সাহিত্য
201. প্রমিত চলিত রীতির বাক্য কোনটি?
- ক. খাইয়া দাইয়া শুড়ে পড়লাম।
- খ. খাইয়া দাইয়া শুইয়া পড়িলাম।
- গ. খেয়ে দেয়ে শুইয়া পড়লাম।
- ঘ. খেয়ে দেয়ে শুয়ে পড়লাম।
উত্তরঃ খেয়ে দেয়ে শুয়ে পড়লাম।
202. ব্যাকরণ অনুযায়ী পদ মোট কয় প্রকার?
- ক. ৩ প্রকার
- খ. ৭ প্রকার
- গ. ৫ প্রকার
- ঘ. ৯ প্রকার
উত্তরঃ ৫ প্রকার
203. ‘আমি বাড়ি গিয়ে দেখলাম তুমি বসিয়া আছ।’ এটা কোন রীতির ভাষা?
- ক. চলিত রীতি
- খ. সাধু রীতি
- গ. কথ্য রীতি
- ঘ. সাধু ও চলিত মিশ্রণ রীতি
উত্তরঃ সাধু ও চলিত মিশ্রণ রীতি
204. ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক ছিলেন -
- ক. জন ক্লার্ক মার্শম্যান
- খ. জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
- গ. উইলিয়াম কেরি
- ঘ. ডেভিড হেয়ার
উত্তরঃ জন ক্লার্ক মার্শম্যান
208. ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা পৃথিবীর কততম মাতৃভাষা?
- ক. নয়
- খ. আট
- গ. চার
- ঘ. ছয়
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
211. “সংগ্রাম” চিত্রকর্মের শিল্পী কে?
- ক. এসএম সুলতান
- খ. কামরুল হাসান
- গ. জয়নুল আবেদিন
- ঘ. কাইয়ুম চৌধুরী
উত্তরঃ জয়নুল আবেদিন
214. কোনটি সঠিক ?
- ক. পৃথিবীর বিভিন্ন জাতির পৃথক পৃথক ভাষা রয়েছে
- খ. পৃথিবীর বিভিন্ন জাতির একই ভাষা রয়েছে
- গ. পৃথিবীর বিভিন্ন লোকের ভাষা ও তাদের সংস্কৃতি এক
- ঘ. পৃথিবীর বিভিন্ন জাতির ভাষা এক এবং সংস্কৃতি ও এক
উত্তরঃ পৃথিবীর বিভিন্ন জাতির পৃথক পৃথক ভাষা রয়েছে
215. বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে ?
- ক. মান্দারিন
- খ. ফ্রেঞ্চ
- গ. ইংরেজি
- ঘ. হিন্দি
উত্তরঃ মান্দারিন
216. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম ?
- ক. বঙ্গকামরূপী
- খ. সংস্কৃতি
- গ. হিন্দি
- ঘ. উড়িয়া
উত্তরঃ বঙ্গকামরূপী
217. পৃথিবীতে কত লোক বাংলা ভাষায় কথা বলে ?
- ক. ২৫ কোটি
- খ. ৩০ কোটি
- গ. ৩৫ কোটি
- ঘ. ৪০ কোটি
উত্তরঃ ২৫ কোটি
218. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন ?
- ক. মধ্যযুগ
- খ. প্রাচীন যুগ
- গ. আধুনিক যুগ
- ঘ. অন্ধকার যুগ
উত্তরঃ আধুনিক যুগ
219. কোনটি সঠিক ?
- ক. ভাষা গতিশীল নয়
- খ. ভাষা স্থির নয়
- গ. ভাষা গতিশীল ও স্থির
- ঘ. ভাষা গতিশীল ও স্থিতিশীল কোনটিই নয়
উত্তরঃ ভাষা স্থির নয়
220. পৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রূপ পরিলক্ষিত হয় ?
- ক. তিনটি
- খ. একটি
- গ. দুটি
- ঘ. চারটি
উত্তরঃ দুটি
221. সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি পরিলক্ষিত হয় ?
- ক. বিশেষণ ও ক্রিয়া
- খ. বিশেষ্য ও বিশেষণ
- গ. বিশেষ্য ও সর্বনাম
- ঘ. ক্রিয়া ও সর্বনাম
উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম
222. বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী ?
- ক. চলিত রীতি
- খ. সাধু রীতি
- গ. কথ্য রীতি
- ঘ. লেখ্য রীতি
উত্তরঃ সাধু রীতি
223. কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য ?
- ক. গুরুগম্ভীর
- খ. গুরুচণ্ডালী
- গ. অবোধ্য
- ঘ. দুর্বোধ্য
উত্তরঃ গুরুগম্ভীর
225. নীচের কোন বাক্যটি সাধু রীতিতে লেখা হয়েছে ?
- ক. আমি তার সঙ্গে দেখা করেছি
- খ. সে গতকাল বাড়ি গিয়েছিল
- গ. সুমী তাহাকে দেখিয়াছে
- ঘ. সে হাটিয়া যাবার সাপটি দেখেছে
উত্তরঃ সুমী তাহাকে দেখিয়াছে