বিশ্ব পরিচিতি

26. দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন

  • ক. ড বোথা
  • খ. ইয়ান সলসবারি
  • গ. ইয়ান স্মিথ
  • ঘ. এফ. ডব্লিউ ক্লার্ক

উত্তরঃ এফ. ডব্লিউ ক্লার্ক

বিস্তারিত

27. Who is not a black leader?/কে কৃষ্ণাঙ্গ নেতা নন?

  • ক. Nelson Mandela
  • খ. Martin Luther King
  • গ. Robert Mugabe
  • ঘ. FWD Clerk

উত্তরঃ FWD Clerk

বিস্তারিত

29. নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি?

  • ক. ইনকাথা ফ্রিডম পার্টি
  • খ. ন্যাশন্যালিস্ট পার্টি
  • গ. অফ্রিকান সোস্যালিস্ট পার্টি
  • ঘ. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস

উত্তরঃ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস

বিস্তারিত

30. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সে দেশের রানৈতিক দল

  • ক. ঘানা
  • খ. কঙ্গো
  • গ. দক্ষিণ আফ্রিকা
  • ঘ. কেনিয়া

উত্তরঃ দক্ষিণ আফ্রিকা

বিস্তারিত

31. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা ANS কবে গঠিত হয়েছিল?

  • ক. ১৯১২ সালে
  • খ. ১৯১৩ সালে
  • গ. ১৯১৪ সালে
  • ঘ. ১৯১৭ সালে

উত্তরঃ ১৯১২ সালে

বিস্তারিত

32. The 46664 Campaign কি

  • ক. এইডসবিরোধী প্রচারণা
  • খ. দুর্ভিক্ষ হ্রাসের জন্য জাতিসংঘের কর্মসূচী
  • গ. যুদ্ধবিরোধী প্রচারণা
  • ঘ. উপরের কোনোটিই নয়

উত্তরঃ এইডসবিরোধী প্রচারণা

বিস্তারিত

33. দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

  • ক. থাবো এমবেকি
  • খ. পালেমা মোতলান্থো
  • গ. নেলসন ম্যান্ডেলা
  • ঘ. জ্যাকেব জুমা

উত্তরঃ জ্যাকেব জুমা

বিস্তারিত

34. East London কোথায় অবস্থিত?

  • ক. ইংল্যান্ডে
  • খ. জার্মানিতে
  • গ. আমেরিকায়
  • ঘ. দক্ষিণ আফ্রিকা

উত্তরঃ দক্ষিণ আফ্রিকা

বিস্তারিত

35. সাম্প্রতিক অতীতে বিশ্বের মানচিত্রে থেকে কোন দেশটির বিলুপ্ত ঘটেছে-

  • ক. যুগোম্লাভিয়া
  • খ. ফিলিস্তিন
  • গ. বসনিয়া
  • ঘ. সার্বিয়া

উত্তরঃ যুগোম্লাভিয়া

বিস্তারিত

36. স্নায়ু-যুদ্ধ পরবর্তীকালে পূর্ব ইউরোপের যে দেশটি শান্তি পূর্ণভাবে বিভক্ত হয়েছে

  • ক. চেকোস্লোভাকিয়া
  • খ. ইউহোস্লোভিয়া
  • গ. হাঙ্গেরী
  • ঘ. পূর্ব জার্মানী

উত্তরঃ চেকোস্লোভাকিয়া

বিস্তারিত

38. কতগুলো রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত?

  • ক. ২০টি
  • খ. ১৯ টি
  • গ. ১৮টি
  • ঘ. ১৭ টি

উত্তরঃ ১৮টি

বিস্তারিত

39. নিম্নের কোনটি ওরিয়েন্টাল অঞ্চল এর অন্তভূর্ভক্ত

  • ক. ইউরোপ
  • খ. গ্রিনল্যান্ড
  • গ. উত্তর আমেরিকা
  • ঘ. দক্ষিণ পূর্ব এশিয়া

উত্তরঃ দক্ষিণ পূর্ব এশিয়া

বিস্তারিত

40. নিচের কোন দেশ এশিয়ান টাইগার নয়?

  • ক. হংকং
  • খ. তাইওয়ান
  • গ. সিংগাপুর
  • ঘ. দক্ষিণ কোরিয়া

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

41. ড্রাগন অর্থনীতিসমূহের নিম্নের কোন দেশগুলো অন্তুভূর্ক্ত?

  • ক. দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং ও সিঙ্গাপুর
  • খ. দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চীন ও থাইল্যান্ড
  • গ. দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং ও মালেশিয়া
  • ঘ. দক্ষিণ কোরিয়া, কোরিয়া,তাইওয়ান, হংকং ও চীন

উত্তরঃ দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং ও সিঙ্গাপুর

বিস্তারিত

42. পপি উৎপাদন ক্ষেত্রে কোন দেশগুলোকে গোন্ডেন ট্রায়াঙ্গল, বলা হয়,

  • ক. মায়ানমার, থাইল্যান্ড
  • খ. মায়ানমার, থাইল্যান্ড ও লাওস
  • গ. মায়ানমার, থইল্যান্ড ও কম্বোডিয়া
  • ঘ. ইরান, আফগানিস্তান ও পাকিস্তান

উত্তরঃ মায়ানমার, থাইল্যান্ড ও লাওস

বিস্তারিত

43. মাদক উৎপাদন এবং চোরাচালানের জন্য বিখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গল কি?

  • ক. মায়ানমার , লাওস ও থাইল্যান্ড সীমান্ত অঞ্চল
  • খ. পাকিস্তান, আফগানিস্তান ও ইরান সীমান্ত অঞ্চল
  • গ. বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত অঞ্চল
  • ঘ. উপরের কোনটিই নয়

উত্তরঃ মায়ানমার , লাওস ও থাইল্যান্ড সীমান্ত অঞ্চল

বিস্তারিত

44. মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালানের জন্য ল্যাটিন আমেররিকার সবচেয়ে আলোচিত দেশ কোনটি?

  • ক. নিকারাগুয়া
  • খ. কলম্বিয়া
  • গ. মেক্সিকো
  • ঘ. হন্ডুরাস

উত্তরঃ কলম্বিয়া

বিস্তারিত

45. আফগানিস্তান, পাকিস্তান ও ইরানের মধ্যে আফিম উৎপাদনকারী অঞ্চলকে কি বলে?

  • ক. গোল্ডেন ট্রায়াঙ্গল
  • খ. গোল্ডেন ওয়েজ
  • গ. গোল্ডেন ক্রিসেন্ট
  • ঘ. গোল্ডেন এরেনা

উত্তরঃ গোল্ডেন ক্রিসেন্ট

বিস্তারিত

46. প্রাচ্যের ভেনিস কোনটি?

  • ক. সিংগাপুর
  • খ. চিটাগাং
  • গ. ব্যাংকক
  • ঘ. ওসাকা

উত্তরঃ ব্যাংকক

বিস্তারিত

47. ‘উত্তরের ভেনিস’ বরা হয়-

  • ক. কুইবেক
  • খ. স্টকহোম
  • গ. রোম
  • ঘ. অসলো

উত্তরঃ স্টকহোম

বিস্তারিত

48. সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটি?/ Land of Rising sun-

  • ক. চীন(China)
  • খ. জাপান(Japan)
  • গ. ইংল্যান্ড(England)
  • ঘ. সিঙ্গাপুর(Singapore)

উত্তরঃ জাপান(Japan)

বিস্তারিত

49. কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত?/ The country known as 'Land of the midnight sun' is:

  • ক. ইরাক(Iraq)
  • খ. সুইডেন(Sweden)
  • গ. ফ্রান্স(France)
  • ঘ. নরওয়ে(Norway)

উত্তরঃ নরওয়ে(Norway)

বিস্তারিত

50. কোনটি চির শান্তির শহর নামে পরিচিত?

  • ক. রোম
  • খ. ভেনিস
  • গ. এথেন্স
  • ঘ. ওসলো

উত্তরঃ রোম

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects