বিপরীতার্থক শব্দ

51. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?

  • ক. ঐচ্ছিক-অনাবশ্যিক
  • খ. কুটিল - সরল
  • গ. কম - বেশী
  • ঘ. কদাচার - সদাচার

উত্তরঃ ঐচ্ছিক-অনাবশ্যিক

বিস্তারিত

52. ‘আলো ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. আধাঁর
  • খ. ভালো
  • গ. মন্দ
  • ঘ. আলস

উত্তরঃ ভালো

বিস্তারিত

53. ‘উচাটন’ এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. উঁচুনিচু
  • খ. প্রশান্ত
  • গ. অবনত
  • ঘ. সংকীর্ণ

উত্তরঃ প্রশান্ত

বিস্তারিত

54. ‘গরল’ শব্দের বিপরীত শব্দ কি?

  • ক. মৃত
  • খ. অমৃত
  • গ. গরল
  • ঘ. গরজ

উত্তরঃ অমৃত

বিস্তারিত

55. ‘কৃত্রিম’ শব্দের বিপরীত শব্দ লিখুন।

  • ক. অকৃত্রিম
  • খ. মৌলিক
  • গ. স্বাভাবিক
  • ঘ. সরল

উত্তরঃ অকৃত্রিম

বিস্তারিত

56. ‘দরদি’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. নিরীহ
  • খ. অদরদি
  • গ. উদ্ধত
  • ঘ. নির্দয়

উত্তরঃ নির্দয়

বিস্তারিত

57. ‘স্পষ্ট’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. গ্রাহ্য
  • খ. উহ্য
  • গ. সহ্য
  • ঘ. গুহ্য

উত্তরঃ গুহ্য

বিস্তারিত

58. ‘বিদিত’ এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. অজ্ঞাত
  • খ. গৃহীত
  • গ. বিদীর্ণ
  • ঘ. বিসর্জন

উত্তরঃ অজ্ঞাত

বিস্তারিত

59. ‘আদিষ্ট’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. অবশিষ্ট
  • খ. উচ্ছিষ্ট
  • গ. নিষিদ্ধ
  • ঘ. পরাজিত

উত্তরঃ নিষিদ্ধ

বিস্তারিত

60. ‘অপচয়’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?

  • ক. উপচয়
  • খ. সঞ্চয়
  • গ. ব্যয়
  • ঘ. জমা

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

61. ‘বন্ধন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. মুক্ত
  • খ. ছিন্ন
  • গ. মুক্তি
  • ঘ. আসক্তি

উত্তরঃ মুক্তি

বিস্তারিত

62. ‘সচেষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. দুশ্চেষ্ট
  • খ. দুর্ভাগ্য
  • গ. নিশ্চেষ্ট
  • ঘ. দুর্লভ

উত্তরঃ নিশ্চেষ্ট

বিস্তারিত

63. ‘নিরত’ এর বিপরীত শব্দ কী?

  • ক. রত
  • খ. বিরত
  • গ. অবিরত
  • ঘ. নিবৃত

উত্তরঃ বিরত

বিস্তারিত

64. ‘আশু’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. প্রস্থান
  • খ. দ্রুত
  • গ. আগমন
  • ঘ. বিলম্ব

উত্তরঃ বিলম্ব

বিস্তারিত

65. নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক?

  • ক. মৃদু - সৌম্য
  • খ. উন্মীলন - নিমীলন
  • গ. অনৈক্য - বিভেদ
  • ঘ. অবাকৃত - উন্মুক্ত

উত্তরঃ উন্মীলন - নিমীলন

বিস্তারিত

66. ‘মৌন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. বিনয়ী
  • খ. মুখর
  • গ. সম্মতি
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

67. ‘অনিষ্ট’ -র বিপরীত অর্থবোধক শব্দ হচ্ছে -

  • ক. নিষ্ট
  • খ. ইষ্ট
  • গ. শিষ্ট
  • ঘ. তিষ্ঠ

উত্তরঃ ইষ্ট

বিস্তারিত

68. ‘খাতক’ এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. লায়েক
  • খ. লোকসান
  • গ. মহাজন
  • ঘ. অনিষ্ট

উত্তরঃ মহাজন

বিস্তারিত

69. ‘আদিষ্ট’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. সম্মতি
  • খ. নিষিদ্ধ
  • গ. অনিচ্ছা
  • ঘ. গররাজি

উত্তরঃ নিষিদ্ধ

বিস্তারিত

70. ‘চঞ্চল’ -এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. বিচল
  • খ. অবিচল
  • গ. সচল
  • ঘ. নির্ভর

উত্তরঃ অবিচল

বিস্তারিত

71. ‘বিলাপ’ এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. অপলাপ
  • খ. রোদন
  • গ. প্রলাপ
  • ঘ. হাস্য

উত্তরঃ হাস্য

বিস্তারিত

72. ‘সৌম’ এর বিপরীত শব্দ -

  • ক. শান্ত
  • খ. কঠিন
  • গ. ভদ্র
  • ঘ. উগ্র

উত্তরঃ উগ্র

বিস্তারিত

73. ‘প্রসারণ‘ - এর বিপরীত শব্দ -

  • ক. সম্প্রসারণ
  • খ. বিবর্ধন
  • গ. আকুঞ্চন
  • ঘ. আকর্ণন

উত্তরঃ আকুঞ্চন

বিস্তারিত

74. ‘নৈসর্গিক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. নকল
  • খ. ঐহিক
  • গ. কৃত্রিম
  • ঘ. তামসিক

উত্তরঃ কৃত্রিম

বিস্তারিত

75. ‘আবির্ভাব’ এর সঠিক বিপরীত শব্দ কোনটি?

  • ক. অভাব
  • খ. স্বভাব
  • গ. তিরোভাব
  • ঘ. অনুভব

উত্তরঃ তিরোভাব

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects