খেলাধুলাপুরস্কার ও সম্মাননা

51. ক্রিকেটে এলবিডব্লু অর্থ-

  • ক. লেগ বিটুইন উইকেটস
  • খ. লেগ বিফোর উইকেট
  • গ. লেগ বাই উইকেট
  • ঘ. লেগ ব্রেক উইকেট

উত্তরঃ লেগ বিফোর উইকেট

বিস্তারিত

52. ‘বোল্ড আউট’- এর ইংরেজি বানান কি?

  • ক. Bowled out
  • খ. Bolt out
  • গ. Bold out
  • ঘ. Bound out

উত্তরঃ Bowled out

বিস্তারিত

53. ICC stands for, অথবা আইসিসি (ICC) ইংরেজিতে কি বোঝায়?

  • ক. International Cricket Council
  • খ. International Cricket Countries
  • গ. International Cricket Committee
  • ঘ. None

উত্তরঃ International Cricket Council

বিস্তারিত

54. ICC -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. দুবাই
  • খ. লন্ডন
  • গ. সিডনি
  • ঘ. এন্টিগা

উত্তরঃ দুবাই

বিস্তারিত

55. কতটি দেশ টেস্ট খেলার সদস্য?

  • ক. ৮
  • খ. ৯
  • গ. ১০
  • ঘ. ১১

উত্তরঃ ১০

বিস্তারিত

57. টেস্ট ক্রিকেট শুরু হয় কত সালে?

  • ক. ১৮৭২ সালে
  • খ. ১৮৯৩ সালে
  • গ. ১৮৮৭ সালে
  • ঘ. ১৮৭৭ সালে

উত্তরঃ ১৮৭৭ সালে

বিস্তারিত

58. টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান কার

  • ক. শচীন টেন্ডুলকার
  • খ. ব্রায়ান লারা
  • গ. সাঈদ আনোয়ার
  • ঘ. মার্ক ওয়াহ

উত্তরঃ শচীন টেন্ডুলকার

বিস্তারিত

59. টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী কে?

  • ক. হানিফ মোহাম্মদ
  • খ. ম্যাথু হেইডেন
  • গ. ব্রায়ান লারা
  • ঘ. গ্যারী সোবার্স

উত্তরঃ ব্রায়ান লারা

বিস্তারিত

61. টেস্ট ক্রিকেট ইতিহাসে এক ক্রিকেট মৌসুমে Calender year- এ সর্বাধিক রান সংগ্রহকারী ক্রিকেটার-

  • ক. মোহাম্মদ ইউসুফ
  • খ. ভিভ রিচার্ডস
  • গ. শচীন টেন্ডুলকার
  • ঘ. ব্রায়ান লারা

উত্তরঃ ভিভ রিচার্ডস

বিস্তারিত

63. টেস্ট ক্রিকেটে দক্ষিণ এশিয়ার কোন বোলার সর্বাধিক উইকেট লাভ করেছেন?

  • ক. ওয়াসিম আকরাম
  • খ. কপিল দেব
  • গ. মুত্তিয়া মুরালিধরন
  • ঘ. ইমরান খান

উত্তরঃ মুত্তিয়া মুরালিধরন

বিস্তারিত

64. টেস্ট ক্রিকেট প্রথম ৫০০ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন-

  • ক. কোর্টনি ওয়ালশ
  • খ. মুরালিধরন
  • গ. শেন ওয়ার্ন
  • ঘ. ওয়াসিম আকরাম

উত্তরঃ কোর্টনি ওয়ালশ

বিস্তারিত

65. এক দিনের ক্রিকেট শুরু হয়-

  • ক. ৫ জানুয়ারি ১৯৭১
  • খ. ৫ জানুয়ারি ১৯৭২
  • গ. ৫ জানুয়ারি ১৯৭৩
  • ঘ. ৫ জানুয়ারি ১৯৭৪

উত্তরঃ ৫ জানুয়ারি ১৯৭১

বিস্তারিত

67. বর্তমানে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে একটানা জয়ের বিশ্ব রেকর্ড কোন দলের?

  • ক. ওয়েস্ট ইন্ডিজ
  • খ. ইংল্যান্ড
  • গ. অস্ট্রেলিয়া
  • ঘ. দক্ষিণ আফ্রিকা

উত্তরঃ অস্ট্রেলিয়া

বিস্তারিত

68. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী কে?

  • ক. শচীন টেন্ডুলকার
  • খ. ডেসমন্ড হেইন্স
  • গ. সাঈদ আনোয়ার
  • ঘ. ব্রায়ান লারা

উত্তরঃ শচীন টেন্ডুলকার

বিস্তারিত

69. একদিনেনর ক্রিকেট ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী-

  • ক. শচীন টেন্ডুলকার
  • খ. সাঈদ আনোয়ার
  • গ. অ্যাডাম গিলক্রিস্ট
  • ঘ. সনাৎ জয়সুরিয়া

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

70. হার্শেল গিবস এক ওভারে ছয়টি ছক্কা মারেন কোন দলের বিপক্ষে?

  • ক. ভারতের
  • খ. শ্রীলংকার
  • গ. হল্যান্ডের
  • ঘ. কেনিয়ার

উত্তরঃ হল্যান্ডের

বিস্তারিত

71. একদিনের আন্তর্জাতিক ক্রিকেট কোন বোলার সর্বাধিক উইকেট লাভ করেন?

  • ক. কপিল দেব
  • খ. ওয়াসিম আকরাম
  • গ. ব্রেট লি
  • ঘ. উক্ত তিনজনের কেউ নন

উত্তরঃ উক্ত তিনজনের কেউ নন

বিস্তারিত

73. প্রথম বিশ্বকাপ ক্রিকেটে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হন কে?

  • ক. ক্লাইভ লয়েড
  • খ. ডিভ রিচার্ড
  • গ. অমর নাথ
  • ঘ. ডেভিড বুন

উত্তরঃ ক্লাইভ লয়েড

বিস্তারিত

74. বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা প্রথম কোন দেশে অনুষ্ঠিত হয়?

  • ক. ইংল্যান্ডে
  • খ. অস্ট্রেলিয়ায়
  • গ. ভারতে
  • ঘ. ওয়েস্ট ইন্ডিজে

উত্তরঃ ইংল্যান্ডে

বিস্তারিত

75. বিশ্বকাপ ক্রিকেটের প্রথম আয়োজন হয় কত সালে এবং কোথায়?

  • ক. ১৯৭৫ সালে ইংল্যান্ডের লর্ডস-এ
  • খ. ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে
  • গ. ১৯৮৬ সালে ফ্রান্স এর প্যারিসে
  • ঘ. ১৯৮৭ সালে নেদারল্যান্ডের কোপেন হেগেন-এ

উত্তরঃ ১৯৭৫ সালে ইংল্যান্ডের লর্ডস-এ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects