খেলাধুলাপুরস্কার ও সম্মাননা

26. প্রথম নোবেল বিজয়ী নারী কে?

  • ক. মাদাম কুরি
  • খ. আইরিন কুরি
  • গ. সেলমা লেগারলফ
  • ঘ. লা জেনি

উত্তরঃ মাদাম কুরি

বিস্তারিত

27. দুবার নোবেল পুরস্কার কে পেয়েছিলেন?

  • ক. উইলিয়াম রঞ্জেন
  • খ. পিয়ারে কুরি
  • গ. মেরী কুরি
  • ঘ. আব্দুস সালাম

উত্তরঃ মেরী কুরি

বিস্তারিত

28. জুলিও কুরী একজন বিশ্ববিখ্যাত-

  • ক. কবি
  • খ. সাহিত্যিক
  • গ. বৈজ্ঞানিক
  • ঘ. শিল্পী

উত্তরঃ বৈজ্ঞানিক

বিস্তারিত

30. Shirin Ebadi is a-/ শিরীন এবাদি একজন-

  • ক. বিখ্যাত বিজ্ঞানী(Famous Scientist)
  • খ. নোবেলজয়ী(Nobel laureate)
  • গ. বিখ্যাত অভিনেত্রী(Famous actress)
  • ঘ. বিখ্যাত লেখিকা(Famous writer)

উত্তরঃ নোবেলজয়ী(Nobel laureate)

বিস্তারিত

31. Shirin Ebadi, who won the Nobel Peace Prize in 2003, is from----/ ২০০৩ সালে নোবেলজয়ী শিরিন এবাদির জন্মস্থান-

  • ক. ইরাক(Iraq)
  • খ. নাইজেরিয়া(Nigeria)
  • গ. ইরান(Iran)
  • ঘ. লিবিয়া(Libya)

উত্তরঃ ইরান(Iran)

বিস্তারিত

32. ইারানের মানবাধিকার কর্মী শিরিন এবাদি কোন সালে শান্তি পুরস্কার পেয়েছিলেন?

  • ক. ২০০১ সালে
  • খ. ২০০২ সালে
  • গ. ২০০৩ সালে
  • ঘ. ২০০৪ সালে

উত্তরঃ ২০০৩ সালে

বিস্তারিত

34. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাহিত্যে নোবেল পুরস্কারন পান?

  • ক. মার্গারেট থেচার
  • খ. উইলস্টন চার্চিল
  • গ. জেমস কালাহার
  • ঘ. এডওয়ার্ড

উত্তরঃ উইলস্টন চার্চিল

বিস্তারিত

35. উল্লিখিত বিজ্ঞানীদের মধ্য যিনি নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত?

  • ক. লাইনাস পলিং
  • খ. আলবার্ট আইনস্টাইন
  • গ. আব্দুস সালাম
  • ঘ. জর্জ পোর্টার

উত্তরঃ লাইনাস পলিং

বিস্তারিত

36. সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন-

  • ক. পার্ল এস বাক
  • খ. জ্যাঁ পল সার্ত্রে
  • গ. সল বেলো
  • ঘ. উইনস্টন চার্চিল

উত্তরঃ জ্যাঁ পল সার্ত্রে

বিস্তারিত

37. সাহিত্যের মরণোত্তÍর একমাত্র নোবেল বিজয়ী?

  • ক. এরিক কে. কার্লফেল্ট
  • খ. পার্ল এস বাক
  • গ. পাবলো নেরুদা
  • ঘ. সল বেলে

উত্তরঃ এরিক কে. কার্লফেল্ট

বিস্তারিত

39. For which of the following disciplines Nobel Prize is Awarded?

  • ক. Physics and Chemistry
  • খ. Physiology and Medicine
  • গ. Literature, Peace and Economics
  • ঘ. All of the above

উত্তরঃ All of the above

বিস্তারিত

40. মাদাম কুরি ছিলেন একজন

  • ক. কবি
  • খ. সাহিত্যিক
  • গ. অর্থনীতিবিদ
  • ঘ. বৈজ্ঞানিক

উত্তরঃ অর্থনীতিবিদ

বিস্তারিত

41. The first woman to win Nobel Prize in Economics is-/অর্থনীতিতে প্রথম নোবেল বিজয়ী মহিলা--

  • ক. Herta Mueller
  • খ. Elinor Ostrom
  • গ. Dorris Lessing
  • ঘ. Naine Gordimar

উত্তরঃ Elinor Ostrom

বিস্তারিত

42. কোন সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা নোবেল পুরস্কার পেয়েছিল?

  • ক. ১৯২৬ সালে
  • খ. ১৯৩৩ সালে
  • গ. ১৯৬৯ সালে
  • ঘ. ১৯৮৯ সালে

উত্তরঃ ১৯৬৯ সালে

বিস্তারিত

43. কোন ব্যাক্তি সমগোত্রীয় নন?

  • ক. অধ্যাপক আব্দুস সালাম
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. চন্দ্রশেখর ভেঙ্কটরমন
  • ঘ. মাদাম কুরি

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

44. ক্রিকেটের পিতৃভূমি বলে পরিচিত-

  • ক. অস্ট্রেলিয়া
  • খ. ওয়েস্ট ইন্ডিজ
  • গ. ইংল্যান্ড
  • ঘ. ভারত

উত্তরঃ ইংল্যান্ড

বিস্তারিত

45. ক্রিকেটর নিয়মাবলী রচনা ও প্রবর্তন করে কোন ক্লাব?

  • ক. লন্ডন ক্লাব
  • খ. মেলবোর্ন ক্লাব
  • গ. লিভারপুল ক্লাব
  • ঘ. কোনটিই না

উত্তরঃ মেলবোর্ন ক্লাব

বিস্তারিত

46. ক্রিকেট খেলার নিয়মাবলী প্রথম বিধিবদ্ধ হয়-

  • ক. ১৭৭৪ সালে
  • খ. ১৮৭৫ সালে
  • গ. ১৭৫০ সালে
  • ঘ. ১৯০০ সালে

উত্তরঃ ১৭৫০ সালে

বিস্তারিত

47. ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য ও প্রস্থ কত?

  • ক. ৯৬.০ সেমি * ১০.০ সেমি
  • খ. ৯৫.৫ সেমি * ৯.০ সেমি
  • গ. ৯৩.০ সেমি * ৭.০ সেমি
  • ঘ. ৯৬.০ সেমি * ১০.৮ সেমি

উত্তরঃ ৯৬.০ সেমি * ১০.৮ সেমি

বিস্তারিত

48. ক্রিকেট খেলার পরিচালনাকারীর নাম-

  • ক. রেফারি
  • খ. কোচ
  • গ. আম্পায়ার
  • ঘ. এর কোনটিই নয়

উত্তরঃ আম্পায়ার

বিস্তারিত

49. ক্রিকেট খেলায় খেলোয়াড় ছাড়া দু’জন লোক থাকে যারা খেলা পরিচালনা করে। তাদের নাম কি?

  • ক. রেফারি
  • খ. আ্ম্পায়ার
  • গ. কোচ
  • ঘ. এদের কোনটিই নয়

উত্তরঃ আ্ম্পায়ার

বিস্তারিত

50. ক্রিকেটে আউট হওয়ার উপায় কয়টি?

  • ক. ৬টি
  • খ. ৮টি
  • গ. ১০টি
  • ঘ. ১২টি

উত্তরঃ ১০টি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects