বিখ্যাত বাংলা কাব্য গ্রন্থ
1. ‘নিসর্গ সন্দর্শন’ কাব্যগ্রন্থটি কার রচনা?
- ক. কামিনী রায়
 - খ. বিহারীলাল চক্রবর্তী
 - গ. গোবিন্দচন্দ্র দাস
 - ঘ. মোজাম্মেল হক
 
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী
2. বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি?
- ক. বন্ধবিয়োগ
 - খ. বঙ্গ সুন্দরী
 - গ. সারদা মঙ্গল
 - ঘ. সাধের আসন
 
উত্তরঃ সারদা মঙ্গল
3. নিচের কোনটি বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্য নয়?
- ক. সঙ্গীত শতক
 - খ. সবিতা সুন্দরী
 - গ. নিসর্গ সন্দর্শন
 - ঘ. বন্ধুবিয়োগ
 
উত্তরঃ সবিতা সুন্দরী
4. ‘প্রেম ও ফুল, কস্তুরী, ফুলরেণু’ প্রভৃতি কাব্য কে রচনা করেন?
- ক. মোজাম্মেল হক
 - খ. কামিনী রায়
 - গ. গোবিন্দচন্দ্র দাস
 - ঘ. বিহারীলাল চক্রবর্তী
 
উত্তরঃ গোবিন্দচন্দ্র দাস
5. ‘এষা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
- ক. অক্ষয়কুমার বড়াল
 - খ. দেবেন্দ্রনাথ সেন
 - গ. গোবিন্দচন্দ্র সেন
 - ঘ. সুরেন্দ্রনাথ মজুমদার
 
উত্তরঃ অক্ষয়কুমার বড়াল
6. সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
- ক. তন্বী
 - খ. উর্বশী
 - গ. ক্রন্দসী
 - ঘ. রূপসী
 
উত্তরঃ তন্বী
7. ‘নাম রেখেছি কোমল গান্ধার’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
- ক. জীবনানন্দ দাশ
 - খ. সুধীন্দ্রনাথ দত্ত
 - গ. বিষ্ণু দে
 - ঘ. অমিয় চক্রবর্তী
 
উত্তরঃ বিষ্ণু দে
8. ‘সনেট সঞ্চায়ন’, ‘সনেট শতক’, ‘সনেট মালা’- কাব্যত্রয়ের রচয়িতা কে?
- ক. প্রেমেন্দ্র মিত্র
 - খ. সুফী মোতাহার হোসেন
 - গ. গোলাম মোস্তফা
 - ঘ. আব্দুল কাদির
 
উত্তরঃ সুফী মোতাহার হোসেন
9. বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত কাব্য কোনটি?
- ক. দ্বৈরথ
 - খ. কষ্টিপাথর
 - গ. তন্বী
 - ঘ. চতুর্দশী
 
উত্তরঃ চতুর্দশী
10. ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ একটি--
- ক. উপন্যাস
 - খ. নাটক
 - গ. গল্পগ্রন্থ
 - ঘ. কাব্যগ্রন্থ
 
উত্তরঃ কাব্যগ্রন্থ
- ক. মহাকবি কালিদাস
 - খ. বিশ্বকবি রবীন্দ্রনাথ
 - গ. ছন্দের কবি সত্যেন্দ্রনাথ
 - ঘ. পল্লীকবি জসীমউদ্দীন
 
উত্তরঃ মহাকবি কালিদাস
12. নিচের কোনটি কায়কোবাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ?
- ক. অশ্রুমালা
 - খ. রূপচ্ছন্দা
 - গ. কল্পরেখা
 - ঘ. আনারকলি
 
উত্তরঃ অশ্রুমালা
13. সুকান্ত ভট্টাচার্য রচিত কোন কাব্যটি ফ্যাসিবাদ বিরোধী?
- ক. আকাল
 - খ. ছাড়পত্র
 - গ. হরতাল
 - ঘ. অভিযান
 
উত্তরঃ আকাল
14. আধুনিক বাংলা সাহিত্যে প্রথম কাব্য কোনটি?
- ক. মেঘনাদবধ
 - খ. পদ্মিনী উপাখ্যান
 - গ. দিকদর্শন
 - ঘ. ধূমকেতু
 
উত্তরঃ মেঘনাদবধ
15. 'ক্রন্দসী' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
- ক. জীবনানন্দ দাশ
 - খ. সুধীন্দ্রনাথ দত্ত
 - গ. অমিয় চক্রবর্তী
 - ঘ. বুদ্ধদেব বসু
 
উত্তরঃ সুধীন্দ্রনাথ দত্ত
16. 'পুষ্পিত ইমেজ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
- ক. জীবনানন্দ দাশ
 - খ. সুধীন্দ্রনাথ দত্ত
 - গ. অমিয় চক্রবর্তী
 - ঘ. বুদ্ধদেব বসু
 
উত্তরঃ অমিয় চক্রবর্তী
17. "ফেরারী ফৌজ" কাব্যগ্রন্থটির লেখক কে?
- ক. জাহানারা ইমাম
 - খ. আহমদ রফিক
 - গ. আ. ন. ম. বজলুর রশিদ
 - ঘ. প্রেমেন্দ্র মিত্র
 
উত্তরঃ প্রেমেন্দ্র মিত্র
18. "খোলাচিঠি" কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
- ক. জাহানারা আরজু
 - খ. রজনীকান্ত সেন
 - গ. সমর সেন
 - ঘ. মোহাম্মদ মাহফুজ উল্লাহ
 
উত্তরঃ সমর সেন