সাহিত্য
101. ‘কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ?’ - কার লেখা?
- ক. কৃষ্ণ চন্দ্র মজুমদার
 - খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
 - গ. কামিনী রায়
 - ঘ. যতীন্দ্র মোহন বাগচী
 
উত্তরঃ কৃষ্ণ চন্দ্র মজুমদার
102. কোন চরণটি সঠিক?
- ক. ধন ধান্যে পুষ্পে ভরা
 - খ. ধন্য ধান্যে পুষ্পে ভরা
 - গ. ধন্যে ধান্যে পুষ্পে ভরা
 - ঘ. ধন্যে ধান্য পুষ্পে ভরা
 
উত্তরঃ ধন ধান্যে পুষ্পে ভরা
103. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল বাঙল।’- এটি কোন বাক্য?
- ক. সরল
 - খ. মিশ্র বা জটিল
 - গ. যৌগিক
 - ঘ. সংযুক্ত
 
উত্তরঃ মিশ্র বা জটিল
104. বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা ‘কল্লোল’ কত সালে প্রথম প্রকাশিত হয়?
- ক. ১৯২৩ সালে
 - খ. ১৯২৪ সালে
 - গ. ১৯২৫ সালে
 - ঘ. ১৯২৭ সালে
 
উত্তরঃ ১৯২৩ সালে
105. কোন গ্রন্থটি সুকান্ত ভট্রাচার্য কর্তৃক রচিত?
- ক. হরতাল
 - খ. পালাবদল
 - গ. উত্তীর্ণ পঞ্চাশে
 - ঘ. অম্বিষ্ট স্বদেশ
 
উত্তরঃ হরতাল
106. ‘বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের ‘বিষবৃক্ষ’ উপন্যাসের চরিত্র কোনটি?
- ক. কুন্দনন্দিনী
 - খ. শ্যামাসুন্দরী
 - গ. বিমলা
 - ঘ. রোহিনী
 
উত্তরঃ কুন্দনন্দিনী
107. গীতাঞ্জলীর ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন-
- ক. এজরা পাউন্ড
 - খ. টি. এস. এলিয়ট
 - গ. ডবলিউ বি. ইয়েটস
 - ঘ. কীটস
 
উত্তরঃ ডবলিউ বি. ইয়েটস
108. ‘The Origin and Development of Bengali Language ' গ্রন্থটি রচনা করেছেন-
- ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
 - খ. ড. সুনীতি কুমার চট্রোপাধ্যায়
 - গ. হরপ্রসাদ শাস্ত্রী
 - ঘ. স্যার জর্জ
 
উত্তরঃ ড. সুনীতি কুমার চট্রোপাধ্যায়
109. ‘শূন্যপুরাণ’ রচনা করেছেন-
- ক. রামাই পণ্ডিত
 - খ. শ্রীকর নন্দী
 - গ. বিজয় গুপ্ত
 - ঘ. লোচন দাস
 
উত্তরঃ রামাই পণ্ডিত
110. ‘পালামৌ’ ভ্রমণকাহিনীটি কার রচনা?
- ক. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
 - খ. সুনীল গঙ্গোপাধ্যায়
 - গ. সঞ্জীব চন্দ্র চট্রোপাধ্যায়
 - ঘ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
 
উত্তরঃ সঞ্জীব চন্দ্র চট্রোপাধ্যায়
111. দিবারাত্রির কাব্য’ কার লেখা উপন্যাস?
- ক. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
 - খ. শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
 - গ. ঈশান চন্দ্র বন্দ্যোপাধ্যায়
 - ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
 
উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়
112. কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
- ক. পদ্মরাগ
 - খ. পদ্মগোখরা
 - গ. পদ্মপুরাণ
 - ঘ. পদ্মবতী
 
উত্তরঃ পদ্মগোখরা
113. ‘আনোয়ারা’ গ্রন্থটি কার রচনা?
- ক. কাজী এমদাদুল হক
 - খ. মীর মশাররফ হোসেন
 - গ. মোহাম্মদ নজিবর রহমান
 - ঘ. ইসমাইল হোসেন সিরাজী
 
উত্তরঃ মোহাম্মদ নজিবর রহমান
114. ‘বীরবল’ ছদ্মনামে কে লিখতেন ?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
 - খ. মুনীর চৌধুরী
 - গ. সমরেশ বসু
 - ঘ. প্রমথ চৌধুরী
 
উত্তরঃ প্রমথ চৌধুরী
115. ‘তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন?’ এই প্রবাদটির রচয়িতা কে?
- ক. মীর মশাররফ হোসেন
 - খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
 - গ. বঙ্কিম চন্দ্র চট্রোপাধ্যায়
 - ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
 
উত্তরঃ বঙ্কিম চন্দ্র চট্রোপাধ্যায়
116. ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
- ক. আরেক ফালগুন
 - খ. জীবন ঘষে আগুন
 - গ. নন্দিত নরকে
 - ঘ. পিঙ্গল আকাশ
 
উত্তরঃ আরেক ফালগুন
117. মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি?
- ক. এইসব দিন রাত্রি
 - খ. নূরলদীনের সারা জীবন
 - গ. একাত্তরের দিনগুলি
 - ঘ. সৎ মানুষের খোঁজে
 
উত্তরঃ একাত্তরের দিনগুলি
118. বাংলা গদ্যের জনক কে?
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 - খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
 - গ. উইলিয়াম কেরী
 - ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
 
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
119. ‘আনন্দমঠ’ উপন্যাসের লেখক কে?
- ক. বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায়
 - খ. তারাশঙ্কার বন্দ্যোপাধ্যায়
 - গ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
 - ঘ. আনন্দমোহন বাগচী
 
উত্তরঃ বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায়
120. ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত?
- ক. দোলনচাঁপা
 - খ. বিষের বাঁশী
 - গ. সাম্যবাদী
 - ঘ. অগ্নিবীনা
 
উত্তরঃ অগ্নিবীনা
121. তাম্বুলখানা গ্রামে জম্মে ছিলেন কোন কবি?
- ক. জসীমউদদীন
 - খ. ফররুখ আহমদ
 - গ. আবুল হাসান
 - ঘ. শহীদ কাদরী
 
উত্তরঃ জসীমউদদীন
122. ‘ছিন্নপত্রে’র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
- ক. ইন্দিরা দেবী
 - খ. কাদম্বরী দেবী
 - গ. মৃণালিনী দেবী
 - ঘ. মৈত্রেয়ী দেবী
 
উত্তরঃ ইন্দিরা দেবী
123. মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ কোন ধরনের কাব্য?
- ক. মহাকাব্য
 - খ. সনেট
 - গ. পত্রকাব্য
 - ঘ. গ
 
উত্তরঃ মহাকাব্য
124. মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ কোন ধরনের কাব্য?
- ক. মহাকাব্য
 - খ. সনেট
 - গ. পত্রকাব্য
 - ঘ. গীতিকাব্য
 
উত্তরঃ পত্রকাব্য
125. আলাওলের ‘তোহফা’ কোন ধরনের কাব্য?
- ক. আত্মজীবনী
 - খ. প্রণয়কাব্য
 - গ. নীতিকাব্য
 - ঘ. জঙ্গনামা
 
উত্তরঃ নীতিকাব্য