শূণ্যস্থান পূরণ
1. ‘আমি ভরা তরী করি-।’ শূন্যস্থানে কোনটি বসবে?
- ক. উদ্ধার
 - খ. নিমজ্জিত
 - গ. রক্ষা
 - ঘ. ভরাডুবি
 
উত্তরঃ ভরাডুবি
4. ‘মা তোর বদন খানি মলিন হলে, আমি......ভাসি’ শূন্যস্থান পূরণ করুন।
- ক. চোখের জলে
 - খ. নয়ন জলে
 - গ. বুকের জলে
 - ঘ. নদীর জলে
 
উত্তরঃ নয়ন জলে
5. ‘কি আঁচল বিছায়েছ------ নদীর কূলে কূলে।” শূন্যস্থানে কোন কোন শব্দ হবে?
- ক. শান্ত ছায়ায়
 - খ. বটের মূলে
 - গ. সাগর তলে
 - ঘ. গাছের তলে
 
উত্তরঃ বটের মূলে
9. অল্প বিদ্যা ভয়ংকরী, কথায় কথায়------------
- ক. ইংরেজি
 - খ. ফরাসি
 - গ. বাহাদুরী
 - ঘ. ডিকশনারী
 
উত্তরঃ ডিকশনারী
- ক. কালেভদ্রে
 - খ. সময় অসময়ে
 - গ. শীত-গ্রীষ্মে
 - ঘ. আটটা-নয়টায়
 
উত্তরঃ কালেভদ্রে
There are no comments yet.