বানান ও বাক্য শুদ্ধি
- ক. নিষ্পন্ন
- খ. নিস্পন্ন
- গ. নিশপন্ন
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ নিষ্পন্ন
202. কোন বাক্যটি শুদ্ধ?
- ক. সে সংকট অবস্থায় পড়েছে
- খ. সে সংকট অবস্থায় পড়েছে
- গ. সে সংকটে পড়েছে
- ঘ. সে সংকটে পরেছে
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
209. কোনটি শুদ্ধ বাক্য?
- ক. আমার কথাই প্রমান্য হলো
- খ. আমার কথাই প্রমাণ হলো
- গ. আমার কথাই প্রমানীত হলো
- ঘ. আমার কথাই প্রমাণিত হলো
উত্তরঃ আমার কথাই প্রমাণিত হলো
210. শুদ্ধ বানানগুচ্ছ -
- ক. পরিস্কার, পুরষ্কার
- খ. বিকৃত, বিক্রীত
- গ. স্বিকার, শীকার
- ঘ. ধরণ, ধারণা
উত্তরঃ বিকৃত, বিক্রীত
212. কোন শব্দগুচ্ছের বানান শুদ্ধ?
- ক. রুগ্ন, শিহরণ, বাল্মীকি
- খ. অদ্যবধি, তিরস্কার, ধরণ
- গ. দারুন, দৈন্যতা, বৈচিত্র
- ঘ. জাত্যাভিমান, ব্রহ্মপুত্র, প্রবেশক
উত্তরঃ রুগ্ন, শিহরণ, বাল্মীকি
215. কোনটি শুদ্ধ বানান?
- ক. স্বায়ত্তশাসন
- খ. স্বায়ত্বশাসন
- গ. স্বায়ত্ত্বশাসন
- ঘ. সবগুলো
উত্তরঃ স্বায়ত্তশাসন
218. নিচের কোনটি বানানটি শুদ্ধ?
- ক. চুর্ণবিচুর্ণ
- খ. চুর্ণবিচূর্ণ
- গ. চুর্নবিচুর্ণ
- ঘ. চূর্ণবিচূর্ণ
উত্তরঃ চূর্ণবিচূর্ণ
219. নিচের কোনটি অশুদ্ধ?
- ক. প্রসন্ন - বিষণ্ণ
- খ. নিষ্পাপ - পাপিনী
- গ. অহিংস - সহিংস
- ঘ. দোষী - নির্দোষী
উত্তরঃ দোষী - নির্দোষী
221. কোনটি বাক্যটি শুদ্ধ?
- ক. আপনি স্বপরিবারে আমন্ত্রিত
- খ. তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
- গ. তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ নই
- ঘ. সেদিন থেকে তিনি সেখানে আর যায় না
উত্তরঃ তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
- ক. দরিদ্রতা
- খ. উপযোগিতা
- গ. শ্রদ্ধাঞ্জলি
- ঘ. উর্দ্ধ
উত্তরঃ উর্দ্ধ
223. কোন বাক্যটি শুদ্ধ?
- ক. তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়
- খ. দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
- গ. সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল
- ঘ. সর্ব বিষয়ে বাহুল্যর্তা বর্জন করা উচিত
উত্তরঃ দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
224. নিচের কোন বানানগুচ্ছ সঠিক?
- ক. মূহুর্মুহু, ব্যাতয়, মৃতুত্তীর্ণ
- খ. মুহুর্মূহ, ব্যাত্যয়, মৃত্যুত্তীর্ণ
- গ. মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ
- ঘ. মুহুর্মুহ, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ
উত্তরঃ মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ
-
Anonymous - 3 years ago
ধন্যবাদ