বিশ্ব রাজনীতি

1. স্বাধীনতার পূর্বে ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?

  • ক. ব্রিটেন
  • খ. পর্তুগাল
  • গ. নেদারল্যান্ড
  • ঘ. ফ্রান্স

উত্তরঃ নেদারল্যান্ড

বিস্তারিত

2. স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীন ছিল?

  • ক. পর্তুগাল
  • খ. ইন্দোনেশিয়া
  • গ. মালয়েশিয়া
  • ঘ. ফিলিপাইন

উত্তরঃ ইন্দোনেশিয়া

বিস্তারিত

3. ১৯৭৪ সারের আগে পূর্ব তিমুর কোন দেশের উপনিবেশ ছিল?

  • ক. ব্রিটেন
  • খ. ফ্রান্স
  • গ. স্পেন
  • ঘ. পর্তুগাল

উত্তরঃ পর্তুগাল

বিস্তারিত

4. মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. যুক্তরাজ্য
  • গ. পর্তুগাল
  • ঘ. ফ্রান্স

উত্তরঃ যুক্তরাজ্য

বিস্তারিত

5. ব্রিটেনের নিকট হতে মালয়েশিয়া কত সালে স্বাধীনাত লাভ করে?

  • ক. ১৯৫০ সালে
  • খ. ১৯৫৭ সালে
  • গ. ১৯৬০ সালে
  • ঘ. ১৯৬৩ সালে

উত্তরঃ ১৯৫৭ সালে

বিস্তারিত

6. দক্ষিণ এশিয়ার কোন দেশটি এক সময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভূক্ত ছিল?

  • ক. ভিয়েতনাম
  • খ. মালয়েশিয়া
  • গ. ফিলিপাইন
  • ঘ. সিঙ্গাপুর

উত্তরঃ ফিলিপাইন

বিস্তারিত

8. স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?

  • ক. বৃটেন
  • খ. ফ্রান্স
  • গ. তুরস্ক
  • ঘ. স্পেন

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

9. স্বাধীনতার সময় এ্যাঙ্গোলা কোন দেশের উপনিবেশ ছিল?

  • ক. ফ্রান্স
  • খ. যুক্তরাজ্য
  • গ. ইতালি
  • ঘ. পর্তুগাল

উত্তরঃ পর্তুগাল

বিস্তারিত

10. অ্যাঙ্গোলা স্বাধীনতা লাভ করে কত সালে?

  • ক. ১৯৭৩
  • খ. ১৯৭৪
  • গ. ১৯৭৫
  • ঘ. ১৯৭৬

উত্তরঃ ১৯৭৫

বিস্তারিত

11. জিম্বাবুয়ে কত সালে স্বাধীনতা লাভ করে?

  • ক. ১৯৭৮
  • খ. ১৯৭৯
  • গ. ১৯৮০
  • ঘ. ১৯৮১

উত্তরঃ ১৯৮০

বিস্তারিত

12. ১৯৬২ সালে স্বাধীনতা লাভের পূর্বে আলজেরিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল?

  • ক. ইতালি
  • খ. ফ্রান্স
  • গ. স্পেন
  • ঘ. যুক্তরাজ্য

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

13. চন্দনগর (পশ্চিমবঙ্গ) একসময়-এর উপনিবেশ ছিল?

  • ক. হল্যান্ড
  • খ. ফ্রান্স
  • গ. ইংল্যান্ড
  • ঘ. পর্তুগাল

উত্তরঃ ইংল্যান্ড

বিস্তারিত

14. মিশর যে দেশের উপনিবেশ ছিল-

  • ক. জার্মানি
  • খ. নেদারল্যান্ড
  • গ. পর্তুগাল
  • ঘ. ব্রিটেন

উত্তরঃ ব্রিটেন

বিস্তারিত

15. ইরিত্রিয়া কোন দেশের অংশ ছিল?

  • ক. মরক্কো
  • খ. ঘানা
  • গ. মিশর
  • ঘ. ইথিওপিয়া

উত্তরঃ ইথিওপিয়া

বিস্তারিত

16. বসনিয়া-হারজেগোভিনা স্বাধীনতা গোষনা করে-

  • ক. ১৯৮৯ সালে
  • খ. ১৯৯০ সালে
  • গ. ১৯৯১ সালে
  • ঘ. ১৯৯২ সালে

উত্তরঃ ১৯৯১ সালে

বিস্তারিত

17. স্বাধীনতার পূর্বে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?

  • ক. স্পেন
  • খ. ফ্রান্স
  • গ. পর্তুগাল
  • ঘ. গ্রেট ব্রিটেন

উত্তরঃ পর্তুগাল

বিস্তারিত

18. সেনাগাল যে দেশের উপনিবেশ ছিল-

  • ক. ফ্রান্স
  • খ. নেদারল্যান্ড
  • গ. ইংল্যান্ড
  • ঘ. রাশিয়া

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

19. কোন ধরনের সরকার ব্যবস্থায় রাষ্ট্রের প্রধান নিযুক্ত হন বংশানুক্রমে?

  • ক. গণতান্ত্রিক
  • খ. সাংবিধানিক রাজতন্ত্র
  • গ. একনায়কতন্ত্র
  • ঘ. কেন্দ্রীয় শাসনব্যবস্থায়

উত্তরঃ সাংবিধানিক রাজতন্ত্র

বিস্তারিত

20. কোন দেশে সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে?

  • ক. ভারত
  • খ. নেপাল
  • গ. যুক্তরাজ্য
  • ঘ. মিশর

উত্তরঃ যুক্তরাজ্য

বিস্তারিত

21. নিচের কোন দেশটিতে নিয়মন্ত্রান্ত্রিক রাজতন্ত্র নেই?

  • ক. ডেনমার্ক
  • খ. গ্রেট ব্রটেন
  • গ. জাপান
  • ঘ. সৌদি আরব

উত্তরঃ সৌদি আরব

বিস্তারিত

22. ব্রিটেনে কোন পদ্ধতির সরকার বিদ্যমান?

  • ক. রাজতন্ত্র
  • খ. গণতন্ত্র
  • গ. শাসনতান্ত্রিক রাজতন্ত্র
  • ঘ. সমাজতন্ত্র

উত্তরঃ শাসনতান্ত্রিক রাজতন্ত্র

বিস্তারিত

23. বৃটেনের রানী কোন দেশটির সাংবিধানিক রাষ্ট্র প্রধান নন?

  • ক. ফিজি
  • খ. কানাডা
  • গ. অস্ট্রিয়া
  • ঘ. অস্ট্রেলিয়া

উত্তরঃ অস্ট্রিয়া

বিস্তারিত

24. কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্র প্রধান হিসেবে স্বীকার করে?

  • ক. অস্ট্রেলিয়া
  • খ. কানাডা
  • গ. সাইপ্রাস
  • ঘ. মরিশাস

উত্তরঃ অস্ট্রেলিয়া

বিস্তারিত

25. নিম্নের কোন দেশের সরকার প্র্রধান হলেন প্রেসিডেন্ট?

  • ক. ইন্দোনেশিয়া
  • খ. থাইল্যান্ড
  • গ. জাপান
  • ঘ. অস্ট্রেলিয়া

উত্তরঃ ইন্দোনেশিয়া

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects