঃ মুহুর্মুহু

বিস্তারিত

3. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন বানান দুটি বানানই শুদ্ধ?

  • ক. হাতি/হাতী
  • খ. নারি/নারী
  • গ. জাতি/জাতী
  • ঘ. দাদি/দাদী

উত্তরঃ হাতি/হাতী

বিস্তারিত

4. কোনটি শুদ্ধ?

  • ক. সৌজন্নতা
  • খ. সৌজন্যতা
  • গ. সৌজন্ন
  • ঘ. সৌজন্য

উত্তরঃ সৌজন্য

বিস্তারিত

5. নিচের কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত?

  • ক. শিরচ্ছেদ
  • খ. শিরশ্ছেদ
  • গ. শিরোচ্ছেদ
  • ঘ. শিরচ্ছেদ

উত্তরঃ শিরশ্ছেদ

বিস্তারিত

6. শুদ্ধ বানান কোনটি?

  • ক. সমীচিন
  • খ. সমীচীন
  • গ. সমিচিন
  • ঘ. সমিচীন

উত্তরঃ সমীচীন

বিস্তারিত

7. শুদ্ধ বানানটি নির্দেশ কর-

  • ক. বিশ্বস্ত
  • খ. বিশ্বত্ত্
  • গ. বিশাস্ত
  • ঘ. বিসস্ত

উত্তরঃ বিশ্বস্ত

বিস্তারিত

8. কোনটি শুদ্ধ বানান?

  • ক. সান্তনা
  • খ. সান্ত্বনা
  • গ. সানতনা
  • ঘ. স্বান্তনা

উত্তরঃ সান্ত্বনা

বিস্তারিত

9. নির্ভুল বানান-

  • ক. স্বায়ত্ব
  • খ. স্বায়ত্ত
  • গ. স্বায়ত্ত্ব
  • ঘ. সায়ত্ত্ব

উত্তরঃ স্বায়ত্ত্ব

বিস্তারিত

10. কোনটি শুদ্ধ?

  • ক. শাস্বত
  • খ. শাশ্বত
  • গ. শ্বাশত
  • ঘ. স্বাসত

উত্তরঃ শাশ্বত

বিস্তারিত

11. কোন বানানটি শুদ্ধ?

  • ক. সংসপ্তক
  • খ. সংশপ্তক
  • গ. শংসপ্তক
  • ঘ. শংশপ্তক

উত্তরঃ সংশপ্তক

বিস্তারিত

12. কোনটি শুদ্ধ বানান?

  • ক. সন্ন্যাসী
  • খ. সন্যাসী
  • গ. সন্যাসি
  • ঘ. স্বন্যাসী

উত্তরঃ সন্ন্যাসী

বিস্তারিত

13. কোন বানানটি শুদ্ধ

  • ক. বুদ্ধিজীবি
  • খ. বুদ্ধিজীবী
  • গ. বুদ্ধিজিবি
  • ঘ. বুদ্ধিজিবী

উত্তরঃ বুদ্ধিজিবী

বিস্তারিত

14. কোন বানানটি শুদ্ধ?

  • ক. নিরিহ
  • খ. নিরীহ
  • গ. নীরিহ
  • ঘ. নীরীহ

উত্তরঃ নিরীহ

বিস্তারিত

15. পদাশুদ্ধি নির্দেশ করুন-

  • ক. প্রমুখবিশিষ্ট ব্যাক্তি
  • খ. প্রমুখবিশিষ্ট ব্যাক্তিরা
  • গ. প্রমুখবিশিষ্ট ব্যক্তিগণ
  • ঘ. প্রমুখবিশিষ্ট ব্যক্তিবৃন্দ

উত্তরঃ প্রমুখবিশিষ্ট ব্যক্তিগণ

বিস্তারিত

16. সঠিক শব্দটি বের করুন-

  • ক. চলাকালীন সময়ে
  • খ. চলাকালে
  • গ. চলাকালের সময়ে
  • ঘ. চলাকালীন সময়

উত্তরঃ চলাকালে

বিস্তারিত

17. ব্যাকরণগত বিবেচনায় শুদ্ধ শব্দটি নির্ণয় করুন-

  • ক. আয়ত্তাধীন
  • খ. আয়ত্ত
  • গ. আয়ত্ত্ব
  • ঘ. আয়ত্ত্বাধীন

উত্তরঃ আয়ত্ত

বিস্তারিত

18. বিশুদ্ধ বানান কোনটি?

  • ক. নৈর্ঋত
  • খ. নৈঝিত
  • গ. নৈখত
  • ঘ. নৈহৃত

উত্তরঃ নৈর্ঋত

বিস্তারিত

19. কোন বানানটি শুদ্ধ?

  • ক. ব্যতত
  • খ. ব্যাতীত
  • গ. ব্যতীত
  • ঘ. বেতিত

উত্তরঃ ব্যতীত

বিস্তারিত

20. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. শ্রদ্ধাঞ্জলি
  • খ. শ্রদ্ধাঞ্জলি
  • গ. শ্রদ্ধাঞ্জলী
  • ঘ. শ্রদ্ধেয়াঞ্জলী

উত্তরঃ শ্রদ্ধাঞ্জলি

বিস্তারিত

21. কোনটি শুদ্ধ?

  • ক. সারথী
  • খ. সারথি
  • গ. সাড়থী
  • ঘ. সাড়থি

উত্তরঃ সারথি

বিস্তারিত

22. আমি- প্রার্থনা করি ।শূন্যস্থানে বসবে-

  • ক. কায়ামনো বাক্যে
  • খ. কায়মনোবাক্যে
  • গ. কায়ামন বাক্যে
  • ঘ. কায়মন বাক্যে

উত্তরঃ কায়মনোবাক্যে

বিস্তারিত

23. কোনটি শুদ্ধ শব্দ?

  • ক. স্বশুর
  • খ. শ্বসুর
  • গ. শশুর
  • ঘ. শ্বশুর

উত্তরঃ শ্বশুর

বিস্তারিত

24. সঠিক বানান কোনটি?

  • ক. শ্বাসুড়ি
  • খ. শ্বাশুড়ী
  • গ. শাশুড়ি
  • ঘ. শাশুড়ী

উত্তরঃ শাশুড়ি

বিস্তারিত

25. কোন শব্দের বানান অশুদ্ধ?

  • ক. বৈশিষ্ট
  • খ. সশ্রদ্ধ
  • গ. ঘনিষ্ঠ
  • ঘ. বৈদগ্ধ্য

উত্তরঃ বৈশিষ্ট

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects