খেলাধুলাপুরস্কার ও সম্মাননা

176. অলিম্পিক মিউজিয়াম কোথায় অবস্থিত?

  • ক. ব্রাজিল
  • খ. ফিনল্যান্ড
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. সুইজারল্যান্ড

উত্তরঃ সুইজারল্যান্ড

বিস্তারিত

177. অলিম্পিক পতাকার কয়টি রঙ থাকে?

  • ক. ৫টি
  • খ. ২টি
  • গ. ৪টি
  • ঘ. ৭টি

উত্তরঃ ৫টি

বিস্তারিত

178. আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়--

  • ক. প্রতি ২ বছর অন্তর
  • খ. প্রতি ৩ বছর অন্তর
  • গ. প্রতি ৪ বছর অন্তর
  • ঘ. প্রতি ৬ বছর অন্তর

উত্তরঃ প্রতি ৪ বছর অন্তর

বিস্তারিত

179. ১৯০০ সালে যে অলিম্পিকে মেয়েরা সর্বপ্রথম অংশগ্রহণ করেন, কোথায় সে অলিম্পিক অনুষ্ঠিত হয়?

  • ক. প্যারিসে
  • খ. লন্ডনে
  • গ. রোমে
  • ঘ. গ্রীসের এলিশ শহরে

উত্তরঃ প্যারিসে

বিস্তারিত

180. অলিম্পিকে পুরুষদের সাঁতার প্রতিযোগিতা শুরু হয়-

  • ক. ১৮৩৭ সালে
  • খ. ১৮৯৬ সালে
  • গ. ১৯৩৬ সালে
  • ঘ. ১৯২০ সালে

উত্তরঃ ১৮৯৬ সালে

বিস্তারিত

181. কোন অলিম্পিকে প্রথম ফুটবল খেলা অন্তর্ভূক্ত হয়?

  • ক. সেন্ট লুইস
  • খ. মেলবোর্ন
  • গ. প্যারিস
  • ঘ. সিউল

উত্তরঃ প্যারিস

বিস্তারিত

182. ব্যাস্কেটবল লো কোন সালে প্রথম অলিম্পিকে প্রদর্শিত হয়-

  • ক. ১৯০৪ সালে
  • খ. ১৯০০ সালে
  • গ. ১৯৩৬ সালে
  • ঘ. ১৯২০ সালে

উত্তরঃ ১৯৩৬ সালে

বিস্তারিত

183. বেইজিং অলিম্পিকে সবচেয়ে বেশি সোনা জয়ীর নাম-

  • ক. উসাইন বোল্ট
  • খ. স্টেফানি রাইস
  • গ. উইং মিং
  • ঘ. মাইকেল ফেলপস

উত্তরঃ মাইকেল ফেলপস

বিস্তারিত

184. বেইজিং অলিম্পিকের দ্রুততম মানব কে?

  • ক. উসাইন বোল্ট
  • খ. আসাফা পাওয়েল
  • গ. টাইসন গে
  • ঘ. কার্ল লুইস

উত্তরঃ উসাইন বোল্ট

বিস্তারিত

185. ‘প্যারা অলিম্পিক’ কাদের জন্য আয়োজন করা হয়?

  • ক. পুরুষদের জন্য
  • খ. মহিলাদের জন্য
  • গ. শিশুদের জন্য
  • ঘ. প্রতিবন্ধীদের জন্য

উত্তরঃ প্রতিবন্ধীদের জন্য

বিস্তারিত

186. অলিম্পিক গেমসের প্রতিকে কতটি বৃত্ত আছে?

  • ক. ৫টি
  • খ. ৪টি
  • গ. ৩টি
  • ঘ. ৬টি

উত্তরঃ ৫টি

বিস্তারিত

188. কত সালে ওয়াটার পলো অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়?

  • ক. ১৮৯৬ সালে
  • খ. ১৯০০ সালে
  • গ. ১৯০৮ সালে
  • ঘ. ১৯১২ সালে

উত্তরঃ ১৯১২ সালে

বিস্তারিত

189. The name of the host city of Olympic 2016 is-/২০১৬ সালে অলিম্পিক গেমস্ অনুষ্ঠিত হবে---

  • ক. বেইজিং(Beijing)
  • খ. সিকাগো(Chicago)
  • গ. লন্ডন(London)
  • ঘ. রিও ডি জেনিরো(Rio De Janeiro)

উত্তরঃ রিও ডি জেনিরো(Rio De Janeiro)

বিস্তারিত

191. কমনওয়েল গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয়?

  • ক. ৪ বছর
  • খ. ৫ বছর
  • গ. ৬ বছর
  • ঘ. ৭ বছর

উত্তরঃ ৪ বছর

বিস্তারিত

192. প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল-

  • ক. ম্যানিলায়
  • খ. নয়াদিল্লিতে
  • গ. সিউলে
  • ঘ. কুয়ালালামপুরে

উত্তরঃ নয়াদিল্লিতে

বিস্তারিত

193. প্রতি কয় বছর পরপর এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়?

  • ক. ৩ বছর
  • খ. ৪ বছর
  • গ. ৫ বছর
  • ঘ. ৬ বছর

উত্তরঃ ৪ বছর

বিস্তারিত

194. প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. ঢাকা
  • খ. নয়াদিল্লি
  • গ. কলম্বো
  • ঘ. কাঠমান্ডু

উত্তরঃ কাঠমান্ডু

বিস্তারিত

195. প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়-

  • ক. ১৯৮৩ সালে
  • খ. ১৯৮৪ সালে
  • গ. ১৯৮৫ সালে
  • ঘ. ১৯৮৬ সালে

উত্তরঃ ১৯৮৪ সালে

বিস্তারিত

196. ঢাকায় কবে প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়-

  • ক. ১৯৮৪
  • খ. ১৯৮৫
  • গ. ১৯৮৮
  • ঘ. ১৯৯০

উত্তরঃ ১৯৮৫

বিস্তারিত

198. ম্যাগসেসে পুরস্কারটি কোন দেশ থেকে দেয়া হয়?

  • ক. বাংলাদেশ
  • খ. ভারত
  • গ. ফিলিপাইন
  • ঘ. ইন্দোনেশিয়া

উত্তরঃ ফিলিপাইন

বিস্তারিত

199. 'ম্যাগসেসে' পুরস্কার কোন বিষয়ের সাথে সম্পৃক্ত?

  • ক. সাহিত্য
  • খ. বিজ্ঞান
  • গ. মানবকল্যাণ
  • ঘ. অর্থনীতি

উত্তরঃ সাহিত্য

বিস্তারিত

200. Ramon Magsaysay award is named after the former prisident of----

  • ক. Philippines
  • খ. Thailand
  • গ. Indonesia
  • ঘ. India

উত্তরঃ Philippines

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects