বাংলাদেশের সাগর নদী পাহাড় পর্বত হাওড় বিল চর ও দ

1. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?

  • ক. সেন্টমার্টিন
  • খ. মহেশখালী
  • গ. হাতিয়া
  • ঘ. সন্দ্বীপ

উত্তরঃ সেন্টমার্টিন

বিস্তারিত

2. সেন্টমার্টিন কি ধরনের দ্বীপ?

  • ক. ব-দ্বীপ
  • খ. প্রবাল দ্বীপ
  • গ. পাললিক দ্বীপ
  • ঘ. আগ্নেয় দ্বীপ

উত্তরঃ প্রবাল দ্বীপ

বিস্তারিত

3. বাংলাদেশের সেন্টমাটিন দ্বীপের আর একটি নাম কি?

  • ক. নারিকেল জিঞ্জিরা
  • খ. সোনাদিয়া
  • গ. কুতুবদিয়া
  • ঘ. নিঝুম দ্বীপ

উত্তরঃ নারিকেল জিঞ্জিরা

বিস্তারিত

4. বাংলাদেশের সেন্টমাটিন দ্বীপ কোন জেলায় ?

  • ক. ভোলা
  • খ. নোয়াখালী
  • গ. চট্টগ্রাম
  • ঘ. কক্সবাজার

উত্তরঃ কক্সবাজার

বিস্তারিত

6. বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি?

  • ক. চর কুকরি মুকরি
  • খ. নিঝুম দ্বীপ
  • গ. সেন্টমাটিন
  • ঘ. চর নিজাম

উত্তরঃ সেন্টমাটিন

বিস্তারিত

7. রাত্রে নৌ চলাচলের সুবিধার জন্য বাংলাদেশের কোথায় পুরানো বাতিঘর ছিল ?

  • ক. মহেশখালী
  • খ. সেন্টমাটিন
  • গ. টেকনাফ
  • ঘ. কুতুবদিয়া

উত্তরঃ কুতুবদিয়া

বিস্তারিত

8. কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত ?

  • ক. লক্ষীপুর
  • খ. কক্সবাজার
  • গ. নোয়াখালী
  • ঘ. চট্টগ্রাম

উত্তরঃ কক্সবাজার

বিস্তারিত

9. বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?

  • ক. সেন্টমার্টিন
  • খ. মহেশখালী
  • গ. ছেড়া দ্বীপ
  • ঘ. নিঝুম দ্বীপ

উত্তরঃ মহেশখালী

বিস্তারিত

10. সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত ?

  • ক. মাছের প্রজনন ক্ষেত্র বলে
  • খ. ঝড়ঝঞ্বা কবলিত এলাকা বলে
  • গ. জনমানবহীন এলাকা বলে
  • ঘ. সামুদ্রিক মাছ শিকারের জন্য

উত্তরঃ সামুদ্রিক মাছ শিকারের জন্য

বিস্তারিত

11. নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত?

  • ক. কুতুবদিয়া
  • খ. হাতিয়া
  • গ. সন্দ্বীপ
  • ঘ. মহেশ

উত্তরঃ হাতিয়া

বিস্তারিত

12. বাংলাদেশের কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত ?

  • ক. পদ্মা
  • খ. মেঘনা
  • গ. যমুনা
  • ঘ. কর্ণফুলী

উত্তরঃ মেঘনা

বিস্তারিত

13. নিঝুম দ্বীপের আয়তন কত?

  • ক. ৮০ বঃ মাঃ
  • খ. ৮২ বঃ মাঃ
  • গ. ৮৫ বঃ মাঃ
  • ঘ. ৯১ বঃ মাঃ

উত্তরঃ ৯১ বঃ মাঃ

বিস্তারিত

14. দক্ষিন তালপট্টি দ্বীপের অবস্থান কোথায় ?

  • ক. হাড়িয়াভাঙ্গা নদীর বুকে
  • খ. বায়মঙ্গল নদীর মোহনায়
  • গ. বঙ্গপসাগরের বুকে
  • ঘ. নিঝুম দ্বীপের মোহনায়

উত্তরঃ বঙ্গপসাগরের বুকে

বিস্তারিত

15. দক্ষিন তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত ?

  • ক. রূপসা
  • খ. বালেশ্বর
  • গ. হাড়িয়াভাঙ্গা
  • ঘ. ভৈরব

উত্তরঃ হাড়িয়াভাঙ্গা

বিস্তারিত

16. পূর্বাশা দ্বীপের অপর নাম-

  • ক. নিঝুম দ্বীপ
  • খ. সেন্টমাটিন
  • গ. দক্ষিণ তালপট্টি
  • ঘ. কুতুবদিয়া

উত্তরঃ দক্ষিণ তালপট্টি

বিস্তারিত

17. দক্ষিণ তালপট্টি দ্বীপের-অপর নাম কি ?

  • ক. কুতুবদিয়া
  • খ. সোনাদিয়া
  • গ. সন্দ্বীপ
  • ঘ. পূর্বাশা দ্বীপ

উত্তরঃ পূর্বাশা দ্বীপ

বিস্তারিত

18. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?

  • ক. ভোলা
  • খ. সন্দ্বীপ
  • গ. সেন্টমাটিন
  • ঘ. হাতিয়া

উত্তরঃ ভোলা

বিস্তারিত

19. মনপুরা দ্বীপ কোন জেলার অন্তর্গত ?

  • ক. বরিশাল
  • খ. ভোলা
  • গ. পটুয়াখালী
  • ঘ. ঝালকাঠি

উত্তরঃ ভোলা

বিস্তারিত

20. নির্মল চর কোথায় অবস্থিত ?

  • ক. ফেনী
  • খ. ভোলা
  • গ. রাজশাহী
  • ঘ. হাতিয়া

উত্তরঃ রাজশাহী

বিস্তারিত

21. 'দুবলার চর' কোথায় অবস্থিত ?

  • ক. সেন্টমার্টিনে
  • খ. সুন্দরবনের দক্ষিন উপকূলে
  • গ. ভোলা জেলায়
  • ঘ. মাধবকুণ্ডের পাশে

উত্তরঃ সুন্দরবনের দক্ষিন উপকূলে

বিস্তারিত

22. বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত ?

  • ক. নোয়াখালী
  • খ. ফেনী
  • গ. লালমনিরহাট
  • ঘ. সাতক্ষীরা

উত্তরঃ ফেনী

বিস্তারিত

23. চরফ্যাশন কোন জেলায় ?

  • ক. ভোলা
  • খ. বরিশাল
  • গ. বাগেরহাট
  • ঘ. লক্ষীপুর

উত্তরঃ ভোলা

বিস্তারিত

24. হিরন পয়েন্ট : সুন্দরবন :: এলিফ্যাণ্ট পয়েন্ট :

  • ক. বান্দরবান
  • খ. কক্সবাজার
  • গ. রাঙ্গামাটি
  • ঘ. সিলেট

উত্তরঃ কক্সবাজার

বিস্তারিত

25. Tiger Point কোথায় অবস্থিত ?

  • ক. চট্টগ্রাম
  • খ. বান্দরবান
  • গ. কক্সবাজার
  • ঘ. সুন্দরবন

উত্তরঃ সুন্দরবন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects