বিশ্ব পরিচিতি

426. পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি কোনটি?

  • ক. British Musuem Library
  • খ. Lanin State Library
  • গ. National Library of Japan
  • ঘ. United State Library of Congress

উত্তরঃ United State Library of Congress

বিস্তারিত

427. লাইব্রেরি অব কংগ্রেস কোথায় অবস্থিত?

  • ক. নিউইয়র্কে
  • খ. ওয়াশিংটন ডিসিতে
  • গ. ভার্জিনিয়াতে
  • ঘ. শিকাগোতে

উত্তরঃ ওয়াশিংটন ডিসিতে

বিস্তারিত

428. ডিজনিল্যান্ড কি?

  • ক. বিখ্যাত কার্টুন সিরিয়াল
  • খ. বিখ্যাত দ্বীপ
  • গ. বিখ্যাত পার্ক
  • ঘ. বিখ্যাত সমুদ্র সৈকত

উত্তরঃ বিখ্যাত পার্ক

বিস্তারিত

429. প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে----

  • ক. ফ্রান্সে
  • খ. ব্রিটেনে
  • গ. যুক্তরাষ্ট্রে
  • ঘ. জার্মানিতে

উত্তরঃ ব্রিটেনে

বিস্তারিত

430. কোন দেশের সংবিধান অলিখিত?

  • ক. যুক্তরাজ্য
  • খ. চীন
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. জাপান

উত্তরঃ যুক্তরাজ্য

বিস্তারিত

431. কোন দেশের পতাকাকে 'ইউনিয়ন জ্যাক' বলা হয়?

  • ক. ফ্রান্স
  • খ. ইতালি
  • গ. ব্রিটেন
  • ঘ. কানাডা

উত্তরঃ ব্রিটেন

বিস্তারিত

432. আয়ারল্যান্ড কবে ব্রিটেনের অঙ্গরাজ্যে পরিণত হয়?

  • ক. ১৬০১
  • খ. ১৬০৩
  • গ. ১৬১০
  • ঘ. ১৬৯০

উত্তরঃ ১৬০৩

বিস্তারিত

433. গৌরবময় বিপ্লব সংগঠিত হয়--

  • ক. ১৬৮৮ সালে
  • খ. ১৭৮৮ সালে
  • গ. ১৮৮৮ সালে
  • ঘ. ১৯৮৮ সালে

উত্তরঃ ১৬৮৮ সালে

বিস্তারিত

434. ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম---

  • ক. ভিক্টোরিয়া প্যালেস
  • খ. বাকিংহাম প্যালেস
  • গ. এলিজাবেথ প্যালেস
  • ঘ. এডওয়ার্ড প্যালেস

উত্তরঃ বাকিংহাম প্যালেস

বিস্তারিত

435. বাকিংহাম প্রাসাদে বাস করেন---

  • ক. ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • খ. কানাডার প্রধানমন্ত্রী
  • গ. মার্কিন প্রেসিডেন্ট
  • ঘ. ব্রিটেনের রানী

উত্তরঃ ব্রিটেনের রানী

বিস্তারিত

436. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়----

  • ক. ওয়েস্ট মিনিস্টার এ্যাবে
  • খ. হোয়াইট হল
  • গ. মার্বেল চার্চ
  • ঘ. বুশ হাউস

উত্তরঃ হোয়াইট হল

বিস্তারিত

437. 'হোয়াইট হল' অবস্থিত---

  • ক. যুক্তরাষ্ট্রে
  • খ. যুক্তরাজ্যে
  • গ. ইতালিতে
  • ঘ. কানাডায়

উত্তরঃ যুক্তরাজ্যে

বিস্তারিত

438. ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিবাহ করার জন্য রাজসিংহাসন হারান--

  • ক. পঞ্চম এডওয়ার্ড
  • খ. ষষ্ঠ এডওয়ার্ড
  • গ. সপ্তম এডওয়ার্ড
  • ঘ. অষ্টম এডওয়ার্ড

উত্তরঃ অষ্টম এডওয়ার্ড

বিস্তারিত

439. প্রিন্সেস ডায়ানা কোন সুরঙ্গপথে দুর্ঘটনায় নিহিত হন?

  • ক. ইউরো টানেল
  • খ. আর্ল বার্গ
  • গ. রস্কো
  • ঘ. আলমা ডি টানেল

উত্তরঃ আলমা ডি টানেল

বিস্তারিত

440. প্রিন্সেস ডায়ানা সড়ক দুর্ঘটনায় কোথায় মৃত্যুবরণ করেন?

  • ক. লন্ডন
  • খ. প্যারিস
  • গ. হেগ
  • ঘ. বার্লিন

উত্তরঃ প্যারিস

বিস্তারিত

441. ওয়েস্ট মিনিস্টার কি জন্য বিখ্যাত?

  • ক. ব্রিটেনের ব্যবসা কেন্দ্র
  • খ. ব্রিটেনের পার্লামেন্ট ভবন
  • গ. আমেরিকার হোয়াইট হাউস
  • ঘ. নাসা ভবন

উত্তরঃ ব্রিটেনের পার্লামেন্ট ভবন

বিস্তারিত

442. ১০ নং ডাউনিং স্ট্রীট কি?

  • ক. ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভন
  • খ. রানীর গ্রীষ্মকালীন নিবাস
  • গ. অর্থমন্ত্রীর অফিস ভবন
  • ঘ. কমনওয়েলথ মন্ত্রীদের সভা ভবন

উত্তরঃ ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভন

বিস্তারিত

443. ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভন কোনটি?

  • ক. হোয়াইট হাউস
  • খ. হোয়াইট হল
  • গ. ১০ নং ডাউনিং স্ট্রীট
  • ঘ. বাকিংহাম প্যালেস

উত্তরঃ ১০ নং ডাউনিং স্ট্রীট

বিস্তারিত

444. ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?

  • ক. রবার্ট ওয়ালপোল
  • খ. চার্চিল
  • গ. জন এডামস
  • ঘ. জন ওয়ালপোল

উত্তরঃ রবার্ট ওয়ালপোল

বিস্তারিত

445. উইলস্টন চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন---

  • ক. ব্রিটেন
  • খ. ফ্রান্স
  • গ. ইতালি
  • ঘ. জার্মানি

উত্তরঃ ব্রিটেন

বিস্তারিত

446. Chancellor of Ex-chequer বলা হয়--

  • ক. USA এর অর্থমন্ত্রীকে
  • খ. ব্রিটেনের অর্থমন্ত্রীকে
  • গ. রাশিয়ার অর্থমন্ত্রীকে
  • ঘ. ভারতের অর্থমন্ত্রীকে

উত্তরঃ ব্রিটেনের অর্থমন্ত্রীকে

বিস্তারিত

447. যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর সরকারি পদবি--

  • ক. চ্যান্সেলর অব এক্সচেকার
  • খ. লর্ড প্রিভি সিল
  • গ. সেক্রেটারি অব ট্রেজারি
  • ঘ. চিফ অব ফিন্যান্স

উত্তরঃ চ্যান্সেলর অব এক্সচেকার

বিস্তারিত

449. কোন সাবেক প্রধানমন্ত্রী আগে রাসায়নিক গবেষণাগারে কাজ করতেন?

  • ক. মার্গারেট থ্যাচার
  • খ. চন্দ্রিকা বন্দরনায়েক
  • গ. টনি ব্লেয়ার
  • ঘ. বেনজির ভুট্টো

উত্তরঃ মার্গারেট থ্যাচার

বিস্তারিত

450. বর্তমানে যুক্তরাজ্যে কোন দল সরকার গঠন করেছে?

  • ক. লেবার পার্টি
  • খ. কনজারভেটিভ পার্টি
  • গ. লিবারেল পার্টি
  • ঘ. ডেমোক্রাটিক পার্টি

উত্তরঃ কনজারভেটিভ পার্টি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects