খেলাধুলাপুরস্কার ও সম্মাননা

201. বুকার পুরস্কার হলো--

  • ক. শান্তি পুরস্কার
  • খ. সাহিত্য পুরস্কার
  • গ. গণতন্ত্র ও মানবাধিকারের জন্য অসামান্য অবদানের জন্য পুরস্কার
  • ঘ. জনসংখ্যা বিষয়ক পুরস্কার

উত্তরঃ সাহিত্য পুরস্কার

বিস্তারিত

202. 'বুকার' কোন দেশের শ্রেষ্ঠ সাহিত্য পুরস্কার---

  • ক. বৃটেন
  • খ. ফ্রান্স
  • গ. মার্কিন যুক্তরাষ্ট্র
  • ঘ. জাপান

উত্তরঃ বৃটেন

বিস্তারিত

204. পুলিৎজার পুরস্কার কিসের জন্য দেওয়া হয়?

  • ক. চলচ্চিত্র
  • খ. সাহিত্য
  • গ. সাংবাদিকতা
  • ঘ. খেলাধুলা

উত্তরঃ সাংবাদিকতা

বিস্তারিত

205. 'অস্কার' পুরস্কারের অপর নাম-

  • ক. গ্র্যামি
  • খ. এমি
  • গ. একাডেমী
  • ঘ. টনি

উত্তরঃ একাডেমী

বিস্তারিত

206. বাংলাদেশী কোন সফটওয়্যার প্রকৌশলী যৌথভাবে ২০০৭ সালে 'অস্কার বৈজ্ঞানিক ও প্রকৌশল পুরস্কার' লাভ করেছেন---

  • ক. নোরা আলী
  • খ. আবেদ আলী
  • গ. নাফিস বিন সাত্তার
  • ঘ. আনোয়ার হোসেন

উত্তরঃ নাফিস বিন সাত্তার

বিস্তারিত

207. বিশ্বশান্তিতে নারীর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে প্রবর্তিত পুরস্কারের নাম--

  • ক. উইমেন পিস প্রাইজ
  • খ. মিলেনিয়াম পিস প্রাইজ
  • গ. উইমেন ফর পিস
  • ঘ. উইনিফেম পিস প্রাইজ

উত্তরঃ মিলেনিয়াম পিস প্রাইজ

বিস্তারিত

208. প্রথম সার্ক পুরস্কার লাভ করে কে?

  • ক. ইন্দিরা গান্ধী
  • খ. শ্রীমাভো বন্দরনায়েকে
  • গ. জিগমে সিঙ্গে ওয়াংচুক
  • ঘ. শহীদ জিয়াউর রহমান

উত্তরঃ শহীদ জিয়াউর রহমান

বিস্তারিত

209. কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আগা খান পুরস্কার দেয়া হয়?

  • ক. বিশ্ব শান্তি
  • খ. স্থাপত্য শিল্প
  • গ. চিকিৎসা শাস্ত্র
  • ঘ. দারিদ্র দূরীকরণ

উত্তরঃ স্থাপত্য শিল্প

বিস্তারিত

210. কোন সংস্থা মানবাধিকার এবং গণতন্ত্রের সংগ্রামে অবদানের জন্য Sakharow Prize for Freedom of Thought পুরস্কার দিয়ে থাকে?

  • ক. ইউরোপীয় পার্লামেন্ট
  • খ. জাতিসংঘ মানবাধিকার কমিশন
  • গ. মার্কিন যুক্তরাষ্ট্র সরকার
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ইউরোপীয় পার্লামেন্ট

বিস্তারিত

211. 'মিস আর্থ' প্রতিযোগিতার উদ্দেশ্য কি?

  • ক. নারী সচেতনতা বৃদ্ধি
  • খ. সামাজিক সচেতনতা বৃদ্ধি
  • গ. স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি
  • ঘ. পরিবেশ সচেতনতা বৃদ্ধি

উত্তরঃ পরিবেশ সচেতনতা বৃদ্ধি

বিস্তারিত

212. খেলাধুলা সংক্রান্ত সুজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম--

  • ক. কোর্ট অব ডিসিপ্লিন
  • খ. কোর্ট অব আরবিট্রেশন
  • গ. কোর্ট অব গেমস অ্যাফেয়ার্স
  • ঘ. কোর্ট অব প্লে

উত্তরঃ কোর্ট অব আরবিট্রেশন

বিস্তারিত

213. এশিয়া কাপ ক্রিকেট, ২০১২ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?

  • ক. বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
  • খ. শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
  • গ. বাংলাদেশ আর্মি স্টেডিয়াম
  • ঘ. রাজশাহী স্টেডিয়াম

উত্তরঃ শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম

বিস্তারিত

214. ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. লন্ডন
  • খ. বার্লিন
  • গ. ব্রাজিল
  • ঘ. আর্জেন্টিনা

উত্তরঃ ব্রাজিল

বিস্তারিত

215. নোবেল পুরস্কার বিজয়ী 'তাওয়াচ্চুল কামরান' কোন দেশের নাগরিক?

  • ক. ইরান
  • খ. ইন্দোনেশিয়া
  • গ. তুরস্ক
  • ঘ. ইয়েমেন

উত্তরঃ ইয়েমেন

বিস্তারিত

216. ২০০৪ সালে শান্তির জন্য নোবেল পুরুস্কার লাভ করেন কোন দেশের নাগরিক?

  • ক. ব্রাজিল
  • খ. ইরান
  • গ. সুইডেন
  • ঘ. কেনিয়া

উত্তরঃ কেনিয়া

বিস্তারিত

217. শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরষ্কার পান?

  • ক. আলভা মায়ারডাল
  • খ. অং সান সুকি
  • গ. শিরিন এবাদী
  • ঘ. মাদার তেরেসা

উত্তরঃ মাদার তেরেসা

বিস্তারিত

218. ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান সেঞ্চুরী করেছেন-

  • ক. ভারতের শচীন টেন্ডুলকার
  • খ. অস্ট্রেলিয়ার ডন ব্রাডম্যান
  • গ. ইংল্যান্ডের লেন হার্টন
  • ঘ. বাংলাদেশের মোঃ আশরাফুল

উত্তরঃ বাংলাদেশের মোঃ আশরাফুল

বিস্তারিত

219. ২০০২ সনে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন--

  • ক. ইয়াসির আরাফাত
  • খ. জিমি কার্টার
  • গ. কফি আনান
  • ঘ. মাদার তেরেসা

উত্তরঃ জিমি কার্টার

বিস্তারিত

220. অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষনা করে নোবেল পুরস্কার পান?

  • ক. দুর্ভিক্ষ ও দারিদ্র্য
  • খ. উন্নয়ন গতিধারা
  • গ. মাইক্রো ক্রেডিট
  • ঘ. বৈদেশিক সাহায্য

উত্তরঃ দুর্ভিক্ষ ও দারিদ্র্য

বিস্তারিত

221. ২০০০ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে?

  • ক. প্রেসিডেন্ট কিম দায়ে জং
  • খ. হোমস যে হেকম্যান
  • গ. গাও সিংজিয়ান
  • ঘ. এরিক ক্যান্ডেল

উত্তরঃ প্রেসিডেন্ট কিম দায়ে জং

বিস্তারিত

222. শতাব্দীর সর্বশেষ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. রোম
  • খ. সিডনি
  • গ. মস্কো
  • ঘ. টরেন্টো

উত্তরঃ সিডনি

বিস্তারিত

223. বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?

  • ক. লস এঞ্জেলস
  • খ. আটলান্টা
  • গ. মস্কো
  • ঘ. মেক্সিকো সিটি

উত্তরঃ লস এঞ্জেলস

বিস্তারিত

224. ১৯৯৯ সালে নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন?

  • ক. আর কে নারায়ণ
  • খ. অরুন্ধতী রায়
  • গ. হারমান হেস
  • ঘ. গুন্টার গ্রাস

উত্তরঃ গুন্টার গ্রাস

বিস্তারিত

225. সাহিত্যে ১৯৯৮- এর নোবেল পুরস্কার কে পেয়েছেন?

  • ক. অরুন্ধতী রায়
  • খ. সালমান রুশদি
  • গ. ভি এস নাইপাল
  • ঘ. হোসে সারামাগো

উত্তরঃ হোসে সারামাগো

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects