খেলাধুলাপুরস্কার ও সম্মাননা

126. অলিম্পিক সবচেয়ে বেশিবার হকি বিজয়ী কোন দেশ?

  • ক. বাংলাদেশ
  • খ. ভারত
  • গ. পাকিস্তান
  • ঘ. জার্মানি

উত্তরঃ ভারত

বিস্তারিত

127. মুষ্টিযোদ্ধা মেহাম্মদ আলীর পূর্ববর্তী নাম ছিল

  • ক. জন কনেলী
  • খ. রবার্ট ব্রাউন
  • গ. টনি লকউড
  • ঘ. ক্যসিয়াস ক্লে

উত্তরঃ ক্যসিয়াস ক্লে

বিস্তারিত

128. মুষ্টিযোদ্ধা মোহম্মদ আলী বর্তমানে এই রোগে কাতর

  • ক. হৃদরোগ
  • খ. এইডস
  • গ. পারকিনসনস
  • ঘ. ম্যালেরিয়া

উত্তরঃ পারকিনসনস

বিস্তারিত

129. সুমো কি

  • ক. সোমালিয়ান মুদ্রা
  • খ. জাপানি কুস্তি
  • গ. চীনা পানীয়
  • ঘ. আফ্রিকার উপজাতি

উত্তরঃ জাপানি কুস্তি

বিস্তারিত

130. ভলিবল দলে কতজন প্লেয়ার থাকে?

  • ক. ৮ জন
  • খ. ৭ জন
  • গ. ৬ জন
  • ঘ. ৯ জন

উত্তরঃ ৬ জন

বিস্তারিত

131. মহিলা ভলিবল খেলার নেটের উচ্চতা কত?

  • ক. ২.২২ মিটার
  • খ. ২.১৬ মিটার
  • গ. ২.২৪ মিটার
  • ঘ. ২.৩০ মিটার

উত্তরঃ ২.২৪ মিটার

বিস্তারিত

132. সবচেয়ে বিখ্যাত বাস্কেটবল প্লেয়ারের নাম-

  • ক. মার্ক ম্যান্ডওয়ার
  • খ. আন্দ্রে আগাসি
  • গ. মাইকল জর্ডান
  • ঘ. এদের কেউ নয়

উত্তরঃ মাইকল জর্ডান

বিস্তারিত

133. কাবাডি খেলা সর্বপ্রথম শুরু হয়

  • ক. বাংলাদেশে
  • খ. ভারতে
  • গ. জাপানে
  • ঘ. নেপালে

উত্তরঃ ভারতে

বিস্তারিত

134. কাবাডি খেলার প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে?

  • ক. ৭ জন
  • খ. ৯ জন
  • গ. ১১ জন
  • ঘ. ১৩ জন

উত্তরঃ ৭ জন

বিস্তারিত

135. ব্যাডমিন্টন কোর্টের দৈর্ঘ প্রস্থ কত?

  • ক. 44' x 21'
  • খ. 44' x 20'
  • গ. 47' x 22.5'
  • ঘ. 44' x 22'

উত্তরঃ 44' x 20'

বিস্তারিত

136. দ্বৈত ও একক ব্যাডমিন্টন কোর্টের দৈর্ঘ্যের পার্থক্য কত?

  • ক. ৫'
  • খ. ২'
  • গ. ৪'
  • ঘ. একই দৈর্ঘের

উত্তরঃ একই দৈর্ঘের

বিস্তারিত

137. দাবা খেলার আদি নাম

  • ক. চিন্তন
  • খ. চতুরঙ্গ
  • গ. রাঢাং
  • ঘ. অষ্টরঙ্গ

উত্তরঃ চতুরঙ্গ

বিস্তারিত

138. Badminton is the national sport of-/ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা

  • ক. মালয়েশিয়া(Malaysia)
  • খ. স্কটল্যান্ড(Scotland)
  • গ. চীন(China)
  • ঘ. নেপাল(Nepal)

উত্তরঃ মালয়েশিয়া(Malaysia)

বিস্তারিত

139. দাবা খেলার উৎপত্তি হয়েছে-

  • ক. ভারত
  • খ. চীনে
  • গ. রাশিয়া
  • ঘ. সুইডেন

উত্তরঃ ভারত

বিস্তারিত

140. What is the national game of USA?

  • ক. Tennis
  • খ. Cricket
  • গ. Baseball
  • ঘ. Swimming

উত্তরঃ Baseball

বিস্তারিত

141. টেনিস টেবিল খেলার উচ্চতা কত?

  • ক. ২'-৯''
  • খ. ৩'-০''
  • গ. ২'-৬''
  • ঘ. ৩'-৬''

উত্তরঃ ২'-৬''

বিস্তারিত

142. সুইমিংপুলের লেনের চওড়া কত?

  • ক. ৩.৫ মিটার
  • খ. ২.৭৫ মিটার
  • গ. ৩ মিটার
  • ঘ. ২.৫ মিটার

উত্তরঃ ২.৫ মিটার

বিস্তারিত

143. অলিম্পিক ম্যারাথন দৌড়ে কত মাইল পথ অতিক্রম করতে হয়?

  • ক. ৩০ মাইল ২০০ গজ
  • খ. ৪০ মাইল ১০০ গজ
  • গ. ২৫ মাইল ২৩০ গজ
  • ঘ. ২৬ মাইল ৩৮৫ গজ

উত্তরঃ ২৬ মাইল ৩৮৫ গজ

বিস্তারিত

144. স্পেনের বুল ফ্লাইটে যে লড়াই করে তাকে বলে-

  • ক. ফাইটার
  • খ. ম্যাটাডোর
  • গ. গ্লাডিয়েটর
  • ঘ. সারভাইভার

উত্তরঃ ম্যাটাডোর

বিস্তারিত

145. ভুটানের জাতীয় খেলা

  • ক. ফুটবল
  • খ. ক্রিকেট
  • গ. আর্চারি
  • ঘ. টেনিস

উত্তরঃ আর্চারি

বিস্তারিত

146. উসাইন বোল্ট কোন দেশের নাগরিক?

  • ক. জ্যামাইকা
  • খ. চীন
  • গ. বেনিন
  • ঘ. নাইজেরিয়া

উত্তরঃ জ্যামাইকা

বিস্তারিত

147. মাইকেল ফেলপস একজন

  • ক. ফুটবলার
  • খ. ক্রিকেটার
  • গ. সাঁতারু
  • ঘ. লেখক

উত্তরঃ সাঁতারু

বিস্তারিত

150. The name 'Taiger Woods' relates to which sports?/'টাইগার উডস' নামটি কোন খেলার সাথে সম্পর্কিত?

  • ক. হকি(Hockey)
  • খ. রাগবি(Rugby)
  • গ. গলফ(Golf)
  • ঘ. বেসবল(Baseball)

উত্তরঃ গলফ(Golf)

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects