বিশ্ব পরিচিতি
276. বিশ্বে বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি-
- ক. মালয়েশিয়া
- খ. চীন
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. সিংগাপুরে
উত্তরঃ চীন
277. ফালুন গং কী?
- ক. চীনের একটি ধর্ম
- খ. চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন
- গ. চীনের একটি উপজাতি
- ঘ. চীনের একটি উপগ্রহ
উত্তরঃ চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন
278. 'ম্যাকাও' চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনী। ঐ ইউরোপীয় দেশটি কি?
- ক. নেদারল্যান্ড
- খ. স্পেন
- গ. পর্তুগাল
- ঘ. ইউ.কে
উত্তরঃ পর্তুগাল
279. নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমানাযুক্ত?
- ক. ভারত
- খ. চীন
- গ. মায়ানমার
- ঘ. বাংলাদেশ
উত্তরঃ চীন
- ক. ১৯৪৭ সালের ১৫ আগস্ট
- খ. ১৯৪৭ সালের ১৪ আগস্ট
- গ. ১৯৪৮ সালের ১৫ আগস্ট
- ঘ. ১৯৪৮ সালের ১৪ আগস্ট
উত্তরঃ ১৯৪৭ সালের ১৫ আগস্ট
282. ১৯৪৭ সালে ব্রিটিশ বিতাড়নকালে কাশ্নীর ছিল-
- ক. মুসলিম সংখ্যাগরিষ্ঠ
- খ. হিন্দু রাজা শাসিত
- গ. একটি করদ রাজ্য
- ঘ. এর সবগুলোই সত্যা
উত্তরঃ এর সবগুলোই সত্যা
283. কাশ্মীরের সর্বশেষ মহারাজা কে ছিলেন?
- ক. গোলাপ সিং
- খ. হরি সিং
- গ. কিরণ সিং
- ঘ. রণজিং সিং
উত্তরঃ হরি সিং
286. মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে যে দেশে-
- ক. বার্মা
- খ. ব্রাজিল
- গ. ভারত
- ঘ. দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা
287. জাতির জনক হিসেবে পরিচিত, কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. মোহাম্মদ আলী জিন্নাহ
- গ. নেলসন ম্যান্ডেলা
- ঘ. মহাত্মা গান্ধী
উত্তরঃ মহাত্মা গান্ধী
288. মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার কোন পত্রিকাটি সম্পাদনা করতেন?
- ক. ইন্ডিয়ান অপিনিয়ন
- খ. দি হেরাল্ড
- গ. দি টাইমস
- ঘ. দি ক্রনিকেল
উত্তরঃ ইন্ডিয়ান অপিনিয়ন
289. The Story of My Experiments with Truth' বইয়ের লেখক
- ক. মহাত্মা গান্ধী
- খ. জওহরলাল নেহেরু
- গ. ইন্ধিরা গান্ধী
- ঘ. মতিলাল নেহেরু
উত্তরঃ মহাত্মা গান্ধী
291. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন
- ক. রাজেন্দ্র প্রাসাদ
- খ. এস রাধাকৃষ্ণান
- গ. সি রাজা গোপালচারিয়া
- ঘ. ভিভিগিরি
উত্তরঃ রাজেন্দ্র প্রাসাদ
- ক. Beant Singh and Satwant Singh
- খ. Balbir Singh and Kehar Singh
- গ. Kehar Singh and Satwant Singh
- ঘ. Satwant Singh and Balbir Singh
উত্তরঃ Beant Singh and Satwant Singh
293. ভারতের কোন প্রধানমন্ত্রী বোফর্স অন্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন?
- ক. রাজিব গান্ধী
- খ. ইন্দিরা গান্ধী
- গ. নরসীমা রাও
- ঘ. বাজপেয়ী
উত্তরঃ রাজিব গান্ধী
294. ভারতের প্রথম নারী রাষ্ট্রপতির নাম কি?
- ক. ইন্দিরা গান্ধী
- খ. মমতা বন্দ্যোপাধ্যায়
- গ. সোনিয়া গান্ধী
- ঘ. প্রতিভা পাতিল
উত্তরঃ প্রতিভা পাতিল
295. ভারতের প্রথম লোকসভা গঠিত হয় কবে?
- ক. ১৯৪৭ সালে
- খ. ১৯৪৯ সালে
- গ. ১৯৫০ সালে
- ঘ. ১৯৫২ সালে
উত্তরঃ ১৯৫২ সালে
296. ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কবে প্রথম প্রধানমন্ত্রীত্ব লাভ করেন?
- ক. ১৯৬৪
- খ. ১৯৬৫
- গ. ১৯৬৬
- ঘ. ১৯৬৭
উত্তরঃ ১৯৬৬
297. রাজিব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি?
- ক. নলিনী
- খ. নাথু
- গ. থানু
- ঘ. আনু
উত্তরঃ থানু
- ক. Jyoti
- খ. Jawaharalal Nehru
- গ. Bajpayee
- ঘ. Monmohon Singh
উত্তরঃ Monmohon Singh
299. Who is the current finance minister of India?/ভারতের বর্তমান অর্থমন্ত্রী কে?
- ক. P Chidambaram
- খ. Dr. Monmohon Singh
- গ. Spmoa Gandhi
- ঘ. Pranab Mukharjee
উত্তরঃ Pranab Mukharjee
300. ভারতের বর্তমান জোট সরকারের প্রতিষ্ঠানিক নাম-
- ক. ভারতীয় জাতীয় কংগ্রেস
- খ. ভারতীয় গণতান্ত্রিক
- গ. জাতীয় জনতা পার্টি
- ঘ. ঐক্যবদ্ধ প্রগতিশীল জোট
উত্তরঃ ঐক্যবদ্ধ প্রগতিশীল জোট