বিশ্বের আলোচিত যুদ্ধ ও চুক্তিসমূহ

28. First Atom Bomb was dropped on -/প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়েছিল-

  • ক. জার্মানি(Germany)
  • খ. জাপান(Japan)
  • গ. অস্ট্রিয়া(Austria)
  • ঘ. ইতালি(Itali)

উত্তরঃ জাপান(Japan)

বিস্তারিত

29. হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল--

  • ক. ১৯৪৫ সালের আগস্ট মাসে
  • খ. ১৯৪৫ সালের মে মাসে
  • গ. ১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে
  • ঘ. ১৯৪৪ সালের আগস্ট মাসে

উত্তরঃ ১৯৪৫ সালের আগস্ট মাসে

বিস্তারিত

30. নাগাসাকিতে পারমাণবিক হামলা করা হয়-

  • ক. ১৯৪৫ সালের ৯ আগস্ট
  • খ. ১৯৪৫ সালের ৬ আগস্ট
  • গ. ১৯৪৫ সালের ৮ আগস্ট
  • ঘ. ১৯৪৫ সালের ৭ আগস্ট

উত্তরঃ ১৯৪৫ সালের ৯ আগস্ট

বিস্তারিত

31. দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমপূর্ণ করে--

  • ক. ১৯৪২ সালের নভেম্বর মাসে
  • খ. ১৯৪৩ সালের ফেব্র“য়ারি মাসে
  • গ. ১৯৪৫ সালের মে মাসে
  • ঘ. ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে

উত্তরঃ ১৯৪৫ সালের মে মাসে

বিস্তারিত

32. দ্বিতীয় মহাযুদ্ধে জাপান আত্মসমর্পণ করে--

  • ক. মে, ১৯৪৫
  • খ. জুন, ১৯৪৫
  • গ. জুলাই, ১৯৪৫
  • ঘ. আগস্ট, ১৯৪৫

উত্তরঃ আগস্ট, ১৯৪৫

বিস্তারিত

33. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কোন সালে?

  • ক. ১৯৪২
  • খ. ১৯৪৩
  • গ. ১৯৪৪
  • ঘ. ১৯৪৫

উত্তরঃ ১৯৪৫

বিস্তারিত

34. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়--

  • ক. ১৯৪৪ সালের ১ সেপ্টেম্বর
  • খ. ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর
  • গ. ১৯৪৫ সালের ৯ আগস্ট
  • ঘ. ১৯৪৫ সারের ৬ আগস্ট

উত্তরঃ ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর

বিস্তারিত

35. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল জার্মানির-

  • ক. বার্লিনে
  • খ. ন্যুরেমবার্গে
  • গ. হাইডেলবার্গে
  • ঘ. বনে

উত্তরঃ ন্যুরেমবার্গে

বিস্তারিত

36. কোরীয় যুদ্ধ কোন সনে আরম্ভ হয়?

  • ক. ১৯৪৮
  • খ. ১৯৫০
  • গ. ১৯৫১
  • ঘ. ১৯৫২

উত্তরঃ ১৯৫০

বিস্তারিত

37. ১৯৬৭ আরব-ইসরাইল যুদ্ধের স্থয়িত্বকাল কতদিন?

  • ক. ৬ দিন
  • খ. ১০ দিন
  • গ. ১১ দিন
  • ঘ. ১২ দিন

উত্তরঃ ৬ দিন

বিস্তারিত

38. ছয় দিনের যুদ্ধ যে সনে সংঘটিত হয়?

  • ক. ১৯৫৬
  • খ. ১৯৬৭
  • গ. ১৯৭৩
  • ঘ. ১৯৮২

উত্তরঃ ১৯৬৭

বিস্তারিত

39. গোলান মালভূমি কোন দুই দেশের মধ্যে সংঘাতের কারণ?

  • ক. মিশর ও ইসরায়েল
  • খ. সিরিয়া ও ইসরায়েল
  • গ. জর্ডান ও ইসরায়েল
  • ঘ. রাশিয়া ও জর্জিয়া

উত্তরঃ সিরিয়া ও ইসরায়েল

বিস্তারিত

40. কোন বিতর্কিত ভূমি সিরিয়া ও ইসরাইরের মধ্যে অবস্থিত?

  • ক. গাজা
  • খ. পশ্চিমতীর
  • গ. ব্যেকা উপত্যকা
  • ঘ. গোলান মালভূমি

উত্তরঃ গোলান মালভূমি

বিস্তারিত

41. মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেলঅস্ত্র ব্যবহার করা হয়েছিল?

  • ক. ১৯৭৩ সালে
  • খ. ১৯৮১ সালে
  • গ. ১৯৯১ সালে
  • ঘ. ২০০৩ সালে

উত্তরঃ ১৯৭৩ সালে

বিস্তারিত

42. আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে-

  • ক. ১৯৭০ সালে
  • খ. ১৯৭৩ সালে
  • গ. ১৯৭৪ সালে
  • ঘ. ১৯৭৮ সালে

উত্তরঃ ১৯৭৩ সালে

বিস্তারিত

43. ইরান-ইরাক যুদ্ধ শুরু হয়-

  • ক. ১৯৭৯ সালে
  • খ. ১৯৮১ সালে
  • গ. ১৯৮২ সালে
  • ঘ. ১৯৮০ সালে

উত্তরঃ ১৯৮০ সালে

বিস্তারিত

44. কোন জলপথ নিয়ে ইরান ও ইরাকের মধ্যে বিবাদ ছিল?

  • ক. পারস্য উপসাগর
  • খ. আরব সাগর
  • গ. শাত ইল আরব
  • ঘ. ওমান উপসাগর

উত্তরঃ শাত ইল আরব

বিস্তারিত

45. বাংলাদেশের কোন রাষ্ট্রপতি ইরাক-ইরান যুদ্ধ বন্ধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন?

  • ক. প্রেসিডেন্ট মরহুম বিচারপতি আবুসাঈদ চৌধুরী
  • খ. প্রেসিডেন্ট মরহুম শহীদ জিয়াউর রহমান
  • গ. প্রেসিডেন্ট মরহুম বিচারপতি আবদুস সাত্তার
  • ঘ. প্রেসিডেন্ট মরহুম মোহাম্মদ উল্লাহ

উত্তরঃ প্রেসিডেন্ট মরহুম শহীদ জিয়াউর রহমান

বিস্তারিত

46. ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ?

  • ক. স্পেন
  • খ. আর্জেন্টিনা
  • গ. পর্তুগাল
  • ঘ. ইংল্যান্ড

উত্তরঃ ইংল্যান্ড

বিস্তারিত

47. আর্জেন্টিনা কত সালে ফকল্যান্ড দখল করে নিয়েছিল?

  • ক. ১৯৮১ সালে
  • খ. ১৯৮২ সালে
  • গ. ১৯৮৫ সালে
  • ঘ. ১৯৮৬ সালে

উত্তরঃ ১৯৮২ সালে

বিস্তারিত

49. ভার্সেলিসের যুদ্ধে কারা জয়ী হয়?

  • ক. ফ্রান্স
  • খ. ইংল্যান্ড
  • গ. আমেরিকা
  • ঘ. পর্তুগিজ

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

50. আমেরিকা কবে প্রথম ইরাক আক্রমণ করে?

  • ক. ১৯৮০
  • খ. ১৯৯০
  • গ. ১৯৯১
  • ঘ. ১৯৯২

উত্তরঃ ১৯৯১

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects