বিপরীতার্থক শব্দ

126. ‘নিরাকার’ এর বিপরীতার্থক শব্দ-

  • ক. আকার
  • খ. সাকার
  • গ. অদৃশ্য
  • ঘ. দৃশ্যমান

উত্তরঃ সাকার

বিস্তারিত

127. ঐহিক-এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. পাঞ্জেরী
  • খ. রেনেসাঁ
  • গ. পারিত্রিক
  • ঘ. সম্মিলিত

উত্তরঃ পারিত্রিক

বিস্তারিত

128. ‘ঔচিত্য’ শব্দের বিপরীতার্থক শব্দ-

  • ক. অনৌচিত্য
  • খ. অনুচিত্য
  • গ. হিম্মত
  • ঘ. ভয়ার্ত

উত্তরঃ অনৌচিত্য

বিস্তারিত

129. ‘চুনোপুটি’ -এর বিপরীত শব্দ কি?

  • ক. বড় পুটি
  • খ. রুই কাতলা
  • গ. রাঘব বোয়াল
  • ঘ. শক্তিমান পুরুষ

উত্তরঃ রুই কাতলা

বিস্তারিত

130. ‘চড়াই’-এর বিপরীতার্থক শব্দ-

  • ক. উপত্যকা
  • খ. গিরি
  • গ. উৎরাই
  • ঘ. ঢিবি

উত্তরঃ উৎরাই

বিস্তারিত

131. ‘যশ’ শব্দটির বিপরীতার্থক হল-

  • ক. প্রতিযশ
  • খ. অপযশ
  • গ. খ্যাতি
  • ঘ. যশঃ

উত্তরঃ অপযশ

বিস্তারিত

132. ‘প্রসন্ন’ এর বিপরীতার্থক শব্দ-

  • ক. বিপন্ন
  • খ. হতাশ
  • গ. প্রতিপন্ন
  • ঘ. বিষণ্ন

উত্তরঃ বিষণ্ন

বিস্তারিত

133. অগ্রজ শব্দটির বিপরীত শব্দ-

  • ক. ভক্ত
  • খ. অনুজ
  • গ. অনুরক্ত
  • ঘ. আরক্ত

উত্তরঃ অনুজ

বিস্তারিত

134. ‘বিরক্ত’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. ভক্ত
  • খ. অনুজ
  • গ. অনুরক্ত
  • ঘ. আরক্ত

উত্তরঃ অনুরক্ত

বিস্তারিত

135. ‘আরোহণ’ শব্দটির বিপরীতার্থক শব্দ-

  • ক. সংক্ষেপ
  • খ. অবরোহণ
  • গ. বিসর্জন
  • ঘ. গমন

উত্তরঃ অবরোহণ

বিস্তারিত

136. ‘উপচয়’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. অপচয়
  • খ. নিচয়
  • গ. সমুচয়
  • ঘ. অপব্যয়

উত্তরঃ অপচয়

বিস্তারিত

137. ‘চঞ্চল’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?

  • ক. বেইমান
  • খ. স্থির
  • গ. চালাক
  • ঘ. জ্ঞানী

উত্তরঃ স্থির

বিস্তারিত

138. ‘কৃষ্ণ’-এর বিপরীতার্থক শব্দ-

  • ক. অন্ধকার
  • খ. শুক্ল
  • গ. সাদা
  • ঘ. আলো

উত্তরঃ শুক্ল

বিস্তারিত

139. ‘উন্নীত’ -এর বিপরীতার্থক শব্দ-

  • ক. অবনতি
  • খ. রসাতল
  • গ. অবনত
  • ঘ. উন্নয়নশীল

উত্তরঃ অবনত

বিস্তারিত

140. ‘অন্তরঙ্গ’ এর বিপরীতার্থক শব্দ-

  • ক. সম্পর্কহীন
  • খ. বহিরঙ্গ
  • গ. ঘনিষ্ঠ
  • ঘ. শত্রু

উত্তরঃ বহিরঙ্গ

বিস্তারিত

141. ‘খবর’-এর বিপরীতার্থক শব্দ-

  • ক. বার্তা
  • খ. সংবাদ
  • গ. জিজ্ঞাসা
  • ঘ. তত্ত্ব

উত্তরঃ জিজ্ঞাসা

বিস্তারিত

142. ‘ঔদ্ধত্য’-এর বিপরীতার্থক শব্দ-

  • ক. স্তব্ধ
  • খ. বিনয়
  • গ. হীনবল
  • ঘ. মাথা নত করা

উত্তরঃ বিনয়

বিস্তারিত

143. ‘খারাপ’ এর বিপরীতার্থক শব্দ-

  • ক. নিকৃষ্ট
  • খ. চলনসই
  • গ. ভাল
  • ঘ. শ্রেষ্ঠ

উত্তরঃ ভাল

বিস্তারিত

144. হর্ষ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. আনন্দ
  • খ. কষ্ট
  • গ. বিষাদ
  • ঘ. কোনটিই না

উত্তরঃ বিষাদ

বিস্তারিত

145. সঠিক বিপরীত শব্দজোড়া--

  • ক. ইষ্ট-পিষ্ট
  • খ. সঞ্চয়-অপচয়
  • গ. আগ্রহ-নিগ্রহ
  • ঘ. কোনটিই না

উত্তরঃ সঞ্চয়-অপচয়

বিস্তারিত

146. সূর্য এর বিপরীত শব্দ কী?

  • ক. তপন
  • খ. পবন
  • গ. কানন
  • ঘ. কোনটিই না

উত্তরঃ কোনটিই না

বিস্তারিত

147. 'শ্রীযুক্ত' এর বিপরীত শব্দ কী?

  • ক. শ্রী অযুক্ত
  • খ. শ্রীবিহীন
  • গ. শ্রীহীন
  • ঘ. শ্রীমতি

উত্তরঃ শ্রীহীন

বিস্তারিত

148. 'মনীষী' শব্দের বিপরীত শব্দ কী?

  • ক. নির্বোধ
  • খ. প্রভা
  • গ. মনস্বিতা
  • ঘ. কোনটিই না

উত্তরঃ নির্বোধ

বিস্তারিত

149. 'প্রফুল্ল' এর বিপরীত শব্দ কী?

  • ক. উৎফুল্ল
  • খ. বিষাদ
  • গ. বিমর্ষ
  • ঘ. কষ্ট

উত্তরঃ বিমর্ষ

বিস্তারিত

150. নেতিবাচক শব্দের বিপরীত অর্থ কী?

  • ক. অর্থবাচক
  • খ. ইতিবাচক
  • গ. সমার্থক
  • ঘ. কোনটিই না

উত্তরঃ ইতিবাচক

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects