বিশ্বের আলোচিত যুদ্ধ ও চুক্তিসমূহ

51. Operation Desert Strom বলতে কোন যুদ্ধকে বুঝায়?

  • ক. ইরান-ইরাক যুদ্ধ
  • খ. ভিয়েতনাম যুদ্ধ
  • গ. ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ
  • ঘ. ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ

উত্তরঃ ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ

বিস্তারিত

52. কোন দেশের বিরুদ্ধে Operation Desert Strom পরিচারিত হয়-

  • ক. ইরাক
  • খ. ফিলিস্তিন
  • গ. আফগানিস্তান
  • ঘ. ইরান

উত্তরঃ ইরাক

বিস্তারিত

53. Operation Defensive Shield কাদের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল?

  • ক. ফিলিস্তিনি
  • খ. ইরাকি
  • গ. আফগান
  • ঘ. কাশ্মীরি

উত্তরঃ ফিলিস্তিনি

বিস্তারিত

54. আফগানিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযান--

  • ক. অপারেশন এনডুরিং ফ্রিডম
  • খ. অপরেশন ডেজার্ট স্টর্ম
  • গ. অপারেশন সার্চ লাইট
  • ঘ. অপারেশন রেস্টোর হোপ

উত্তরঃ অপারেশন এনডুরিং ফ্রিডম

বিস্তারিত

55. Operation Iraqi Freedom' যুদ্ধ শুরু হয়েছিল কখন থেকে?

  • ক. ২০০১ সালের ৫ মার্চ
  • খ. ২০০২ সালের ১ মার্চ
  • গ. ২০০৩ সালের ২০ মার্চ
  • ঘ. ২০০৪ সালের ২৫ মার্চ

উত্তরঃ ২০০৩ সালের ২০ মার্চ

বিস্তারিত

56. সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কখন ইরাক আক্রমণ করে?

  • ক. ফেব্রুয়ারি ২০০৩
  • খ. মার্চ ২০০৩
  • গ. এপ্রিল ২০০৩
  • ঘ. মে ২০০৩

উত্তরঃ মার্চ ২০০৩

বিস্তারিত

57. কোন যুদ্ধটি সম্প্রতি ইরাকে অনুষ্ঠিত হয়নি?

  • ক. ডেজার্ট শীল্ড
  • খ. ক্রুসেড
  • গ. ডেজার্ট স্টর্ম
  • ঘ. ইনফাইনাইট জাস্টিস

উত্তরঃ ক্রুসেড

বিস্তারিত

58. ‘ইমবেডেড জার্নালিজম’ কোন অপারেশনের সাথে যুক্ত?

  • ক. অপারেশন ইরাকি ফ্রিডম
  • খ. অপারেশন ডেজার্ট স্টর্ম
  • গ. অপারেশন রেড ডন
  • ঘ. অপারেশন লিপ ফরওয়ার্ড

উত্তরঃ অপারেশন ইরাকি ফ্রিডম

বিস্তারিত

59. Who is the leader of the islamic revolution in Iran 1979?/ ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি-

  • ক. আয়াতুল্লাহ আলী খামেনী
  • খ. আয়াতুল্লাহ খোমেনী
  • গ. প্রেসিডেন্ট খাতামী
  • ঘ. আলী আকবর রাফসান জানী

উত্তরঃ আয়াতুল্লাহ খোমেনী

বিস্তারিত

60. ইরানে ইসলামিক বিপ্লব কখন সংঘটিত হয়?

  • ক. ১৯৭৮
  • খ. ১৯১৭
  • গ. ১৯৭৯
  • ঘ. ১৯৮৯

উত্তরঃ ১৯৭৯

বিস্তারিত

61. “অরেঞ্জ রেভুলেশন” (Orange Revolution) কোথায় সংঘটিত হয়েছে?

  • ক. যুক্তরাষ্ট্রে
  • খ. পূর্ব ইউরোপে
  • গ. জার্মানিতে
  • ঘ. ইউক্রেনে

উত্তরঃ ইউক্রেনে

বিস্তারিত

62. Velvet Revolution' কি?

  • ক. Velvet সামগ্রীর উৎপাদন
  • খ. সাবেক চেকোস্লাভাকিয়ার সমাজতন্ত্র বিরোধী আন্দোলন
  • গ. গর্বাচেভের কর্মসূচী
  • ঘ. এর কোন অস্তিত্ব নেই

উত্তরঃ সাবেক চেকোস্লাভাকিয়ার সমাজতন্ত্র বিরোধী আন্দোলন

বিস্তারিত

63. যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ‘স্বাধীনতা চুক্তিটি’ কি নামে পরিচিত?

  • ক. ওয়াশিংটন চুক্তি
  • খ. স্বাধীনতা চুক্তি
  • গ. প্রথম ভার্সাই চুক্তি
  • ঘ. বার্লিন চুক্তি

উত্তরঃ প্রথম ভার্সাই চুক্তি

বিস্তারিত

64. প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?

  • ক. সেভার্স চুক্তি
  • খ. লুজেন চুক্তি
  • গ. ভার্সাই চুক্তি
  • ঘ. প্যারিস চুক্তি

উত্তরঃ ভার্সাই চুক্তি

বিস্তারিত

65. ভার্সাই নগরীটি কোথায় অবস্থিত?

  • ক. জার্মানি
  • খ. ফ্রান্স
  • গ. ইংল্যান্ড
  • ঘ. আমেরিকা

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

66. আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ‘প্যারিস প্যাক্ট’ স্বাক্ষরিত হয়-

  • ক. ১৯২৭ সনের ১২ আগস্ট
  • খ. ১৯২৮ সনের ২৭ আগস্ট
  • গ. ১৯২৮ সনের ৩ নভেম্বর
  • ঘ. ১৯২৯ সনের ৫ জানুয়ারি

উত্তরঃ ১৯২৮ সনের ২৭ আগস্ট

বিস্তারিত

67. ম্যাগনাকার্টা হচ্ছে-

  • ক. ফরাসি শাসনতন্ত্রের বাইবেল
  • খ. ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল
  • গ. স্পেনীয় শাসনতন্ত্রের বাইবেল
  • ঘ. জার্মান শাসনতন্ত্রের বাইবেল

উত্তরঃ ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল

বিস্তারিত

68. নিচের কোনটি Great Charteer হিসেবে পরিচিত?

  • ক. Magna Carta
  • খ. Bill of Rights
  • গ. Retition of Rights
  • ঘ. French Revolation

উত্তরঃ Magna Carta

বিস্তারিত

69. ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন?

  • ক. জন
  • খ. জেমস
  • গ. এডওয়ার্ড
  • ঘ. জর্জ

উত্তরঃ জন

বিস্তারিত

70. ম্যাগনাকার্টা কোন সালের কত তারিখে স্বাক্ষরিত হয়?

  • ক. ১৫২১ সালের ১৫ জুন
  • খ. ১২১৩ সালের ৭ ডিসেম্বর
  • গ. ১২১৫ সালের ১৫ জুন
  • ঘ. ১৩২৫ সালের ৭ জুলাই

উত্তরঃ ১২১৫ সালের ১৫ জুন

বিস্তারিত

71. ১৬৮৯ সালে মানবাধিকায় প্রতিষ্ঠায় স্বাক্ষরিত হয়-

  • ক. Magna Carta
  • খ. Petition of Rights
  • গ. English Bill of Rights
  • ঘ. French Declaration of Rights of man and of the Citizen

উত্তরঃ English Bill of Rights

বিস্তারিত

73. মানবাধিকার চুক্তি স্বাক্ষরিত ও স্বীকৃত হয়েছিল-

  • ক. ১৯৪৫ সালে
  • খ. ১৯৪৭ সালে
  • গ. ১৯৪৮ সালে
  • ঘ. ১৯৫০ সালে

উত্তরঃ ১৯৪৮ সালে

বিস্তারিত

74. জাতিসংঘের ‘মানবাধিকার কমিশন’ গঠিত হয়-

  • ক. ১৯৪৫ সালে
  • খ. ১৯৪৬ সালে
  • গ. ১৯৪৭ সালে
  • ঘ. ১৯৪৮ সালে

উত্তরঃ ১৯৪৮ সালে

বিস্তারিত

75. জেনেভা কনভেনশন হলো-

  • ক. বাণিজ্য সম্মেলন
  • খ. যুদ্ধবন্দীদের প্রতি আচরণ বিধি
  • গ. যুদ্ধ বিরতিকরণ সম্মেলন
  • ঘ. বিচার বিভাগীয় সম্মেলন

উত্তরঃ যুদ্ধবন্দীদের প্রতি আচরণ বিধি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects