বিশ্ব পরিচিতি
451. শিল্প বিপ্লব যে দেশে হয়েছিল--
- ক. মার্কিন যুক্তরাষ্ট্র
- খ. ফ্রান্স
- গ. জার্মানি
- ঘ. ইংল্যান্ড
উত্তরঃ ইংল্যান্ড
452. ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতাব্দীতে?
- ক. বিংশ
- খ. ঊনবিংশ
- গ. অষ্টাদশ
- ঘ. সপ্তদশ
উত্তরঃ অষ্টাদশ
453. ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশের কোন শিল্পের ধংস হয়?
- ক. বস্ত্র শিল্প
- খ. কুটির শিল্প
- গ. কাগজ শিল্প
- ঘ. পাট শিল্প
উত্তরঃ কুটির শিল্প
457. যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় কবে?
- ক. ১৯৮০ সাল
- খ. ১৯৭০ সাল
- গ. ১৯৫০ সাল
- ঘ. ১৯৬০ সাল
উত্তরঃ ১৯৬০ সাল
458. কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত ?
- ক. উত্তর আমেরিকা
- খ. দক্ষিণ আমেরিকা
- গ. ইউরোপ
- ঘ. আফ্রিকা
উত্তরঃ দক্ষিণ আমেরিকা
459. দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি ?
- ক. আলবেনিয়া
- খ. চিলি
- গ. প্যারাগুয়ে
- ঘ. সুরিনাম
উত্তরঃ আলবেনিয়া
460. ২০১৫ সালে কোন বাংলাদেশি সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন ?
- ক. সেলিনা হোসেন
- খ. তাহমিমা আনাম
- গ. ড.মুহাম্মদ ইউনুস
- ঘ. স্যার ফজলে হাসান আবেদ
উত্তরঃ সেলিনা হোসেন
461. পোলাস্কা কোন দেশের পূর্ব নাম?
- ক. পর্তুগাল
- খ. পোল্যান্ড
- গ. পাপুয়া নিউগিনি
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ পোল্যান্ড
462. জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটি?
- ক. বাংলাদেশ
- খ. ভ্যাটিকান সিটি
- গ. মোনাকো
- ঘ. মালদ্বীপ
উত্তরঃ মোনাকো
463. খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?
- ক. আগ্রা, ভারত
- খ. কাটমন্ডু, নেপাল
- গ. মহাস্থানগড়, বাংলাদেশ
- ঘ. ইস্তানবুল, তুরস্ক
উত্তরঃ মহাস্থানগড়, বাংলাদেশ
464. উত্তর ও দক্ষিণ কোরিয়া কখন বিভক্ত হয়?
- ক. ১৯৫৫ সালে
- খ. ১৯৬৫ সালে
- গ. ১৯৫০ সালে
- ঘ. ১৯৪৫ সালে
উত্তরঃ ১৯৪৫ সালে
467. শ্রীলংকার মুসলমান অধ্যুষিত একটি দ্বীপ--
- ক. হোক্কাইডো
- খ. মান্নার
- গ. হনসু
- ঘ. কিয়ুসু
উত্তরঃ মান্নার
468. লোহিত সাগরের প্রাচীন নাম কী?
- ক. অন্ধকার সাগর
- খ. মৃত্যু সাগর
- গ. সাইনাস আরাবিকাস
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ সাইনাস আরাবিকাস
469. গ্রেট বিয়ার লেক কোথায় অবস্থিত?
- ক. দক্ষিণ আফ্রিকা
- খ. যুক্তরাষ্ট্র
- গ. কানাডা
- ঘ. ফিনল্যান্ড
উত্তরঃ কানাডা
- ক. লাওস
- খ. কম্বোডিয়া
- গ. থাইল্যান্ড
- ঘ. ভিয়েতনাম
উত্তরঃ কম্বোডিয়া
- ক. বিজ্ঞানী
- খ. লেখক
- গ. চিত্রশিল্পী
- ঘ. অভিনেতা
উত্তরঃ চিত্রশিল্পী
472. কোন তিনজন দার্শনিককে Wise men of the old বলা হয়?
- ক. প্লেটো, এরিস্টটল, ম্যাকিয়াভেলী
- খ. সক্রেটিস, প্লেটো, অ্যাস্টিন
- গ. হবস, লক, রুশো
- ঘ. সক্রেটিস, প্লেটো, এরিস্টটল
উত্তরঃ সক্রেটিস, প্লেটো, এরিস্টটল
473. যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি?
- ক. আল গোর
- খ. কমলা হ্যারিস
- গ. জর্জ বুশ
- ঘ. ডিক চেনী
উত্তরঃ কমলা হ্যারিস