সংবেদী অঙ্গ
2. চোখের কোন অঙ্গ আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করে?
- ক. অ্যাকুয়াস হিউমার
- খ. পিউপিল
- গ. কর্ণিয়া
- ঘ. রেটিনা
উত্তরঃ রেটিনা
3. পেঁচা দিনে দেখতে পায়না কিন্তু রাতে দেখতে পায় কারণ পেঁচার চোখের রেটিনাতে--
- ক. কোনস এর সংখ্যা বেশি কিন্তু রডস এর সংখ্যা কম
- খ. রডস এর সংখ্যা বেশি কিন্তু কোনস এর সংখ্যা কম
- গ. কোনস এর সংখ্যা বেশি
- ঘ. রডস এর সংখ্যা বেশি
উত্তরঃ রডস এর সংখ্যা বেশি কিন্তু কোনস এর সংখ্যা কম
4. রাতের বেলা বিড়াল ও কাকুরের চোখ জ্বলজ্বল করে, কারণ কুকুর ও বিড়ালের চোখে-
- ক. রডস্ বেশি চোখে
- খ. কোনস্ বেশি থাকে
- গ. রেটিনা প্রশস্ত
- ঘ. টেপেটাম নামক রঞ্জক কোষ থাকে
উত্তরঃ টেপেটাম নামক রঞ্জক কোষ থাকে
5. শ্রবণ ছাড়া কানের অন্যতম কাজ হল-
- ক. দেহ সতেজ রাখা
- খ. দেহের ভারসাম্য রক্ষা করা
- গ. দেহের কার্যক্ষমতা বাড়ানো
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ দেহের ভারসাম্য রক্ষা করা
6. কানে শব্দ তরঙ্গ প্রবেশ করলে প্রথম যে অংশটি কেঁপে উঠে তা হলো-
- ক. শ্রতিহাড়
- খ. ককলিয়া
- গ. কানপর্দা
- ঘ. ডিম্বাকৃতি ফুটো
উত্তরঃ কানপর্দা
9. মানুষের গায়ের রঙ কোন উপাদানের উপর নির্ভর করে?
- ক. ক্যারোটিন
- খ. হিমোগ্লোবিন
- গ. মেলানিন
- ঘ. থায়ামিন
উত্তরঃ মেলানিন
10. কোন প্রাণী গায়ের রঙ পরিবর্তন করে আত্মক্ষা করতে পারে?
- ক. সাপ
- খ. সজারু
- গ. গিরগিটি
- ঘ. গিনিপিগ
উত্তরঃ গিরগিটি
11. আল্ট্রাভায়োলেট রশ্নী কোন রোগ সৃষ্টি করে?
- ক. ব্লাড ক্যান্সার
- খ. চর্ম ক্যান্সার
- গ. ব্রেন ক্যান্সার
- ঘ. এইডস
উত্তরঃ চর্ম ক্যান্সার
There are no comments yet.