তড়িৎ শক্তি
2. একটি ৪০ ওয়াটের বাতি ১০ মিনিট ধরে জ্বললে বাতিটির ব্যয়িত শক্তি জুল কত হবে?
- ক. ২১x১০২ জু
- খ. ২৪x১০৩ জু
- গ. ৪০x১০৩ জু
- ঘ. ৬০x১০৩ জু
উত্তরঃ ২৪x১০৩ জু
3. বিমান চালনা করা ঝুঁকিপূর্ণ-
- ক. শুষ্ক বায়ুর মধ্য দিয়ে
- খ. আর্দ্র বায়ু বা মেঘযুক্ত বায়ুর মধ্য দিয়ে
- গ. ঠাণ্ডা বায়ুর মধ্য দিয়ে
- ঘ. লু হাওয়ার মধ্য দিয়ে
উত্তরঃ আর্দ্র বায়ু বা মেঘযুক্ত বায়ুর মধ্য দিয়ে
- ক. দুই খণ্ড মেঘ পর পর এলে
- খ. মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
- গ. মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
- ঘ. মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
উত্তরঃ মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
5. বজ্রপাতের সময় আপনিন নিজের গাড়ী করে যাচ্ছেন। নিজকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?
- ক. গাড়ীর মধ্যেই বসে থাকবেন
- খ. কোন গাছের তলায় আশ্রয় নিবেন
- গ. বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
- ঘ. বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবেন
উত্তরঃ বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
- ক. খোলা মাঠে দাঁড়িয়ে
- খ. উঁচু দেয়ালের কাছে
- গ. উঁচু গাছের নিচে
- ঘ. গুহার ভিতর বা মাটিতে শুয়ে
উত্তরঃ গুহার ভিতর বা মাটিতে শুয়ে
7. তড়িৎ কারেন্ট হল কোন তড়িৎ পরিবাহকের মধ্য দিয়ে/সাধারণত বিদ্যুৎ প্রবাহ বলতে বুঝায়-
- ক. প্রোটনের প্রবাহ
- খ. ইলেকট্রনের প্রবাহ
- গ. নিউট্রনের প্রবাহ
- ঘ. পজিট্রনের প্রবাহ
উত্তরঃ ইলেকট্রনের প্রবাহ
- ক. তামা
- খ. প্লাস্টিক
- গ. রূপা
- ঘ. লোহা
উত্তরঃ প্লাস্টিক
10. নিচের উল্লিখিত বস্তুর মধ্য কোনটি বিদ্যুৎ পরিবাহক নয়?
- ক. লোহা
- খ. রাবার
- গ. রূপা
- ঘ. তামা
উত্তরঃ রাবার
11. বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হল---
- ক. ৫০ হার্জ
- খ. ২২০ হার্জ
- গ. ২০০ হার্জ
- ঘ. ১০০ হার্জ
উত্তরঃ ৫০ হার্জ
12. নিচের কোনটি সেমি কনডাক্টর বা অর্ধপরিবাহী-
- ক. রাবার
- খ. জার্মেনিয়াম
- গ. গন্ধক
- ঘ. কাঁচ
উত্তরঃ জার্মেনিয়াম
13. যে দুটি সেমিকনডাক্টর প্রায়ই ব্যবহৃত হয় তাদের নাম-
- ক. কার্বন, ক্যাডমিয়াম সালফাইড
- খ. জার্মেনিয়াম, সিলিকন
- গ. গ্যালিয়াম, সালফাইড
- ঘ. গ্যালিয়াম, আর্সেনাইড
উত্তরঃ জার্মেনিয়াম, সিলিকন
14. Voltage' এর সঠিক সংজ্ঞা হলো-
- ক. বৈদ্যুতিক প্রবাহের পরিমাণ
- খ. বৈদ্যুতিক চাপের পরিমাণ
- গ. বৈদ্যুতিক ফ্রিকুয়েন্সির পরিমাণ
- ঘ. একদিনের বিদ্যুৎ খরচের পরিমাণ
উত্তরঃ বৈদ্যুতিক চাপের পরিমাণ
15. এসি কারেন্টের বৈশিষ্ট্য হল
- ক. শুধু একদিকে চলে
- খ. ব্যাটারী থেকে উৎপন্ন হয়
- গ. সময়ের সাথে দিকের পরিবর্তন হয়
- ঘ. সময়ের সাথে দিকের পরিবর্তন হয় না
উত্তরঃ সময়ের সাথে দিকের পরিবর্তন হয়
16. বাংলাদেশের বাসা বাড়ীতে সরবরাহকৃত বিুদ্যতের ফ্রিকুয়েন্সি হল-
- ক. ৬০ হার্জ
- খ. ২২০ হার্জ
- গ. ৫০ হার্জ
- ঘ. ১১০ হার্জ
উত্তরঃ ৫০ হার্জ
17. বাংলাদেশের তড়িৎ-এর কম্পাংক (Frequency) প্রতি সেকেণ্ড ৫০ সাইকেল-এর তাৎপর্য কি?
- ক. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার বন্ধ হয়
- খ. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
- গ. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার উঠানামা করা
- ঘ. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ একক দৈর্ঘ্য অতিক্রম করে
উত্তরঃ প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
18. বাংলাদেশের বাসা-বাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ হল-
- ক. ১১০ ভোল্ট এ.সি
- খ. ১১০ ভোল্ট ডি.সি
- গ. ২২০ ভোল্ট এ.সি
- ঘ. ২২০ ভোল্ট ডি.সি
উত্তরঃ ২২০ ভোল্ট এ.সি
21. ওহমের সূত্র প্রযোজ্য হওয়ার জন্য
- ক. উষ্ণতা অপরিবর্তিত থাকা উচিত
- খ. উষ্ণতা কমানো উচিত
- গ. উষ্ণতা বৃদ্ধি করা উচিত
- ঘ. কোনটিই সত্য নয়
উত্তরঃ উষ্ণতা অপরিবর্তিত থাকা উচিত
23. একটি ধাতব পদার্থের উষ্ণতা বৃদ্ধির সাথে এর
- ক. বৈদ্যুতিক রোধ বেড়ে যায়
- খ. বৈদ্যুতিক রোধ কমে যায়
- গ. বৈদ্যুতিক রোধ অপরিবর্তিত থাকে
- ঘ. কোনটিই সত্য নয়
উত্তরঃ বৈদ্যুতিক রোধ বেড়ে যায়
24. তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ-
- ক. অল্প বৃদ্ধি পায়
- খ. হ্রাস পায়
- গ. বেশি বৃদ্ধি পায়
- ঘ. অপরিবর্তিত থাকে
উত্তরঃ হ্রাস পায়
25. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
- ক. কম হয়
- খ. বেশি হয়
- গ. একই হয়
- ঘ. খুব কম হয়
উত্তরঃ একই হয়