বিশ্বের আলোচিত যুদ্ধ ও চুক্তিসমূহ
51. Operation Desert Strom বলতে কোন যুদ্ধকে বুঝায়?
- ক. ইরান-ইরাক যুদ্ধ
- খ. ভিয়েতনাম যুদ্ধ
- গ. ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ
- ঘ. ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ
উত্তরঃ ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ
52. কোন দেশের বিরুদ্ধে Operation Desert Strom পরিচারিত হয়-
- ক. ইরাক
- খ. ফিলিস্তিন
- গ. আফগানিস্তান
- ঘ. ইরান
উত্তরঃ ইরাক
53. Operation Defensive Shield কাদের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল?
- ক. ফিলিস্তিনি
- খ. ইরাকি
- গ. আফগান
- ঘ. কাশ্মীরি
উত্তরঃ ফিলিস্তিনি
54. আফগানিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযান--
- ক. অপারেশন এনডুরিং ফ্রিডম
- খ. অপরেশন ডেজার্ট স্টর্ম
- গ. অপারেশন সার্চ লাইট
- ঘ. অপারেশন রেস্টোর হোপ
উত্তরঃ অপারেশন এনডুরিং ফ্রিডম
55. Operation Iraqi Freedom' যুদ্ধ শুরু হয়েছিল কখন থেকে?
- ক. ২০০১ সালের ৫ মার্চ
- খ. ২০০২ সালের ১ মার্চ
- গ. ২০০৩ সালের ২০ মার্চ
- ঘ. ২০০৪ সালের ২৫ মার্চ
উত্তরঃ ২০০৩ সালের ২০ মার্চ
56. সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কখন ইরাক আক্রমণ করে?
- ক. ফেব্রুয়ারি ২০০৩
- খ. মার্চ ২০০৩
- গ. এপ্রিল ২০০৩
- ঘ. মে ২০০৩
উত্তরঃ মার্চ ২০০৩
57. কোন যুদ্ধটি সম্প্রতি ইরাকে অনুষ্ঠিত হয়নি?
- ক. ডেজার্ট শীল্ড
- খ. ক্রুসেড
- গ. ডেজার্ট স্টর্ম
- ঘ. ইনফাইনাইট জাস্টিস
উত্তরঃ ক্রুসেড
58. ‘ইমবেডেড জার্নালিজম’ কোন অপারেশনের সাথে যুক্ত?
- ক. অপারেশন ইরাকি ফ্রিডম
- খ. অপারেশন ডেজার্ট স্টর্ম
- গ. অপারেশন রেড ডন
- ঘ. অপারেশন লিপ ফরওয়ার্ড
উত্তরঃ অপারেশন ইরাকি ফ্রিডম
59. Who is the leader of the islamic revolution in Iran 1979?/ ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি-
- ক. আয়াতুল্লাহ আলী খামেনী
- খ. আয়াতুল্লাহ খোমেনী
- গ. প্রেসিডেন্ট খাতামী
- ঘ. আলী আকবর রাফসান জানী
উত্তরঃ আয়াতুল্লাহ খোমেনী
61. “অরেঞ্জ রেভুলেশন” (Orange Revolution) কোথায় সংঘটিত হয়েছে?
- ক. যুক্তরাষ্ট্রে
- খ. পূর্ব ইউরোপে
- গ. জার্মানিতে
- ঘ. ইউক্রেনে
উত্তরঃ ইউক্রেনে
- ক. Velvet সামগ্রীর উৎপাদন
- খ. সাবেক চেকোস্লাভাকিয়ার সমাজতন্ত্র বিরোধী আন্দোলন
- গ. গর্বাচেভের কর্মসূচী
- ঘ. এর কোন অস্তিত্ব নেই
উত্তরঃ সাবেক চেকোস্লাভাকিয়ার সমাজতন্ত্র বিরোধী আন্দোলন
- ক. ওয়াশিংটন চুক্তি
- খ. স্বাধীনতা চুক্তি
- গ. প্রথম ভার্সাই চুক্তি
- ঘ. বার্লিন চুক্তি
উত্তরঃ প্রথম ভার্সাই চুক্তি
64. প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
- ক. সেভার্স চুক্তি
- খ. লুজেন চুক্তি
- গ. ভার্সাই চুক্তি
- ঘ. প্যারিস চুক্তি
উত্তরঃ ভার্সাই চুক্তি
66. আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ‘প্যারিস প্যাক্ট’ স্বাক্ষরিত হয়-
- ক. ১৯২৭ সনের ১২ আগস্ট
- খ. ১৯২৮ সনের ২৭ আগস্ট
- গ. ১৯২৮ সনের ৩ নভেম্বর
- ঘ. ১৯২৯ সনের ৫ জানুয়ারি
উত্তরঃ ১৯২৮ সনের ২৭ আগস্ট
- ক. ফরাসি শাসনতন্ত্রের বাইবেল
- খ. ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল
- গ. স্পেনীয় শাসনতন্ত্রের বাইবেল
- ঘ. জার্মান শাসনতন্ত্রের বাইবেল
উত্তরঃ ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল
68. নিচের কোনটি Great Charteer হিসেবে পরিচিত?
- ক. Magna Carta
- খ. Bill of Rights
- গ. Retition of Rights
- ঘ. French Revolation
উত্তরঃ Magna Carta
70. ম্যাগনাকার্টা কোন সালের কত তারিখে স্বাক্ষরিত হয়?
- ক. ১৫২১ সালের ১৫ জুন
- খ. ১২১৩ সালের ৭ ডিসেম্বর
- গ. ১২১৫ সালের ১৫ জুন
- ঘ. ১৩২৫ সালের ৭ জুলাই
উত্তরঃ ১২১৫ সালের ১৫ জুন
71. ১৬৮৯ সালে মানবাধিকায় প্রতিষ্ঠায় স্বাক্ষরিত হয়-
- ক. Magna Carta
- খ. Petition of Rights
- গ. English Bill of Rights
- ঘ. French Declaration of Rights of man and of the Citizen
উত্তরঃ English Bill of Rights
72. সর্বজনীন মানবাধিকার ঘোষণা কোন সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়?
- ক. ১৯৪৬
- খ. ১৯৪৮
- গ. ১৯৫২
- ঘ. ১৯৭৬
উত্তরঃ ১৯৪৮
73. মানবাধিকার চুক্তি স্বাক্ষরিত ও স্বীকৃত হয়েছিল-
- ক. ১৯৪৫ সালে
- খ. ১৯৪৭ সালে
- গ. ১৯৪৮ সালে
- ঘ. ১৯৫০ সালে
উত্তরঃ ১৯৪৮ সালে
74. জাতিসংঘের ‘মানবাধিকার কমিশন’ গঠিত হয়-
- ক. ১৯৪৫ সালে
- খ. ১৯৪৬ সালে
- গ. ১৯৪৭ সালে
- ঘ. ১৯৪৮ সালে
উত্তরঃ ১৯৪৮ সালে
- ক. বাণিজ্য সম্মেলন
- খ. যুদ্ধবন্দীদের প্রতি আচরণ বিধি
- গ. যুদ্ধ বিরতিকরণ সম্মেলন
- ঘ. বিচার বিভাগীয় সম্মেলন
উত্তরঃ যুদ্ধবন্দীদের প্রতি আচরণ বিধি