শূণ্যস্থান পূরণ

26. ------কথা বাসি হলে ফলে।

  • ক. আমার
  • খ. কাঙালের
  • গ. গরিবের
  • ঘ. পণ্ডিতের

উত্তরঃ কাঙালের

বিস্তারিত

27. ছেলের প্রত্যাগমনে মা যেন এবার হাতে ------ পেয়েছেন।

  • ক. সোনা
  • খ. স্বর্গ
  • গ. ঈদ
  • ঘ. চাঁদ

উত্তরঃ স্বর্গ

বিস্তারিত

28. গফুর ---- গল্পের প্রধান চরিত্র।

  • ক. মহেশ
  • খ. ছুটি
  • গ. বই পড়া
  • ঘ. অপূর্ব ক্ষমা

উত্তরঃ মহেশ

বিস্তারিত

29. মণ ----- দশ টাকা লাভ দেব।

  • ক. প্রতি
  • খ. হিসেবে
  • গ. দরে
  • ঘ. বিক্রিতে

উত্তরঃ প্রতি

বিস্তারিত

30. এ জন্মের ----- বিদায় নিলাম।

  • ক. কারণে
  • খ. লাগি
  • গ. তরে
  • ঘ. পর

উত্তরঃ তরে

বিস্তারিত

31. বিশ্বম্ভর বাবু ---- কে কলকাতায় নিয়ে গেলেন।

  • ক. মাখন
  • খ. গফুর
  • গ. ফটিক
  • ঘ. কাশেম

উত্তরঃ ফটিক

বিস্তারিত

32. ময়ূরীর ----- নাচিছে ময়ূর।

  • ক. সনে
  • খ. সঙ্গে
  • গ. প্রতি
  • ঘ. সাথে

উত্তরঃ সনে

বিস্তারিত

33. অভাবে ------- নষ্ট।

  • ক. চরিত্র
  • খ. বুদ্ধি
  • গ. আক্কেল
  • ঘ. স্বভাব

উত্তরঃ স্বভাব

বিস্তারিত

34. ------ আমাদের জাতীয় পাখি।

  • ক. কাক
  • খ. দোয়েল
  • গ. কবুতর
  • ঘ. ঘুঘু

উত্তরঃ দোয়েল

বিস্তারিত

35. ------ আমাদের জাতীয় ফুল।

  • ক. গোলাপ
  • খ. শাপলা
  • গ. জবা
  • ঘ. বেলী

উত্তরঃ শাপলা

বিস্তারিত

36. জীবন মানেই ------।

  • ক. দুঃখ
  • খ. সংগ্রাম
  • গ. কষ্ট
  • ঘ. আনন্দ

উত্তরঃ সংগ্রাম

বিস্তারিত

37. পরের কারণে ----- দিয়া বলি।

  • ক. অর্থ
  • খ. মান
  • গ. মন
  • ঘ. স্বার্থ

উত্তরঃ স্বার্থ

বিস্তারিত

38. কভু আশীবিষে ---- যারে।

  • ক. ধংসন
  • খ. দংশেনি
  • গ. মারেনি
  • ঘ. গুতোয়নি

উত্তরঃ দংশেনি

বিস্তারিত

39. তোমার তো ---- মাসে বছর, ত্বরা করে কাজ করতে পার না।

  • ক. ষোল
  • খ. পনের
  • গ. সতের
  • ঘ. আঠারো

উত্তরঃ আঠারো

বিস্তারিত

40. এ সমাজে -------- চেনা কঠিন।

  • ক. আসল
  • খ. চোর
  • গ. নকল
  • ঘ. আসল-নকল

উত্তরঃ আসল-নকল

বিস্তারিত

41. ----- না শুনে ধর্মের কাহিনী।

  • ক. ডাকাত
  • খ. চোরা
  • গ. চোরাই
  • ঘ. চোরে

উত্তরঃ চোরে

বিস্তারিত

42. এক চালেই ---- মাৎ।

  • ক. বাজী
  • খ. খেলায়
  • গ. সব
  • ঘ. ভালো

উত্তরঃ বাজী

বিস্তারিত

43. অল্পবিদ্যা ভয়ংকরী, কথায় কথায় বলে----

  • ক. ইংরেজী
  • খ. ফারসি
  • গ. ডিকশনারি
  • ঘ. বাহাদুরী

উত্তরঃ ডিকশনারি

বিস্তারিত

44. আকাশে --- কেটে গেছে।

  • ক. মেঘ
  • খ. পানি
  • গ. বাতাস
  • ঘ. ঝড়

উত্তরঃ মেঘ

বিস্তারিত

45. সস্তার ------- অবস্থা।

  • ক. তিন
  • খ. চার
  • গ. পাঁচ
  • ঘ. ছয়

উত্তরঃ তিন

বিস্তারিত

46. মহাজনে ----- হিসাব নিল।

  • ক. কড়ায়গণ্ডায়
  • খ. তিলপরিমাণ
  • গ. পাইপাই
  • ঘ. কাগজে-কলমে

উত্তরঃ কড়ায়গণ্ডায়

বিস্তারিত

47. বাংলাদেশ একটি ----- দেশ।

  • ক. উন্নত
  • খ. উন্নয়নশীল
  • গ. উন্নতশীল
  • ঘ. সুন্দর

উত্তরঃ উন্নয়নশীল

বিস্তারিত

48. অন্নাভাবে প্রতি ------ হাহাকার।

  • ক. বাড়িতে
  • খ. বাড়ি বাড়ি
  • গ. প্রতি ঘরে
  • ঘ. ঘরে

উত্তরঃ ঘরে

বিস্তারিত

49. নেড়া ----- বেল তলায় যায় না।

  • ক. একবার
  • খ. দু'বার
  • গ. তিনবার
  • ঘ. চারবার

উত্তরঃ দু'বার

বিস্তারিত

50. ঝিকে মেরে ----------- শেখানো।

  • ক. মাকে
  • খ. ননদকে
  • গ. বৌকে
  • ঘ. নানীকে

উত্তরঃ বৌকে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects