খেলাধুলাপুরস্কার ও সম্মাননা
76. ক্রিকেট বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ান কে?
- ক. ভারত
- খ. শ্রীলংকা
- গ. অস্ট্রেলিয়া
- ঘ. পাকিস্তান
উত্তরঃ ভারত
77. ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেট উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়-
- ক. ভারতে
- খ. পাকিস্তানে
- গ. শ্রীলংকায়
- ঘ. বাংলাদেশ
উত্তরঃ বাংলাদেশ
78. অস্ট্রেলীয় ক্রিকেট দল কতবার চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে?
- ক. একবার
- খ. দুইবার
- গ. তিনবার
- ঘ. চারবার
উত্তরঃ চারবার
79. টোয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি কে করেন?
- ক. আশরাফুল
- খ. সনাৎ জয়সুরিয়া
- গ. যুবরাজ সিং
- ঘ. শহীদ আফ্রিদি
উত্তরঃ যুবরাজ সিং
80. টুয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন দল কোনটি?
- ক. পাকিস্তান
- খ. ভারত
- গ. ইংল্যান্ড
- ঘ. শ্রীলংকা
উত্তরঃ শ্রীলংকা
81. টুয়োন্টি ২০ ক্রিকেট বিশ্বকাপে কে প্রথম হ্যাট্রিক করেন?
- ক. শন পোলক
- খ. মোহাম্মদ আসিফ
- গ. শ্রীশান্ত
- ঘ. ব্রেটলি
উত্তরঃ ব্রেটলি
82. টোয়েন্টি ২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা কার?
- ক. ক্রিস গেইল
- খ. যুবরাজ
- গ. ম্যাকমিলান
- ঘ. মিসবাহউল হক
উত্তরঃ ক্রিস গেইল
83. Duckworth Lewis Method কি?
- ক. পদার্থ বিজ্ঞানের একটি
- খ. রসায়ন বিজ্ঞানের একটি সূত্র
- গ. ক্রিকেট খেলায় ব্যবহৃত একটি নিয়ম
- ঘ. আবহাওয়া সংক্রান্ত একটি নিয়ম
উত্তরঃ ক্রিকেট খেলায় ব্যবহৃত একটি নিয়ম
84. কোন ক্রিকেটার ‘অক্সফোর্ড ব্লু’ ছিলেন?
- ক. কপিল দেব
- খ. জহির আব্বাস
- গ. স্টিভ ওয়াহ
- ঘ. ইমরান খান
উত্তরঃ ইমরান খান
85. কোন দেশের ক্রিকেটাররা কিউই নামে পরিচিত?
- ক. জিম্বাবুয়ে
- খ. কেনিয়া
- গ. দক্ষিণ আফ্রিকা
- ঘ. নিউজিল্যান্ড
উত্তরঃ নিউজিল্যান্ড
86. বার্মি আর্মি-
- ক. বার্মার জঙ্গী বাহিনী
- খ. ইংল্যান্ড ক্রিকেট টিমের সমর্থক গোষ্ঠী
- গ. বার্মার ফুটবল দল
- ঘ. বার্মার সশস্ত্র বাহিনী
উত্তরঃ ইংল্যান্ড ক্রিকেট টিমের সমর্থক গোষ্ঠী
87. The length of a cricket pitch is-/ ক্রিকেট পিচের দৈর্ঘ্য--
- ক. ২০ গজ(20 yeards)
- খ. ২২ গজ(22 yeards)
- গ. ২৪ গজ(24 yeards)
- ঘ. ৩০ গজ(30 yeards)
উত্তরঃ ২২ গজ(22 yeards)
- ক. Football
- খ. Cricket pitch
- গ. Basket ball
- ঘ. Hocky
উত্তরঃ Cricket pitch
89. ক্রিকেট খেলায় একটি নো-বলে নিচের কোন আউটটি হয়?
- ক. বোল্ড আউট
- খ. ক্যাচ আউট
- গ. রান আউট
- ঘ. স্ট্যাম্প আউট
উত্তরঃ রান আউট
- ক. Afridi
- খ. Azharuddin
- গ. Wasim Akram
- ঘ. Ravi Shastri
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
91. বিশ্বকাপ ক্রিকেট-২০১১ এর মাসকটের নাম কি?
- ক. আপ্পু
- খ. মিশুক
- গ. স্ট্যাম্পি
- ঘ. কুটুম
উত্তরঃ স্ট্যাম্পি
92. The next cricket world cup will be held in:/পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে?
- ক. Australia and New Zeland
- খ. West Indies
- গ. India, Sri lanka, Bangladesh
- ঘ. England and Scottland
উত্তরঃ Australia and New Zeland
94. কোন সালে ফুটবল খেলার নিয়মাবলী লিপিবদ্ধ হয়?
- ক. ১৮৪৮ সালে
- খ. ১৯৫৮ সালে
- গ. ১৮৪২ সালে
- ঘ. ১৮৫২ সালে
উত্তরঃ ১৮৪৮ সালে
95. আন্তর্জাতিক মানের ফুটবল মাঠের মাপ কত
- ক. ৮০ গজ x ৬০ গজ
- খ. ৯০ গজ x ৭০ গজ
- গ. ১০০ গজ x ৬০ গজ
- ঘ. ১১৫ গজ x ৭৫ গজ
উত্তরঃ ১১৫ গজ x ৭৫ গজ
96. ফুটবল খেলায় কয়ভাবে ফ্যাকলিং করা যেতে পারে?
- ক. দুই ভাবে
- খ. চার ভাবে
- গ. তিন ভাবে
- ঘ. পাঁচ ভাবে
উত্তরঃ তিন ভাবে
98. ফিফার কার্যালয় কোথায় অবস্থিত
- ক. সুইজারল্যান্ডে
- খ. ইংল্যান্ডে
- গ. যুক্তরাষ্ট্রে
- ঘ. ব্রাজিলে
উত্তরঃ সুইজারল্যান্ডে
99. জিনেদিন জিদান কতবার ওয়ার্ল্ড ফুটবলার অব দি ইয়ার নির্বাচিত হয়েছেন?
- ক. একবার
- খ. দুইবার
- গ. তিনবার
- ঘ. চারবার
উত্তরঃ তিনবার