বিপরীতার্থক শব্দ

176. 'অন্তরঙ্গ' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. অভ্যাস
  • খ. বহিরঙ্গ
  • গ. কুটিল
  • ঘ. অন্তর

উত্তরঃ বহিরঙ্গ

বিস্তারিত

177. 'অগ্রজ' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. অনুজ
  • খ. গ্রহীতা
  • গ. পশ্চাৎ
  • ঘ. অগ্র

উত্তরঃ অনুজ

বিস্তারিত

178. 'বিরক্ত' এর বিপরীতআর্থক শব্দ কোনটি?

  • ক. অন্ত
  • খ. অনুজ
  • গ. আদর
  • ঘ. অনুরক্ত

উত্তরঃ অনুরক্ত

বিস্তারিত

179. 'অর্পণ' এর বিপরীতআর্থক শব্দ কোনটি ?

  • ক. গ্রহণ
  • খ. গ্রহীতা
  • গ. দাতা
  • ঘ. প্রদান

উত্তরঃ গ্রহণ

বিস্তারিত

180. 'ভূত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. ভবিষ্যৎ
  • খ. পেত্নী
  • গ. ভোতা
  • ঘ. ভাষা

উত্তরঃ ভবিষ্যৎ

বিস্তারিত

181. 'কৃষ্ণ' এর বিপরীতআর্থক শব্দ কোনটি ?

  • ক. প্রদান
  • খ. সাদা
  • গ. আলো
  • ঘ. শুক্ল

উত্তরঃ শুক্ল

বিস্তারিত

182. 'মিলন' এর বিপরীতআর্থক শব্দ কোনটি ?

  • ক. জীবন
  • খ. মরণ
  • গ. বিচ্ছেদ
  • ঘ. বিরহ

উত্তরঃ বিরহ

বিস্তারিত

183. বিপরীত শব্দের আলোচনা ব্যাকরণের কোন অংশে পাওয়া যায় ?

  • ক. ধ্বনিতত্ত্বে
  • খ. রূপতত্ত্বে
  • গ. বাক্যতত্ত্বে
  • ঘ. অর্থতত্ত্বে

উত্তরঃ রূপতত্ত্বে

বিস্তারিত

184. 'অলীক' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. অলৌকিক
  • খ. লৌকিক
  • গ. বাস্তব
  • ঘ. অবাস্তব

উত্তরঃ বাস্তব

বিস্তারিত

185. 'সরস' এর বিপরীতআর্থক শব্দ কোনটি ?

  • ক. অরস
  • খ. নারস
  • গ. নীরস
  • ঘ. নির্দোষ

উত্তরঃ নীরস

বিস্তারিত

186. 'অগ্রজ' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

  • ক. পরিগ্রজ
  • খ. অনুজ
  • গ. নিগ্রহ
  • ঘ. পশ্চাৎ

উত্তরঃ অনুজ

বিস্তারিত

187. 'সাকার' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

  • ক. আকার
  • খ. অকার
  • গ. প্রতিকার
  • ঘ. নিরাকার

উত্তরঃ নিরাকার

বিস্তারিত

188. নিচের কোনটি 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ ?

  • ক. প্রসারণ
  • খ. কুঞ্চন
  • গ. উত্তোলন
  • ঘ. অবনমন

উত্তরঃ প্রসারণ

বিস্তারিত

189. 'আপদ' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. বিপদ
  • খ. সাপদ
  • গ. ভয়
  • ঘ. নির্ভয়

উত্তরঃ সাপদ

বিস্তারিত

190. 'আর্বিভাব' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

  • ক. আগমন
  • খ. বাহির
  • গ. উত্তমর্ণ
  • ঘ. তিরোভাব

উত্তরঃ তিরোভাব

বিস্তারিত

191. 'ইতর' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

  • ক. ভদ্র
  • খ. বিশ্রী
  • গ. বিযুক্ত
  • ঘ. উত্তম

উত্তরঃ ভদ্র

বিস্তারিত

192. নিচের কোনটি 'ইদানিং' এর বিপরীতার্থক শব্দ ?

  • ক. সেকালে
  • খ. তখনকার
  • গ. তদানিং
  • ঘ. সমসাময়িক

উত্তরঃ তদানিং

বিস্তারিত

193. 'সমষ্টি' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

  • ক. বিচ্ছিন্ন
  • খ. অনৈক্য
  • গ. ব্যষ্টি
  • ঘ. বিলম্ব

উত্তরঃ ব্যষ্টি

বিস্তারিত

194. 'উৎকর্ষ' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

  • ক. অনুন্নত
  • খ. অবনত
  • গ. বিকর্ষ
  • ঘ. অপকর্ষ

উত্তরঃ অপকর্ষ

বিস্তারিত

195. 'ঈদৃশ' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

  • ক. সদৃশ
  • খ. এরকম
  • গ. তাদৃশ
  • ঘ. সাদৃশ

উত্তরঃ তাদৃশ

বিস্তারিত

196. কোনটি 'ঝাটিতি' এর বিপরীতার্থক শব্দ ?

  • ক. তাড়াতাড়ি
  • খ. বিলম্ব
  • গ. অতৃপ্তি
  • ঘ. নিন্দা

উত্তরঃ বিলম্ব

বিস্তারিত

197. 'সৌম্য' এর বিপরীত শব্দ কোনটি ?

  • ক. উদ্ধত
  • খ. কঠিন
  • গ. উগ্র
  • ঘ. শান্ত

উত্তরঃ উগ্র

বিস্তারিত

198. 'বহুল' এর বিপরীত শব্দ -

  • ক. অনেক
  • খ. কম
  • গ. সামান্য
  • ঘ. বিরল

উত্তরঃ বিরল

বিস্তারিত

199. 'ঝানু' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

  • ক. চালাক
  • খ. অপটু
  • গ. পটু
  • ঘ. চতুর

উত্তরঃ অপটু

বিস্তারিত

200. 'নির্মল' এর বিপরীত শব্দ কোনটি?

  • ক. অনির্মল
  • খ. নোংরা
  • গ. অপরিষ্কার
  • ঘ. পঙ্কিল

উত্তরঃ পঙ্কিল

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects