সাহিত্য
151. কবি আলাওলের জম্মস্থান কোনটি?
- ক. ফরিদপুরের সুরেশ্বর
 - খ. চট্রগ্রামের জোবরা
 - গ. বার্মার আরাকান
 - ঘ. চট্রগ্রামের পটিয়া
 
উত্তরঃ চট্রগ্রামের জোবরা
- ক. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
 - খ. মোজাম্মেল হক
 - গ. এয়াকুব আলী চৌধুরী
 - ঘ. মুনিরুজ্জামান ইসলামাবাদি
 
উত্তরঃ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
153. ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?
- ক. ধূমকেতু
 - খ. বিদ্রোহী
 - গ. প্রলয়োল্লাস
 - ঘ. অগ্রপথিক
 
উত্তরঃ প্রলয়োল্লাস
154. বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
- ক. কল্লোল
 - খ. সবুজপত্র
 - গ. বঙ্গদর্শন
 - ঘ. কালিকলম
 
উত্তরঃ সবুজপত্র
155. ‘একাত্ততের চিঠি’ - কোন জাতীয় রচনা?
- ক. মুক্তিযুদ্ধের বিবরণ
 - খ. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
 - গ. মুক্তিযুদ্ধাদের পত্র সংকলন
 - ঘ. ভিন্নধর্মী ডায়েরি
 
উত্তরঃ মুক্তিযুদ্ধাদের পত্র সংকলন
156. বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৫৫ খ্রিঃ
 - খ. ১৩৫৫ খ্রিঃ
 - গ. ১৯৫২ খ্রিঃ
 - ঘ. ১৩৫২ খ্রিঃ
 
উত্তরঃ ১৯৫৫ খ্রিঃ
157. ‘সনেট’ কবিতার প্রবর্তক কে?
- ক. দ্বিজেন্দ্র লাল রায়
 - খ. রজনীকান্ত সেন
 - গ. মাইকেল মধুসূদন দত্ত
 - ঘ. অতুলপ্রসাদ সেন
 
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
158. ‘আব্দুল্লাহ’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. মোহাম্মদ নজীবর রহমান
 - খ. কাজী ইমদাদুল হক
 - গ. শেখ ফজলুল করিম
 - ঘ. মমতাজউদ্দিন আহমেদ
 
উত্তরঃ কাজী ইমদাদুল হক
159. বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম-
- ক. দুর্গেশনন্দিনী
 - খ. কপালকুণ্ডলা
 - গ. কৃষ্ণকান্তের উইল
 - ঘ. রজনী
 
উত্তরঃ দুর্গেশনন্দিনী
160. চর্যাাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
- ক. বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে
 - খ. আরাকান রাজগ্রন্থাগার থেকে
 - গ. নেপালের রাজগ্রন্থশালা থেকে
 - ঘ. সুদূর চীন দেশ থেকে
 
উত্তরঃ নেপালের রাজগ্রন্থশালা থেকে
161. মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কী?
- ক. বিজয় গুপ্ত
 - খ. ভারতচন্দ্র রায়গুণাকর
 - গ. মুকুন্দরাম চক্রবর্তী
 - ঘ. কানাহরি দত্ত
 
উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর
163. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়ায়ি কী ধরনের চরিত্র?
- ক. শ্রী রাধার ননদিনী
 - খ. শ্রী রাধার শাশুড়ি
 - গ. রাধাকৃষ্ণের প্রেমের দূতী
 - ঘ. জনৈক গোপবালা
 
উত্তরঃ রাধাকৃষ্ণের প্রেমের দূতী
164. লোকসাহিত্য কাকে বলে?
- ক. গ্রামীণ নরনারীর প্রণয়সংবলিত উপাখ্যাকে
 - খ. লোক সাধারনের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
 - গ. লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
 - ঘ. গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
 
উত্তরঃ লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
165. বাংলা সাহিত্যে কখন গ্দ্যের সূচনা হয়?
- ক. নবম শতকে
 - খ. ত্রয়োদশ শতকে
 - গ. ষোড়শ শতকে
 - ঘ. উনিশ শতকে
 
উত্তরঃ উনিশ শতকে
166. বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র কোনটি?
- ক. দিগদর্শন
 - খ. সংবাদ প্রভাকর
 - গ. তত্ত্ববোধিনী
 - ঘ. বঙ্গদর্শন
 
উত্তরঃ দিগদর্শন
167. ইয়ংবেঙ্গল কী?
- ক. বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ
 - খ. ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
 - গ. একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম
 - ঘ. একটি সাময়িক পত্রের নাম
 
উত্তরঃ ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
168. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
- ক. বুড়ো সালিকের ঘাড়ে রোঁ
 - খ. বিয়ে পাগলা বুড়ো
 - গ. কিঞ্চিত জলযোগ
 - ঘ. কল্কি অবতার
 
উত্তরঃ বিয়ে পাগলা বুড়ো
169. মীর মশাররফ হোসেনের নাটক কোনটি?
- ক. নটির পূজা
 - খ. বেহুলা গীতাভিনয়
 - গ. নবীন তপস্বিনী
 - ঘ. কৃষ্ণকুমারী
 
উত্তরঃ বেহুলা গীতাভিনয়
170. কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
- ক. ১৮১৭ সালে
 - খ. ১৮৩২ সালে
 - গ. ১৮৫২ সালে
 - ঘ. ১৭৫৩ সালে
 
উত্তরঃ ১৭৫৩ সালে
171. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
- ক. একরাত্রি
 - খ. নষ্টনীড়
 - গ. ক্ষুধিত পাষাণ
 - ঘ. মধ্যবর্তিনী
 
উত্তরঃ ক্ষুধিত পাষাণ
172. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কী?
- ক. মোতহের হোসেন
 - খ. ইসমাইল হোসেন সিরাজী
 - গ. মীর মশাররফ হোসেন
 - ঘ. ফররুখ আহমদ
 
উত্তরঃ মীর মশাররফ হোসেন
174. জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি?
- ক. ধূসর পাণ্ডুলিপি
 - খ. কবিতার কথা
 - গ. ঝরা পালক
 - ঘ. দুুর্দিনের যাত্রী
 
উত্তরঃ কবিতার কথা
175. ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
 - খ. ফররুখ আহমদ
 - গ. আব্দুল কাদির
 - ঘ. বন্দে আলী মিয়া
 
উত্তরঃ ফররুখ আহমদ