বিপরীতার্থক শব্দ

151. 'ধনবান' শব্দের বিপরীত শব্দঃ

  • ক. ধনহীন
  • খ. ধনাঢ্য
  • গ. ধনবান্য
  • ঘ. কোনটিই না

উত্তরঃ ধনহীন

বিস্তারিত

152. 'ধীর' শব্দের বিপরীত শব্দঃ

  • ক. দ্রুত
  • খ. অধীর
  • গ. বধীর
  • ঘ. কোনটিই না

উত্তরঃ অধীর

বিস্তারিত

153. 'গৃহী' এর বিপরীত শব্দ কী?

  • ক. সন্নাস্যী
  • খ. বহিঃস্থ
  • গ. বহির্গামী
  • ঘ. অভিজাত

উত্তরঃ সন্নাস্যী

বিস্তারিত

154. 'ঐচ্ছিক' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. আবশ্যক
  • খ. আবশ্যকীয়
  • গ. আবশ্যিক
  • ঘ. কোনটিই না

উত্তরঃ আবশ্যিক

বিস্তারিত

155. 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ কোনটি?

  • ক. সরল
  • খ. মহানুভব
  • গ. বিনয়
  • ঘ. জ্ঞানী

উত্তরঃ বিনয়

বিস্তারিত

156. 'উৎকর্ষ' শব্দের বিপরীত শব্দঃ

  • ক. নিম্নকর্ষ
  • খ. অপকর্ষ
  • গ. উৎসর্গ
  • ঘ. কোনটাই নয়

উত্তরঃ অপকর্ষ

বিস্তারিত

157. 'আকস্মিক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. হঠাৎ
  • খ. চিরন্তন
  • গ. তিরোভাব
  • ঘ. স্থির

উত্তরঃ চিরন্তন

বিস্তারিত

158. 'অমৃত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. তিক্ত
  • খ. বিষাক্ত
  • গ. বিরল
  • ঘ. গরল

উত্তরঃ গরল

বিস্তারিত

159. 'অনাবিল' শব্দের বিপরীত শব্দঃ

  • ক. আবিল
  • খ. নাবিল
  • গ. আনাবিল
  • ঘ. কোনটাই নয়

উত্তরঃ আবিল

বিস্তারিত

160. ‘সঙ্কুচিত’-এর বিপরীতার্থক শব্দ কি?

  • ক. চওড়া
  • খ. প্রসারিত
  • গ. প্রশস্ত
  • ঘ. বিস্তৃত

উত্তরঃ প্রসারিত

বিস্তারিত

161. ‘সংক্ষিপ্ত’-এর বিপরীত শব্দ কি?

  • ক. চওড়া
  • খ. প্রাসরিত
  • গ. প্রশস্ত
  • ঘ. বিস্তৃত

উত্তরঃ বিস্তৃত

বিস্তারিত

162. 'গৃহী' এর বিপরীত শব্দ কী?

  • ক. সংসারী
  • খ. সঞ্চয়ী
  • গ. সংস্থিতি
  • ঘ. সন্ন্যাসী

উত্তরঃ সন্ন্যাসী

বিস্তারিত

163. ‘অপসৃয়মান’ শব্দটির বিপরীত কি?

  • ক. উদীয়মান
  • খ. ক্ষয়মাণ
  • গ. বিলয়মান
  • ঘ. বিবর্তমান

উত্তরঃ উদীয়মান

বিস্তারিত

164. 'সংশয়' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

  • ক. বিস্ময়
  • খ. নির্ভয়
  • গ. দ্বিধা
  • ঘ. প্রত্যয়

উত্তরঃ প্রত্যয়

বিস্তারিত

165. 'তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ?

  • ক. শৈত্য
  • খ. শীতল
  • গ. উত্তাপ
  • ঘ. হিম

উত্তরঃ শৈত্য

বিস্তারিত

166. 'ঔদ্ধত্য' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. স্তব্ধ
  • খ. বিনয়
  • গ. গম্ভীর
  • ঘ. মাথা নত করা

উত্তরঃ বিনয়

বিস্তারিত

167. 'গুপ্ত' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

  • ক. প্রকাশ
  • খ. ব্যক্ত
  • গ. অব্যক্ত
  • ঘ. উন্মীলিত

উত্তরঃ ব্যক্ত

বিস্তারিত

168. 'মুক্ত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. স্বাধীন
  • খ. বাহির
  • গ. বদ্ধ
  • ঘ. মুক্তি

উত্তরঃ বদ্ধ

বিস্তারিত

169. 'অনুগ্রহ' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

  • ক. প্রতিগ্রহ
  • খ. বিগ্রহ
  • গ. দয়া
  • ঘ. নিগ্রহ

উত্তরঃ নিগ্রহ

বিস্তারিত

170. 'উত্তপ্ত' এর বিপ্রীতার্থক শব্দ কোনটি ?

  • ক. শীতল
  • খ. শৈত্য
  • গ. শীত
  • ঘ. বরফ

উত্তরঃ শীতল

বিস্তারিত

171. 'অমৃত' এর বিপরীতআর্থক শব্দ কোনটি ?

  • ক. তিক্ত
  • খ. বিষাক্ত
  • গ. বিরল
  • ঘ. গরল

উত্তরঃ গরল

বিস্তারিত

172. 'নিরাকার' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

  • ক. আকার
  • খ. সকার
  • গ. তাদৃশ্য
  • ঘ. বৈসাদৃশ্য

উত্তরঃ সকার

বিস্তারিত

173. 'প্রসন্ন' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

  • ক. নিকৃষ্ট
  • খ. বিপন্ন
  • গ. বিষন্ন
  • ঘ. প্রতিপন্ন

উত্তরঃ বিষন্ন

বিস্তারিত

174. 'বিধি' এর বিপরীতআর্থক শব্দ কোনটি ?

  • ক. অনিয়ম
  • খ. অবিধি
  • গ. নিষেধ
  • ঘ. প্রথা

উত্তরঃ নিষেধ

বিস্তারিত

175. 'মহৎ' এর বিপরীতআর্থক শব্দ কোনটি ?

  • ক. নীচ
  • খ. নিচে
  • গ. নিচু
  • ঘ. খারাপ

উত্তরঃ নীচ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects