বায়ুমণ্ডল

1. কোনটি বায়ুর উপাদান?

  • ক. নাইট্রোজেন
  • খ. হাইড্রোজেন
  • গ. কার্বন
  • ঘ. ফসফরাস

উত্তরঃ নাইট্রোজেন

বিস্তারিত

2. বায়ুর প্রধান দুটি উপাদান হলো-

  • ক. অক্সিজেন ও নাইট্রোজেন
  • খ. অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড
  • গ. অক্সিজেন ও হাইড্রোজেন
  • ঘ. অক্সিজেন ও কার্বন মনোক্সাইড

উত্তরঃ অক্সিজেন ও নাইট্রোজেন

বিস্তারিত

3. বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয় যায়/বায়ুতে সর্বোচ্চ আয়তনিক কোনটি-

  • ক. অক্সিজেন
  • খ. হাইড্রোজেন
  • গ. নাইট্রোজেন
  • ঘ. কার্বন ডাই অক্সাইড

উত্তরঃ নাইট্রোজেন

বিস্তারিত

4. নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি?

  • ক. মাটি
  • খ. উদ্ভিদ
  • গ. বায়ুমণ্ডল
  • ঘ. প্রাণীদেহ

উত্তরঃ বায়ুমণ্ডল

বিস্তারিত

5. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত ভাগ?

  • ক. ৮২.০২%
  • খ. ৭৮.০২%
  • গ. ৮০.০২%
  • ঘ. ৭৬.০২%

উত্তরঃ ৭৮.০২%

বিস্তারিত

6. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?

  • ক. ২০.০১%
  • খ. ২১.০১%
  • গ. ২১.০৭%
  • ঘ. ২০.৭১%

উত্তরঃ ২০.৭১%

বিস্তারিত

7. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?

  • ক. ১৮.৭৮%
  • খ. ১.৫৯%
  • গ. ২২.৮৯%
  • ঘ. ২০.৯৯%

উত্তরঃ ২০.৯৯%

বিস্তারিত

9. বায়ুর কার্বন ডাই-অক্সাইড এর পরিমাণ কত?

  • ক. ০.০৩%
  • খ. ০.০২%
  • গ. ০.৮০%
  • ঘ. ২০.৭১%

উত্তরঃ ০.০৩%

বিস্তারিত

10. বায়ুর কার্বন ডাই-অক্সাইড এর পরিমাণ কত?

  • ক. ০.০৩৫%
  • খ. ০.০২৮%
  • গ. ০.০০০০২%
  • ঘ. ০.০০০০০২%

উত্তরঃ ০.০৩৫%

বিস্তারিত

11. বাতাসে মিথেনের পরিমাণ কত?

  • ক. ০.০০২%
  • খ. ০.০০০২%
  • গ. ০.০০০০২%
  • ঘ. ০.০০০০০২%

উত্তরঃ ০.০০০০২%

বিস্তারিত

12. বায়ুর উপাদান নয় যা তা হলো-

  • ক. নাইট্রোজেন
  • খ. অক্সিজেন
  • গ. জলীয় বাষ্প
  • ঘ. হাইড্রোজেন

উত্তরঃ হাইড্রোজেন

বিস্তারিত

13. বায়ুর কোন উপাদান জীবন ধারণের জন্য অবশ্য প্রয়োজনীয়?

  • ক. নাইট্রোজেন
  • খ. অক্সিজেন
  • গ. জলীয় বাষ্প
  • ঘ. কার্বন ডাই অক্সাইড

উত্তরঃ অক্সিজেন

বিস্তারিত

14. বায়ুমণ্ডলের স্তর কয়টি?

  • ক. ৩টি
  • খ. ৪টি
  • গ. ৫টি
  • ঘ. ৬টি

উত্তরঃ ৪টি

বিস্তারিত

15. ভূ-পৃষ্ঠের নিকটমত বায়ু স্তরকে কি বলা হয়?

  • ক. ট্রপোস্ফিয়ার
  • খ. স্ট্রাটোস্ফিয়ার
  • গ. ফটোস্ফিয়ার
  • ঘ. এক্সস্ফিয়ার

উত্তরঃ ট্রপোস্ফিয়ার

বিস্তারিত

16. বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম

  • ক. ট্রপোমণ্ডল
  • খ. আয়নোমণ্ডল
  • গ. স্ট্রাটোমণ্ডল
  • ঘ. এক্সোস্ফীয়ার

উত্তরঃ স্ট্রাটোমণ্ডল

বিস্তারিত

17. বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন স্তর রয়েছে-

  • ক. ট্রপোমণ্ডল
  • খ. স্ট্র্যাটোমণ্ডল
  • গ. আয়নমণ্ডল
  • ঘ. ট্রপোবিরতি

উত্তরঃ স্ট্র্যাটোমণ্ডল

বিস্তারিত

18. বায়ুমণ্ডলের উচ্চতম স্তর কোনটি?

  • ক. অ্যাটমস্ফিয়ার
  • খ. স্ট্রাটোস্ফিয়ার
  • গ. আয়নোস্ফিয়ার
  • ঘ. ওজোন

উত্তরঃ আয়নোস্ফিয়ার

বিস্তারিত

19. বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-

  • ক. স্ট্রাটোস্ফিয়ার
  • খ. ট্রাপোস্ফিয়ার
  • গ. আয়নোস্ফিয়ার
  • ঘ. ওজোনস্তর

উত্তরঃ আয়নোস্ফিয়ার

বিস্তারিত

20. উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে-

  • ক. স্ট্র্যাটোমণ্ডলের উর্দ্ধস্তরে
  • খ. আয়নোমণ্ডলের উর্ধ্বস্তরে
  • গ. ট্রাপোমণ্ডলের উর্দ্ধস্তরে
  • ঘ. উপরের কোনটিই নয়

উত্তরঃ আয়নোমণ্ডলের উর্ধ্বস্তরে

বিস্তারিত

21. পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  • ক. আর্লিবাড হল
  • খ. এস্ট্রোলার হল
  • গ. ওবেরী হল
  • ঘ. কসমস

উত্তরঃ আর্লিবাড হল

বিস্তারিত

22. বায়ুমণ্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ-

  • ক. কার্বন ডাই অক্সাইড
  • খ. জলীয় বাষ্প
  • গ. নাইট্রিক অক্সাইড
  • ঘ. CFC বা ক্লেরোফ্লোরো কার্বন

উত্তরঃ CFC বা ক্লেরোফ্লোরো কার্বন

বিস্তারিত

23. ওজোনস্তরের ফাটলের জন্যমুখ্যতঃ দায়ী কোন গ্যাস?

  • ক. ক্লোরো ফ্লোরো কার্বন
  • খ. কার্বন মনোক্সাইড
  • গ. কার্বন ডাই অক্সাইড
  • ঘ. মিথেন

উত্তরঃ ক্লোরো ফ্লোরো কার্বন

বিস্তারিত

24. কোন গ্রহের উপগ্রহের সংখ্যা বেশি?

  • ক. বৃহস্পতি
  • খ. ইউরেনাস
  • গ. শনি
  • ঘ. নেপচুন

উত্তরঃ বৃহস্পতি

বিস্তারিত

25. পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তরকে নষ্ট করে?

  • ক. কার্বন ডাই-অক্সাইড
  • খ. কার্বন মনোক্সাইড
  • গ. নাইট্রিক অক্সাইড
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ নাইট্রিক অক্সাইড

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects