বিশ্বের আলোচিত যুদ্ধ ও চুক্তিসমূহ

101. Maastrich শহরটি কোথায় অবস্থিত?

  • ক. নেদারল্যান্ড
  • খ. জার্মানি
  • গ. ফ্রান্স
  • ঘ. ইল্যান্ডে

উত্তরঃ নেদারল্যান্ড

বিস্তারিত

102. বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?

  • ক. বিল ক্লিনটন
  • খ. জিমি কার্টার
  • গ. নিক্সন
  • ঘ. রিগান

উত্তরঃ বিল ক্লিনটন

বিস্তারিত

103. কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানে পথ সুগম হয়েছিল?

  • ক. জেনেভা চুক্তি
  • খ. ম্যাচট্রিচট চুক্তি
  • গ. ডেটন চুক্তি
  • ঘ. প্যারিস চুক্তি

উত্তরঃ ডেটন চুক্তি

বিস্তারিত

104. ডেটন চুক্তির মাধ্যমে কোন সঙ্কটের পরিসমাপ্তি ঘটে?

  • ক. বসনিয়া
  • খ. কসোভো
  • গ. সোমালিয়া
  • ঘ. জর্জিয়া

উত্তরঃ বসনিয়া

বিস্তারিত

106. শেনজেন চুক্তি হচ্ছে-

  • ক. বাণিজ্য চুক্তি
  • খ. কর হ্রাস করা চুক্তি
  • গ. অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
  • ঘ. এর কোনটিই নয়

উত্তরঃ অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি

বিস্তারিত

107. Outer Speac Treaty কবে স্বাক্ষরিত হয়?

  • ক. ১৯৬০ সালে
  • খ. ১৯৬২ সালে
  • গ. ১৯৬৭ সালে
  • ঘ. ১৯৭০ সালে

উত্তরঃ ১৯৬৭ সালে

বিস্তারিত

108. সি.টি.বি.টি কি উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল?

  • ক. পরিবেশ সংরক্ষণ
  • খ. পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ
  • গ. মুক্ত বাণিজ্য
  • ঘ. শিশু পাচার রোধ

উত্তরঃ পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ

বিস্তারিত

109. কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?

  • ক. ন্যাটো(NATO)
  • খ. সিটিবিটি(CTBT)
  • গ. এনপিটি(NPT)
  • ঘ. সল্ট(SALT)

উত্তরঃ সিটিবিটি(CTBT)

বিস্তারিত

112. কোন চুক্তিটি ভারত ও পাকিস্তান স্বাক্ষর করেনি?

  • ক. এনপিটি
  • খ. রিও চুক্তি
  • গ. স্টার্ট-১
  • ঘ. স্টার্ট-২

উত্তরঃ এনপিটি

বিস্তারিত

113. কোন আন্তর্জাতিক চুক্তি থেকে উত্তর কোরিয়া নিজেকে প্রত্যাহার করেছে?

  • ক. ডব্লিউটিও
  • খ. এনপিটি
  • গ. সিটিবিটি
  • ঘ. আইসিসি

উত্তরঃ এনপিটি

বিস্তারিত

114. নিরস্ক্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণের পার্থক্য-

  • ক. সব অস্ত্র ধ্বংস ও প্রতিযোগিতার মাত্রা নিয়ন্ত্রণ
  • খ. অস্ত্র কমাবার প্রক্রিয়া ও আলোচনা
  • গ. আণবিক যুদ্ধ পরিহার ও ধাপে ধাপে সে পথে অগ্রসর হওয়া
  • ঘ. সামরিক বাহিনীগুলোর অস্ত্র সংকোচন

উত্তরঃ সব অস্ত্র ধ্বংস ও প্রতিযোগিতার মাত্রা নিয়ন্ত্রণ

বিস্তারিত

116. ভূমি মাইন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল?

  • ক. লন্ডন
  • খ. নিউইয়র্ক
  • গ. অটোয়া
  • ঘ. রোম

উত্তরঃ অটোয়া

বিস্তারিত

117. ভূমি মাইন নিষিদ্ধ করার জন্য স্বাক্ষরিত চুক্তি-

  • ক. সিটিবিটি
  • খ. কিয়োটো চুক্তি
  • গ. রোম চুক্তি
  • ঘ. অটোয়া চুক্তি

উত্তরঃ অটোয়া চুক্তি

বিস্তারিত

118. নিচের কোন রাষ্ট্রটি স্থলমাইন নিষেধ সংক্রান্ত চুক্তি সই করেনি?

  • ক. যুক্তরাজ্য
  • খ. যুক্তরাষ্ট্র
  • গ. বাংলাদেশ
  • ঘ. দক্ষিণ আফ্রিকা

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

119. START-2 কি?

  • ক. টিভিতে সম্প্রচাতি একটি সিরিয়াল
  • খ. বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি
  • গ. কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
  • ঘ. এর কোনটিই নয়

উত্তরঃ কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি

বিস্তারিত

120. Anti Ballistic Missile Treaty স্বাক্ষরিত হয়েছিল কবে?

  • ক. ১৯৭০ সালে
  • খ. ১৯৭২ সালে
  • গ. ১৯৭৩ সালে
  • ঘ. ১৯৭৯ সালে

উত্তরঃ ১৯৭২ সালে

বিস্তারিত

121. নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?

  • ক. এবিএম চুক্তি(ABM)
  • খ. সল্ট-১ চুক্তি(SALT-1)
  • গ. সল্ট-২ চুক্তি(SALT-2)
  • ঘ. স্টার্ট-১ চুক্তি(START-1)

উত্তরঃ সল্ট-২ চুক্তি(SALT-2)

বিস্তারিত

122. কত সালে ইরাক কুয়েত দখল করেছিল?

  • ক. ১৯৮৯
  • খ. ১৯৯০
  • গ. ১৯৯১
  • ঘ. ১৯৯২

উত্তরঃ ১৯৯০

বিস্তারিত

123. সাইপ্রাস কোন দুই দেশের মধ্যে বিবাদের কারণ?

  • ক. গ্রিস ও তুরস্ক
  • খ. তুরস্ক ও ইরাক
  • গ. গ্রিস ও ইতালি
  • ঘ. স্পেন ও যুক্তরাজ্য

উত্তরঃ গ্রিস ও তুরস্ক

বিস্তারিত

124. ইনোসিস কি?

  • ক. বিভক্ত জার্মানির একত্রীকরণ
  • খ. সাইপ্রাসকে গ্রিসের সঙ্গে যুক্তকরণের আন্দোলন
  • গ. ইতালির ঐক্য
  • ঘ. আরব ঐক্যের ডাক

উত্তরঃ বিভক্ত জার্মানির একত্রীকরণ

বিস্তারিত

125. দ্বিতীয় বিম্বযুদ্ধের সময় কোরিয়া নিম্নের কোন দেশের অধীনে ছিল?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. জাপান
  • গ. চীন
  • ঘ. কোনটিই না

উত্তরঃ জাপান

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects