খেলাধুলাপুরস্কার ও সম্মাননা
227. ১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কে?
- ক. স্টইচকভ ও রোবের্তো
- খ. সালেনকো ও আর্ডেসন
- গ. সালেনকো ও স্টইচকভ
- ঘ. আর্ডেসন ও রোবের্তো
উত্তরঃ সালেনকো ও আর্ডেসন
228. ১৯৯৬ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. লস এঞ্জেলস
- খ. আটলান্টা
- গ. টোকিও
- ঘ. নয়াদিল্লী
উত্তরঃ আটলান্টা
229. ১৯৯২ সালের Wimbeldon টেনিস প্রতিযোগিতায় men's singles -এ কে চ্যাম্পিয়ন হন?
- ক. Boris Becker
- খ. Mechael Stich
- গ. Andre Agassi
- ঘ. Stefan Edberg
উত্তরঃ Andre Agassi
230. ১৯৯১ সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা লাভ করে?
- ক. মাইকেল চ্যাং
- খ. জন ফিলিপস
- গ. মাইকেল স্টিচ
- ঘ. পিট সাম্প্রাস
উত্তরঃ মাইকেল স্টিচ
231. ১১ তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্টান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম-
- ক. পিকিং স্পোর্টস স্টেডিয়াম
- খ. বেইজিং স্পোর্টস স্টেডিয়াম
- গ. ওয়ার্কাস স্টেডিয়াম, বেইজিং
- ঘ. চায়না স্পোর্টস স্টেডিয়াম
উত্তরঃ ওয়ার্কাস স্টেডিয়াম, বেইজিং
232. ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?
- ক. বার্সিলোনা
- খ. জুরিখ
- গ. বার্লিন
- ঘ. ব্রাসেলস
উত্তরঃ বার্সিলোনা
233. মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল- এর ২০১৫ সালের সেরা মানবাধিকারকর্মী পুরস্কার করেন--
- ক. আই ওয়েইওয়েই
- খ. জোয়ান বায়েজ
- গ. ক ও খ উভয়েই
- ঘ. উপরের কেউ না
উত্তরঃ ক ও খ উভয়েই
234. ২০১৫ সালের ১৬ তম এশিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ ?
- ক. অস্ট্রেলিয়া
- খ. দক্ষিণ কোরিয়া
- গ. জাপান
- ঘ. চীন
উত্তরঃ অস্ট্রেলিয়া
235. ২০২২ সালের কমনওয়েলথ গেমস্ কোথায় অনুষ্ঠিত হবে?
- ক. ইসলামাবাদ (পাকিস্তান)
- খ. নয়াদিল্লি (ভারত)
- গ. গোল্ডকোস্ট (অস্ট্রেলিয়া)
- ঘ. ডারবান (দ. আফ্রিকা)
উত্তরঃ ডারবান (দ. আফ্রিকা)
236. ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে?
- ক. শ্রীলংকা
- খ. ভারত
- গ. দক্ষিণ আফ্রিকা
- ঘ. ইংল্যান্ড ও ওয়েলস
উত্তরঃ ইংল্যান্ড ও ওয়েলস
237. ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সময়কাল--
- ক. ১ - ২০ জুন
- খ. ১ - ১৫ জুন
- গ. ১ - ১৬ জুন
- ঘ. ১ - ১৮ জুন
উত্তরঃ ১ - ১৮ জুন
238. ২৮ মার্চ ২০১৭ ওয়ানডে ক্রিকেটের ৪১তম হ্যাট্রিক করেন কে?
- ক. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)
- খ. কাগিসো রাবাদা (দ. আফ্রিকা)
- গ. জেমস ফকনার (অস্ট্রেলিয়া)
- ঘ. তাসকিন আহমেদ (বাংলাদেশ)
উত্তরঃ তাসকিন আহমেদ (বাংলাদেশ)