খেলাধুলাপুরস্কার ও সম্মাননা
151. The term 'Ashes' is related to which game?/অ্যাসেস কথাটি কোন খেলার সাথে জড়িত?
- ক. লন টেনিস(Lawn Tennis)
- খ. ক্রিকেট(Cricket)
- গ. হকি(Hockey)
- ঘ. গলফ(Golf)
উত্তরঃ ক্রিকেট(Cricket)
152. অ্যাসেস কোন দুটি দেশের প্রতিযোগিতায় জয়ী ঘোষণা করা হয়?
- ক. ভারত ও পাকিস্তান
- খ. দক্ষিণ আফ্রিকা ও ওয়েষ্ট ইন্ডিজ
- গ. ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া
- ঘ. শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড
উত্তরঃ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া
153. কোন খেলার প্রতিযোগিতায় ডেভিস কাপ দেয়া হয়?
- ক. ক্রিকেট
- খ. ফুটবল
- গ. ব্যাডমিন্টন
- ঘ. লনটেনিস
উত্তরঃ লনটেনিস
- ক. টমাস কাপ
- খ. ডেভিস কাপ
- গ. মারদেকা
- ঘ. ডুরান্ড কাপ
উত্তরঃ মারদেকা
155. যুক্তরাজ্যের এপসম বিখ্যাত কেন?
- ক. ফুটবলের জন্য
- খ. ক্রিকেটের জন্য
- গ. ঘোড়াদৌড়ের জন্য
- ঘ. লন টেনিসের জন্য
উত্তরঃ ঘোড়াদৌড়ের জন্য
156. ফর্মুলা ওয়ান কি?
- ক. কার রেসিং প্রতিযোগিতা
- খ. বৈজ্ঞানিক সূত্র
- গ. পানীয়
- ঘ. ফ্যাশান হাউস
উত্তরঃ কার রেসিং প্রতিযোগিতা
157. Grand Prix is associated with---
- ক. লন টেনিস(Lawn Tennis)
- খ. বক্সিং(Boxing)
- গ. ভলিবল(Volleyball)
- ঘ. গলফ(Golf)
উত্তরঃ লন টেনিস(Lawn Tennis)
158. 'Thomas Cup' is related to-/'থমাস কাপ' সম্পর্কিত--
- ক. Badminton
- খ. Tennis
- গ. Horserace
- ঘ. Golf
উত্তরঃ Badminton
159. Name of the Golf Championship Trophy/গলফ চ্যাম্পিয়ন ট্রফির নাম--
- ক. Zarja Cup
- খ. Raider Cup
- গ. Thomas Cup
- ঘ. Davis Cup
উত্তরঃ Raider Cup
162. বোনাস পয়েন্ট কোন খেলায় দেয়া হয়?
- ক. কাবাডি
- খ. জিমন্যাস্টিক
- গ. হ্যান্ডবল
- ঘ. বাস্কেটবল
উত্তরঃ কাবাডি
165. Free Style, Brest Strokes, Crawl-/-এ শব্দগুলো নিচের কোন খেলার সাথে জড়িত?
- ক. হকি
- খ. সুইমিং
- গ. গলফ
- ঘ. ব্যাডমিন্টন
উত্তরঃ সুইমিং
- ক. Hockey
- খ. Soccer
- গ. Snooker
- ঘ. Handball
উত্তরঃ Hockey
167. বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম কোথায়
- ক. ওয়ার্কস, বেইজিং
- খ. ইডেন গার্ডেন, কোলকাতা
- গ. আজটেক, মেক্সিকো
- ঘ. মারাকানা, ব্রাজিল
উত্তরঃ মারাকানা, ব্রাজিল
169. গাদ্দাফী স্টেডিয়াম কোন দেশে অবস্থিত
- ক. লিবিয়া
- খ. পাকিস্তান
- গ. সংযুক্ত আরব আমিরাত
- ঘ. ভারত
উত্তরঃ পাকিস্তান
170. পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট টেস্ট ভেন্যু কোনটি?
- ক. মেলবোর্ন
- খ. শারজাহ্
- গ. ইডেন গার্ডেন
- ঘ. সিংহলজিস
উত্তরঃ মেলবোর্ন
172. Eden Gardens is a---
- ক. Park
- খ. Resort
- গ. Cricket Stadium
- ঘ. None of the avobe
উত্তরঃ Cricket Stadium
174. আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক--
- ক. বেডেন পাওয়েল
- খ. ব্যারন পিয়ারে দ্য কুবার্তা
- গ. প্যারেজ দ্য কুয়েলার
- ঘ. জুয়ান এন্টনিও সামারঞ্চ
উত্তরঃ ব্যারন পিয়ারে দ্য কুবার্তা
175. অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী-
- ক. ব্যাডেন পাওয়েল
- খ. ব্যারন পিয়েরে দ্য কুবার্তো
- গ. লেডি ব্যাডেন পাওয়েল
- ঘ. ডেভিড হুক
উত্তরঃ ব্যারন পিয়েরে দ্য কুবার্তো