বিশ্ব পরিচিতি
326. 'টাইগার হিল' কোথায়?
- ক. নেপালে
- খ. দার্জিলিংযে
- গ. জেরুজালেমে
- ঘ. কাশ্মীরে
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
327. বেলফোর ঘোষণা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত?
- ক. পাকিস্তান
- খ. কাসোভো
- গ. ইসরায়েল
- ঘ. কিউবা
উত্তরঃ ইসরায়েল
328. বেলফোর ঘোষণা কি?
- ক. মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্রের ঘোষণা
- খ. আরব ও ইহুদিদের মধ্যে শাস্তি স্থাপনের ঘোষণা
- গ. মধ্যপ্রোচ্যের আরব সংহতি রক্ষার ঘোষাণা
- ঘ. আরব ও ইহুদিদের সংঘর্ষের ঘোষণা
উত্তরঃ মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্রের ঘোষণা
329. ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সম্বলিত বেলফোর ঘোষণা কথন দেয়া হয়েছিল
- ক. ১৯১৪
- খ. ১৯১৭
- গ. ১৯৩৯
- ঘ. ১৯৪৮
উত্তরঃ ১৯১৭
330. কোন সনে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়-
- ক. ১৯১৭
- খ. ১৯৩৩
- গ. ১৯৬২
- ঘ. ১৯৬৭
উত্তরঃ ১৯১৭
332. ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়
- ক. ১৯৪৮
- খ. ১৯৫০
- গ. ১৯৬৭
- ঘ. ১৯৭০
উত্তরঃ ১৯৪৮
333. ইসরাইলকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়?
- ক. যুক্তরাজ্য
- খ. জার্মানি
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. ফ্রান্স
উত্তরঃ যুক্তরাষ্ট্র
334. ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
- ক. সৌদি আরব
- খ. লেবানন
- গ. মিশর
- ঘ. তিউনিসিয়া
উত্তরঃ মিশর
335. বর্তমান পৃথিবীর একক পরাশক্তি কে?
- ক. জাপান
- খ. মার্কিন যুক্তরাষ্ট্র
- গ. রাশিয়া
- ঘ. চীন
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র
336. ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের কতটি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তুলেছিল?
- ক. ৯টি
- খ. ১১টি
- গ. ১৩টি
- ঘ. ১৭টি
উত্তরঃ ১৩টি
337. আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে---
- ক. ২ জুলাই, ১৫৫৬
- খ. ৩ জুলাই, ১৬৭৬
- গ. ৪ জুলাই, ১৭৭৬
- ঘ. ৫ জুলাই, ১৮৭৬
উত্তরঃ ৪ জুলাই, ১৭৭৬
338. যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে?
- ক. আব্রাহাম লিংকন
- খ. জর্জ ওয়াশিংটন
- গ. জন এফ কেনেডি
- ঘ. বিল ক্লিনটন
উত্তরঃ জর্জ ওয়াশিংটন
339. মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস কোনটি?
- ক. ১৪ জুলাই
- খ. ১৪ আগস্ট
- গ. ৪ জুলাই
- ঘ. ২৩ মার্চ
উত্তরঃ ৪ জুলাই
340. মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে কোন দেশটি প্রত্যক্ষভাবে সাহায্য করে?
- ক. স্পেন
- খ. রাশিয়া
- গ. দক্ষিণ আমেরিকা
- ঘ. ফ্রান্স
উত্তরঃ ফ্রান্স
- ক. জার্মানি
- খ. স্পেন
- গ. ফ্রান্স
- ঘ. পর্তুগাল
উত্তরঃ ফ্রান্স
342. আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যে ইংরেজ সেনাপতি ইংরেজ সৈন্য পরিচালনা করেন তার নাম কি?
- ক. কর্নওয়ালিস
- খ. লর্ড নর্থ
- গ. হ্যামিল্টন
- ঘ. জর্জ ওয়াশিংটন
উত্তরঃ কর্নওয়ালিস
- ক. ৩২২২০০০ বর্গমাইল
- খ. ৩৩২০০০০ বর্গমাইল
- গ. ৩৫২২০০০ বর্গমাইল
- ঘ. ৩৬২২০০০ বর্গমাইল
উত্তরঃ ৩৬২২০০০ বর্গমাইল
344. যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' নিম্নের কোন দেশ উপহার দেয়?
- ক. বেলজিয়াম
- খ. যুক্তরাজ্য
- গ. ইতালি
- ঘ. ফ্রান্স
উত্তরঃ ফ্রান্স
345. স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত?
- ক. ক্যালিফর্নিয়া
- খ. ওয়াশিংটন
- গ. নিউইয়র্ক
- ঘ. টেক্সাসে
উত্তরঃ নিউইয়র্ক
346. যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয় কোন সনে?
- ক. ১৭৮০ সনে
- খ. ১৭৮৭ সনে
- গ. ১৮৭০ সনে
- ঘ. ১৮৮৯ সনে
উত্তরঃ ১৭৮৭ সনে
347. কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট?
- ক. যুক্তরাষ্ট্রের
- খ. কানাডার
- গ. জাপানের
- ঘ. ভারতের
উত্তরঃ যুক্তরাষ্ট্রের
348. কোন দেশের সংবিধানে বর্ণিত নাগরিক অধিকারসমূহ Bill of Rights নামে পরিচিত?
- ক. যুক্তরাজ্য
- খ. যুক্তরাষ্ট্র
- গ. ফ্রান্স
- ঘ. সুইডেন
উত্তরঃ যুক্তরাষ্ট্র