শূণ্যস্থান পূরণ

51. নিমেষ ------------- ইচ্ছে করে বিরাট উল্লাসে।

  • ক. মোরে
  • খ. তরে
  • গ. একটু
  • ঘ. আমায়

উত্তরঃ তরে

বিস্তারিত

52. দুঃখ বিনা সুখ লাভ হয় কি ------

  • ক. কখোন
  • খ. তব
  • গ. মহীতে
  • ঘ. ভুবনে

উত্তরঃ মহীতে

বিস্তারিত

53. কাননে কুসুম কলি ----- ফুটিল।

  • ক. সবি
  • খ. সকলি
  • গ. সবে
  • ঘ. এক্ষুনি

উত্তরঃ সকলি

বিস্তারিত

54. সকলের ------ সকলে আমরা?

  • ক. সাথে
  • খ. জন্য
  • গ. মতো
  • ঘ. তরে

উত্তরঃ তরে

বিস্তারিত

55. হে বঙ্গ ------ তব বিবিধ রতন?

  • ক. ভাণ্ডারে
  • খ. সঙ্গে
  • গ. সাথে
  • ঘ. কোষে

উত্তরঃ ভাণ্ডারে

বিস্তারিত

56. যেমন বর, তেমন কনে একেবারে----

  • ক. দহরম মহরম
  • খ. ঘাটের মড়া
  • গ. মনিকাঞ্চন যোগ
  • ঘ. চাঁদের হাট

উত্তরঃ মনিকাঞ্চন যোগ

বিস্তারিত

57. নতুন ---- হবে নবান্ন।

  • ক. ধানে
  • খ. ধান্যে
  • গ. অন্নে
  • ঘ. পিঠায়

উত্তরঃ ধান্যে

বিস্তারিত

58. যবে উৎপীড়িতের ক্রন্দনরো ------- বাতাসে ধ্বনিবে না।

  • ক. বাতাসে
  • খ. মাঠে
  • গ. সমাজে
  • ঘ. আকাশে

উত্তরঃ আকাশে

বিস্তারিত

59. ---- তাহাই তুমি করে গেলে দান।

  • ক. মরণে
  • খ. কর্মে
  • গ. জীবনে
  • ঘ. ক্ষণে

উত্তরঃ মরণে

বিস্তারিত

60. এই খানে তোর দাদির কবর ---- গাছের তলে।

  • ক. ডুমুর
  • খ. ডালিয়া
  • গ. ডালিম
  • ঘ. পেয়ারা

উত্তরঃ ডালিম

বিস্তারিত

61. শয়তানটাকে ------ দিয়ে বিদায় করে দাও?

  • ক. টাকা
  • খ. অর্ধচন্দ্র
  • গ. থাপ্পড়
  • ঘ. ধাক্কা

উত্তরঃ অর্ধচন্দ্র

বিস্তারিত

62. কৃপনের নিকট টাকা চাওয়া ---- মাত্র।

  • ক. আক্কেল সেলামি
  • খ. অনধিকার চর্চা
  • গ. অরন্যে রোদন
  • ঘ. অগস্ত্য যাত্রা

উত্তরঃ অরন্যে রোদন

বিস্তারিত

63. নীল নবঘনে আষাঢ়ে গগনে ---- ঠাঁই আর নাহিরে।

  • ক. তিল
  • খ. এতটুকু
  • গ. বিন্দু
  • ঘ. আমার

উত্তরঃ তিল

বিস্তারিত

64. 'কৃষ্ণকুমারী' একটি ------

  • ক. উপন্যাস
  • খ. নাটক
  • গ. কাব্যগ্রন্থ
  • ঘ. কাব্যনাট্য

উত্তরঃ নাটক

বিস্তারিত

65. 'শেষের কবিতা' একটি ----

  • ক. কাব্যনাট্য
  • খ. নাটক
  • গ. কাব্যগ্রন্থ
  • ঘ. উপন্যাস

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

66. অতি দর্পে ----- লংকা।

  • ক. গজন
  • খ. মাতপ
  • গ. হত
  • ঘ. শত

উত্তরঃ হত

বিস্তারিত

67. কালি কলম --- লেখে তিনজন।

  • ক. খাতা
  • খ. হাত
  • গ. ধ্যান
  • ঘ. মন

উত্তরঃ মন

বিস্তারিত

68. চোখে ------ দেখা।

  • ক. আগুনের ফুলকি
  • খ. ধাঁধা
  • গ. সর্ষেফুল
  • ঘ. তাঁরা

উত্তরঃ সর্ষেফুল

বিস্তারিত

69. তেলা মাথায় --- দেয়া।

  • ক. তাল
  • খ. তেল
  • গ. আদর
  • ঘ. মন

উত্তরঃ তেল

বিস্তারিত

70. ধর্মের কল --- নড়ে।

  • ক. আপনে
  • খ. বাতাসে
  • গ. ঝড়ে
  • ঘ. বিশ্বাসে

উত্তরঃ বাতাসে

বিস্তারিত

71. নিজের নাক কেটে পরের ---- ভঙ্গ করা।

  • ক. যাত্রা
  • খ. আশা
  • গ. উপকার
  • ঘ. আগমন

উত্তরঃ যাত্রা

বিস্তারিত

72. বানরের গলায় ---- মালা।

  • ক. হিরের
  • খ. সোনার
  • গ. মুক্তার
  • ঘ. ফুলের

উত্তরঃ মুক্তার

বিস্তারিত

73. মিষ্টি কথায় ---- তুষ্ট।

  • ক. সবাই
  • খ. ভুবন
  • গ. অন্তর
  • ঘ. জগৎ

উত্তরঃ জগৎ

বিস্তারিত

74. ছলের টাকা -- যায়।

  • ক. নলে
  • খ. জলে
  • গ. অগোচরে
  • ঘ. বিফলে

উত্তরঃ জলে

বিস্তারিত

75. অধিক সন্ন্যাসীতে ------- নষ্ট।

  • ক. গাজর
  • খ. স্বভাব
  • গ. গাঁজন
  • ঘ. ধ্যান

উত্তরঃ গাঁজন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects