বিশ্ব পরিচিতি

76. পৃথিবীর নিমজ্জমান নগরী কোনটি?

  • ক. মেক্সিকো
  • খ. ভেনিস
  • গ. হেগ
  • ঘ. বন

উত্তরঃ হেগ

বিস্তারিত

77. ‘সিল্ক রুটের দেশ’-

  • ক. বাহরাইন
  • খ. সৌদি আরব
  • গ. ইরান
  • ঘ. আফগানিস্তান

উত্তরঃ ইরান

বিস্তারিত

78. ‘পঞ্চম ড্রাগনের’ (Fifth Dragon) দেশ বলা হয় কোন দেশকে?

  • ক. জাপান
  • খ. দক্ষিণ কোরিয়া
  • গ. চীন
  • ঘ. তাইওয়ান

উত্তরঃ তাইওয়ান

বিস্তারিত

79. নীরব খনির দেশ কোনটি?

  • ক. কিউবা
  • খ. বাংলাদেশ
  • গ. ঘানা
  • ঘ. মেক্সিকো

উত্তরঃ বাংলাদেশ

বিস্তারিত

80. বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে?

  • ক. লন্ডন
  • খ. নিউইয়র্ক
  • গ. প্যারিস
  • ঘ. বেইজিং

উত্তরঃ নিউইয়র্ক

বিস্তারিত

81. What is the former name of Japan?/ জাপানের পুরাতন নাম---

  • ক. রেঙ্গুন(Rangoon)
  • খ. বোম্বে(Bombay)
  • গ. নিপ্পন(Nippon)
  • ঘ. কোনটিই নয়(None of these)

উত্তরঃ নিপ্পন(Nippon)

বিস্তারিত

82. 'Nippon' is the old name of-/ ‘নিপ্পন’ কোন দেশের পুরাতন নাম?

  • ক. চীন(China)
  • খ. জাপান(Japan)
  • গ. ভারত(India)
  • ঘ. পাকিস্তান(Pakistan)

উত্তরঃ জাপান(Japan)

বিস্তারিত

84. সলসবেরীর নতুন নাম কি?

  • ক. হারারে
  • খ. কিনসাসা
  • গ. অ্যাঙ্গোলা
  • ঘ. জিম্বাবুয়ে

উত্তরঃ হারারে

বিস্তারিত

85. হারারে-এর পুরাতন নাম--

  • ক. সলসবেরী
  • খ. ফরমুজা
  • গ. পেট্রোগ্রাড
  • ঘ. রোডেসিযা

উত্তরঃ সলসবেরী

বিস্তারিত

86. কোন দেশটির পুরাতন নাম আবিসিনিয়া?

  • ক. লিবিয়া
  • খ. ইথিওপিয়া
  • গ. মিশর
  • ঘ. ইরাক

উত্তরঃ ইথিওপিয়া

বিস্তারিত

87. সুইজারল্যান্ডের প্রাচীন নাম কী?

  • ক. হেলভেটিয়া
  • খ. রোডেশিয়া
  • গ. ডয়েল্যান্ড
  • ঘ. সলসবেরি

উত্তরঃ হেলভেটিয়া

বিস্তারিত

88. ‘হেলভেটিয়া’ কোন দেশে পূর্ব নাম?

  • ক. পোল্যান্ড
  • খ. জাম্বিয়া
  • গ. লিবিয়া
  • ঘ. সুইজারল্যান্ড

উত্তরঃ সুইজারল্যান্ড

বিস্তারিত

89. ‘ডযেচল্যান্ড’ এর বর্তমান নাম কি?

  • ক. নেদারল্যান্ড
  • খ. পোল্যান্ড
  • গ. অস্ট্রিয়া
  • ঘ. জার্মানি

উত্তরঃ জার্মানি

বিস্তারিত

90. জিম্বাবুয়েকে আগে কি নামে ডাকা হতো?

  • ক. দক্ষিণ রোডেশিয়া
  • খ. উত্তর রোডেশিয়া
  • গ. আপার ভোল্টা
  • ঘ. নিয়াসিল্যান্ড

উত্তরঃ দক্ষিণ রোডেশিয়া

বিস্তারিত

91. 'ইথিওপিয়া' দেশের পুরাতন নাম কি ছিল?

  • ক. রোডেশিয়া
  • খ. জায়ার
  • গ. জেনেভা
  • ঘ. সলসবেরি

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

92. কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম-

  • ক. লিওপোন্ডভিল
  • খ. জিম্বাবুয়ে
  • গ. জিবুতি
  • ঘ. জায়ারে

উত্তরঃ জায়ারে

বিস্তারিত

93. ‘হল্যান্ড’ কোন দেশের পুরাতন নাম?

  • ক. ইংল্যান্ড
  • খ. নেদারল্যান্ড
  • গ. সুইডেন
  • ঘ. নিউজিল্যান্ড

উত্তরঃ নেদারল্যান্ড

বিস্তারিত

94. ফরমোজার বর্তমান নাম কি?

  • ক. তাইওয়ান
  • খ. থাইল্যান্ড
  • গ. পোল্যান্ড
  • ঘ. মাঞ্চুরিয়া

উত্তরঃ তাইওয়ান

বিস্তারিত

95. হো চি মিন নগরের পূর্ববর্তী নাম কি ছিল?

  • ক. সায়গন
  • খ. ভিয়েতমিন
  • গ. হ্যানয়
  • ঘ. ভিয়েনতিয়েন

উত্তরঃ সায়গন

বিস্তারিত

96. লেনিনগ্রেড শহরের বর্তমান নাম কি?

  • ক. সেন্ট পিটার্সবার্গ
  • খ. কিয়েভ
  • গ. ভ্লাদিভস্টক
  • ঘ. ভলগাগ্রাড

উত্তরঃ সেন্ট পিটার্সবার্গ

বিস্তারিত

97. সেইন্ট পিটার্সবার্গ শহরের প্রাক্তন নাম-

  • ক. লেলিনগ্রাড
  • খ. স্টালিনগ্রাড
  • গ. মস্কো
  • ঘ. তিউলা

উত্তরঃ লেলিনগ্রাড

বিস্তারিত

98. কোন দেশ ‘শ্যামদেশ’ নামে পরিচিত ছিল?

  • ক. ইন্দোনেশিয়া
  • খ. মালয়েশিয়া
  • গ. থাইল্যান্ড
  • ঘ. মায়ানমার

উত্তরঃ থাইল্যান্ড

বিস্তারিত

99. ব্রহ্মদেশ বর্তমানে কী নামে পরিচিত?

  • ক. মায়ানমার
  • খ. জাপান
  • গ. থাইল্যান্ড
  • ঘ. ভিয়েতনাম

উত্তরঃ মায়ানমার

বিস্তারিত

100. ইস্তাম্বুলের পূর্ব নাম-

  • ক. আঙ্কারা
  • খ. ইজমির
  • গ. কনস্টানটিনোপল
  • ঘ. আদানা

উত্তরঃ কনস্টানটিনোপল

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects