https vbaixlbah8lma7mc2m9e10mt9kfb32rroastifycom

101. ‘বন্য’ শব্দটির চলিত রূপ কোনটি?

  • ক. বন্যে
  • খ. বুনো
  • গ. বন্য
  • ঘ. বণ্য

উত্তরঃ বুনো

বিস্তারিত

102. ক্রিয়াপদের মূল অংশকে কী বলা হয়?

  • ক. যতি
  • খ. ধাতু
  • গ. উক্তি
  • ঘ. প্রকৃতি

উত্তরঃ ধাতু

বিস্তারিত

103. মৌলিক ধাতুর অপর নাম কী?

  • ক. সিদ্ধ ধাতু
  • খ. ণিজন্ত ধাতু
  • গ. নাম ধাতু
  • ঘ. প্রযোজক ধাতু

উত্তরঃ সিদ্ধ ধাতু

বিস্তারিত

104. বাক্যতত্ত্বের অপর নাম কি?

  • ক. ভাষা
  • খ. প্রাতিপদিক
  • গ. পদক্রম
  • ঘ. সাধিক শব্দ

উত্তরঃ পদক্রম

বিস্তারিত

105. সব ভাষার ব্যাকরণের কয়টি মৌলিক অংশ থাকে?

  • ক. ৫টি
  • খ. ৬টি
  • গ. ১০টি
  • ঘ. ৪টি

উত্তরঃ ৪টি

বিস্তারিত

106. অনুসর্গ কোথায় বসে?

  • ক. বাক্যের মধ্যে
  • খ. শব্দের মধ্যে
  • গ. শব্দের পূর্বে
  • ঘ. শব্দের পরে

উত্তরঃ শব্দের পরে

বিস্তারিত

107. ভাষার সংবিধান কোনটি?

  • ক. বর্ণমালা
  • খ. ধ্বনি
  • গ. ব্যাকরণ
  • ঘ. সমাস

উত্তরঃ ব্যাকরণ

বিস্তারিত

108. হ-কার লোপের প্রবণতা কোন ভাষার অন্যতম বৈশিষ্ট্য?

  • ক. সাধু
  • খ. চলিত
  • গ. কথ্য
  • ঘ. লেখ্য

উত্তরঃ চলিত

বিস্তারিত

109. নিম্নের কোনটি বাগযন্ত্রের প্রত্যঙ্গ নয়?

  • ক. ফুসফুস
  • খ. জিহ্বা
  • গ. কান
  • ঘ. নাক

উত্তরঃ কান

বিস্তারিত

110. বাংলা ভাষায় যতিচিহ্ন মোট কয়টি?

  • ক. ১২টি
  • খ. ৯টি
  • গ. ১০টি
  • ঘ. ১৪টি

উত্তরঃ ১২টি

বিস্তারিত

111. টা, টি খানা কে কি বলে?

  • ক. প্রদাশ্রিত নির্দেশক
  • খ. বিভক্তি
  • গ. প্রকৃতি
  • ঘ. উপসর্গ

উত্তরঃ প্রদাশ্রিত নির্দেশক

বিস্তারিত

112. বিভক্তিহীন মান শব্দকে কি বলে?

  • ক. প্রাতিপদিক
  • খ. পারিভাষিক
  • গ. প্রকৃতি
  • ঘ. প্রত্যয়

উত্তরঃ প্রাতিপদিক

বিস্তারিত

113. বাক্যে প্রশ্নবোদক (?) থাকলে কতক্ষণ থামতে হয়?

  • ক. এক সেকেন্ড
  • খ. দুই সেকেন্ড
  • গ. তিন সেকেন্ড
  • ঘ. চার সেকেন্ড

উত্তরঃ এক সেকেন্ড

বিস্তারিত

114. সত্য বই মিথ্যে বলবো না। এখানে ‘বই’ -

  • ক. বিশেষ্য
  • খ. উপসর্গ
  • গ. অনুসর্গ
  • ঘ. প্রত্যয়

উত্তরঃ অনুসর্গ

বিস্তারিত

115. ‘কর্মই ধর্ম..... মুক্তি’ - শূণ্যস্থানেে কোন শব্দ বসবে?

  • ক. তাতেই
  • খ. ধর্মেই
  • গ. কর্মেই
  • ঘ. এতেই

উত্তরঃ ধর্মেই

বিস্তারিত

116. গ্রাম > গেরাম - এখানে কোনটি ঘটেছে?

  • ক. ব্যঞ্জন বিকৃতি
  • খ. পরাগত
  • গ. স্বরাগম
  • ঘ. অসমীকরণ

উত্তরঃ স্বরাগম

বিস্তারিত

117. কোনটি বাক প্রত্যঙ্গ নয়?

  • ক. হাত
  • খ. জিহ্বা
  • গ. দাঁত
  • ঘ. ঠোঁট

উত্তরঃ হাত

বিস্তারিত

118. প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কতটি?

  • ক. ৩টি
  • খ. ৪টি
  • গ. ৫টি
  • ঘ. ৬টি

উত্তরঃ ৪টি

বিস্তারিত

119. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?

  • ক. মার্গারেট থেচার
  • খ. ইন্দিরা গান্ধী
  • গ. শ্রীমাভো বন্দরনায়েক
  • ঘ. গোণ্ডামায়ার

উত্তরঃ শ্রীমাভো বন্দরনায়েক

বিস্তারিত

120. ‘কণিকা’ শব্দের ‘ণ’ বসেছে কোন নিয়মে?

  • ক. ক এর পরে ‘ণ’ বসে
  • খ. ‘ক’ এর পূর্বে ‘ণ’ বসে
  • গ. ক এবং ক এর মাঝে ‘ণ’ বসে
  • ঘ. স্বভাবতই ‘ণ’ বসেছে

উত্তরঃ স্বভাবতই ‘ণ’ বসেছে

বিস্তারিত

121. কোনটি রাজহাঁসের ডাক?

  • ক. হ্রেষা
  • খ. বৃংহতি
  • গ. ক্রেকার
  • ঘ. কুজন

উত্তরঃ ক্রেকার

বিস্তারিত

122. ‘হাত’ শব্দটি উদ্ধৃত কোন বাক্যে দক্ষতা অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. লোকটির হাতটান আছে।
  • খ. তার লেখার হাত আছে।
  • গ. পরের কাছে হাত পেত না।
  • ঘ. করিম রহিমের ডান হাত।

উত্তরঃ তার লেখার হাত আছে।

বিস্তারিত

123. বিভক্তহীন নাম শব্দকে কী বলে?

  • ক. প্রাতিপদিক
  • খ. নাম পদ
  • গ. মৌলিক শব্দ
  • ঘ. কৃদন্ত শব্দ

উত্তরঃ প্রাতিপদিক

বিস্তারিত

124. ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক’ ! - বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?

  • ক. অনন্বয়ী অব্যয়
  • খ. অনুকার অব্যয়
  • গ. পদান্বয়ী অব্যয়
  • ঘ. অনুসর্গ অব্যয়

উত্তরঃ অনন্বয়ী অব্যয়

বিস্তারিত

125. আসামির পক্ষে উকিল কে? এখানে ‘পক্ষে’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. প্রশ্ন অর্থে
  • খ. আদেশ অর্থে
  • গ. প্রার্থনা অর্থে
  • ঘ. সহজ অর্থে

উত্তরঃ প্রশ্ন অর্থে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects