শূণ্যস্থান পূরণ

76. এ ----- ভারি দিতে হবে পাড়ি নিতে হবে তরী পর।

  • ক. বিপদ
  • খ. পথ
  • গ. তুফান
  • ঘ. সমুদ্র

উত্তরঃ তুফান

বিস্তারিত

77. পাখির --- মত চোখ তুলে নাটরের বনলতা সেন।

  • ক. নীড়ের
  • খ. বাসার
  • গ. পাখার
  • ঘ. চোখের

উত্তরঃ নীড়ের

বিস্তারিত

78. তোমার মনে আঘাত দেয়ার জন্য বলিনি, এটা একটা -----

  • ক. হাস্যকর কথা
  • খ. কথার কথা
  • গ. পক্ষপাতীত্ব
  • ঘ. রসিকতা

উত্তরঃ কথার কথা

বিস্তারিত

79. এমন ----- লোকের পক্ষে উন্নতি করা সম্ভব নয়।

  • ক. আক্কেল গুড়ুম
  • খ. এলোপাতাড়ি
  • গ. উড়নচণ্ডী
  • ঘ. গনেশ উলটানো

উত্তরঃ উড়নচণ্ডী

বিস্তারিত

80. তুমি তো ---- ঘর হৈতে আঙ্গিনা বিদেশ।

  • ক. কেঁচোগণ্ডুষ
  • খ. গোঁফ খেজুরে
  • গ. কেতাদুরস্ত
  • ঘ. কূপমণ্ডুক

উত্তরঃ কূপমণ্ডুক

বিস্তারিত

81. সে আমার কলমটাকে ----- করল।

  • ক. চক্ষুদান
  • খ. চক্ষুশুল
  • গ. তালকানা
  • ঘ. ছ'কড়া ন'কড়া

উত্তরঃ চক্ষুদান

বিস্তারিত

82. পালের ---- ধরতে পারেনি, অন্যরা ধরা পড়েছে।

  • ক. নেতাকে
  • খ. সর্দারকে
  • গ. গোদাকে
  • ঘ. প্রধানকে

উত্তরঃ গোদাকে

বিস্তারিত

83. মুর্খের সঙ্গে তর্ক করা----

  • ক. নিরর্থক
  • খ. অযৌক্তিক
  • গ. অন্যায়
  • ঘ. বৃথা

উত্তরঃ বৃথা

বিস্তারিত

84. সততার ---- তোমাকে উত্তীর্ণ হতেই হবে।

  • ক. চেষ্টায়
  • খ. পরীক্ষায়
  • গ. আদলে
  • ঘ. মধ্যে

উত্তরঃ পরীক্ষায়

বিস্তারিত

85. লোভের ---- পড়ে জীবনটা মাটি করো না।

  • ক. খাড়ায়
  • খ. টানে
  • গ. টোপে
  • ঘ. ছাঁচে

উত্তরঃ টোপে

বিস্তারিত

86. ---- হচ্ছে জ্ঞানের ফলশ্রুতি।

  • ক. শিক্ষা
  • খ. সত্য
  • গ. বিনয়
  • ঘ. অর্থ

উত্তরঃ বিনয়

বিস্তারিত

87. বাঙালী ---- জাতী।

  • ক. অনুন্নত
  • খ. উন্নত
  • গ. ভিন্ন
  • ঘ. শংকর

উত্তরঃ শংকর

বিস্তারিত

88. যার লাঠি তার -----

  • ক. খাটি
  • খ. মাটি
  • গ. খুটি
  • ঘ. ক্ষমতা

উত্তরঃ মাটি

বিস্তারিত

89. ----- মাঝে আমি বাঁচিবার চাই।

  • ক. সকলের
  • খ. পৃথিবীর
  • গ. মানবের
  • ঘ. তোমাদের

উত্তরঃ মানবের

বিস্তারিত

90. ছেলেটি কোন কর্মের নয়, কুড়ের -----

  • ক. পাত্র
  • খ. আখড়া
  • গ. আড্ডা
  • ঘ. বাদশা

উত্তরঃ বাদশা

বিস্তারিত

91. আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ্য -----

  • ক. রাত্রিশেষ
  • খ. বেলা শেষ
  • গ. আশায় বসতি
  • ঘ. সারা দুপুর

উত্তরঃ রাত্রিশেষ

বিস্তারিত

92. এত কিছু দেখেও তোমার ----- হলো না।

  • ক. জ্ঞান
  • খ. আক্কেল
  • গ. সচেতনতা
  • ঘ. প্রয়োজন

উত্তরঃ আক্কেল

বিস্তারিত

93. গেয়ে যায় কোন উদাসী ----- গান।

  • ক. এ মধুর
  • খ. এ সুন্দর
  • গ. বেলা শেষের
  • ঘ. এ হতাশ

উত্তরঃ বেলা শেষের

বিস্তারিত

94. বৈরাগ্য ---- মুক্তি সে আমার নয়।

  • ক. লাভে
  • খ. আশায়
  • গ. বাধনে
  • ঘ. সাধনে

উত্তরঃ সাধনে

বিস্তারিত

95. মরিতে চাই না আমি সুন্দর -----------

  • ক. পৃথিবীতে
  • খ. ধরনে
  • গ. ভুবনে
  • ঘ. ধরাতলে

উত্তরঃ ভুবনে

বিস্তারিত

96. গাড়িটা ----- করে চলে গেল।

  • ক. ধাঁ ধাঁ
  • খ. সাঁ সাঁ
  • গ. হঠাৎ
  • ঘ. হু হু

উত্তরঃ সাঁ সাঁ

বিস্তারিত

97. পরিশ্রম সৌভাগ্যের --------

  • ক. চাবিকাঠি
  • খ. মানদণ্ড
  • গ. প্রসূতি
  • ঘ. চাবি

উত্তরঃ প্রসূতি

বিস্তারিত

98. উপদেশ অপেক্ষা --- ভালো।

  • ক. দৃষ্টান্ত
  • খ. পরামর্শ
  • গ. নির্দেশনা
  • ঘ. আদেশ

উত্তরঃ দৃষ্টান্ত

বিস্তারিত

99. ব্যবসা সূত্রে তার --- ফিরে এল।

  • ক. কপাল
  • খ. টাকা
  • গ. সম্পদ
  • ঘ. সংসার

উত্তরঃ কপাল

বিস্তারিত

100. রহিম সাহেব একজন ---- মানুষ।

  • ক. কাঁদার
  • খ. নরম
  • গ. ভালো
  • ঘ. মাটির

উত্তরঃ মাটির

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects