ইলেকট্রনিক্স

1. পারস্পারিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?

  • ক. ডায়োড
  • খ. ট্রানজিস্টার
  • গ. ট্রান্সফর্মার
  • ঘ. অ্যামলিফায়ার

উত্তরঃ ট্রান্সফর্মার

বিস্তারিত

2. Diode' দুটি প্রান্ত হলো-

  • ক. Gate and Drain
  • খ. Pentrode and Triode
  • গ. Drain and Source
  • ঘ. Anode and Cathode

উত্তরঃ Anode and Cathode

বিস্তারিত

3. একটি ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-

  • ক. রেজিস্টেন্স হিসাবে
  • খ. ক্যাপাসিটর হিসাবে
  • গ. ট্রান্সফর্মার হিসাবে
  • ঘ. রেক্টিফায়ার হিসাবে

উত্তরঃ রেক্টিফায়ার হিসাবে

বিস্তারিত

5. অ্যসিলেটার (Oscillator)-- রূপান্তরিত করে-

  • ক. পরিবর্তিত বিদ্যুৎ প্রবাহকে সরল একদিকের বিদ্যুৎ প্রবাহে
  • খ. সরল একদিকের বিদ্যুৎ প্রবাহকে পরিবর্তিত বিদ্যুৎ প্রবাহে
  • গ. বিদ্যুৎ প্রবাহকে যান্ত্রিক শক্তিতে
  • ঘ. যান্ত্রিক শক্তিতে বিদ্যুৎ প্রবাহে

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

6. ইলেকট্রনিক্সের শুরু হয়-

  • ক. রোবট আবিষ্কারের মাধ্যমে
  • খ. ট্রানজিস্টার আবিষ্কারের সময় থেকে
  • গ. I.C আবিষ্কারের সময় থেকে
  • ঘ. কম্পিউটার আবিষ্কারের মাধ্যমে

উত্তরঃ ট্রানজিস্টার আবিষ্কারের সময় থেকে

বিস্তারিত

7. ট্রানজিস্টর উদ্ভাবিত হয়

  • ক. ১৯৪৮ সালে
  • খ. ১৯৫০ সালে
  • গ. ১৯৫২ সালে
  • ঘ. ১৯৫৪ সালে

উত্তরঃ ১৯৪৮ সালে

বিস্তারিত

8. Transistor তৈরি করতে প্রয়োজন হয়

  • ক. Conductor
  • খ. Semiconductor
  • গ. Insulator
  • ঘ. Wood

উত্তরঃ Semiconductor

বিস্তারিত

9. ট্রানজিস্টারে ব্যবহৃত সেমিকন্ডাক্টরের নাম কি?

  • ক. সিলিকন
  • খ. কার্বন
  • গ. সিলেনিয়াম
  • ঘ. জার্মেনিযাম

উত্তরঃ সিলিকন

বিস্তারিত

10. ট্রানজিস্টরে সেমি-কনডাক্টর হিসাবে ব্যবহৃত হয়-

  • ক. আর্সেনিক
  • খ. জার্মেনিয়াম
  • গ. টাংস্টেন
  • ঘ. ম্যাঙ্গানিজ

উত্তরঃ জার্মেনিয়াম

বিস্তারিত

11. ট্রানজিস্টর ও মাইক্রোসার্কিট প্রস্তুতিতে নিচের কোনটি ব্যবহৃত হয়

  • ক. কার্বন
  • খ. গ্রাফাইট
  • গ. সিলিকন
  • ঘ. দস্তা

উত্তরঃ সিলিকন

বিস্তারিত

12. সিলিকনের ব্যবহার কোন শিল্পে বেশি হয়?

  • ক. ওষধ
  • খ. ইলেকট্রনিক
  • গ. রঙ
  • ঘ. কাগজ

উত্তরঃ ইলেকট্রনিক

বিস্তারিত

13. সাধারণত ট্রানজিস্টরের কাজ-

  • ক. একমুখীকরণ
  • খ. ফিল্টারিং
  • গ. বিবর্ধক হিসাবে
  • ঘ. স্পন্দক হিসাবে

উত্তরঃ বিবর্ধক হিসাবে

বিস্তারিত

14. ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স বর্তনী হলো অতি-

  • ক. সাধারণ বর্তনী
  • খ. সহজ বর্তনী
  • গ. ছোট এক টুকরা সিলিকনের টুকরার উপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী
  • ঘ. সস্তা দামের বর্তনী

উত্তরঃ ছোট এক টুকরা সিলিকনের টুকরার উপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী

বিস্তারিত

15. IC উদ্ভাবন করেন-

  • ক. জে এস কেলবি
  • খ. রবার্ট হুক
  • গ. আবাকাস
  • ঘ. জন ওয়াটসন

উত্তরঃ জে এস কেলবি

বিস্তারিত

16. আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে-

  • ক. পাঞ্চ কার্ড
  • খ. ইন্টিগ্রেটেড সার্কিট
  • গ. বায়ুশূন্য টিউব
  • ঘ. ট্রানজিস্টার

উত্তরঃ ইন্টিগ্রেটেড সার্কিট

বিস্তারিত

17. VLSI কথাটি হলো-

  • ক. Very Large System Integration
  • খ. Very Large Scale Integration
  • গ. Very Long System Integration
  • ঘ. Very Long System Input

উত্তরঃ Very Large Scale Integration

বিস্তারিত

18. কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়?

  • ক. ১৯৭২ সালে
  • খ. ১৯৭১ সালে
  • গ. ১৯৭৩ সালে
  • ঘ. ১৯৭৪ সালে

উত্তরঃ ১৯৭১ সালে

বিস্তারিত

19. Intel Pentium is a

  • ক. Hard disc
  • খ. RAM
  • গ. CD ROM
  • ঘ. Processor

উত্তরঃ Processor

বিস্তারিত

21. LASER মানে হলো-

  • ক. Light Analysis by Single Enargy Radiation
  • খ. Light Amplification for Stimulated Emission of Radiation
  • গ. Light Amplification by Stimulated Emission of Radiation
  • ঘ. Light Analysis by Stimulated Emission of Radiation

উত্তরঃ Light Amplification by Stimulated Emission of Radiation

বিস্তারিত

22. ডিজিট্যাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য

  • ক. ডিজিট্যাল সিগন্যালে বার্তা প্রেরণ
  • খ. বোতাম টিপিয়া ডায়াল করা
  • গ. অপটিক্যাল ফাইবারের ব্যবহার
  • ঘ. নতুন ধরণের মাইক্রোফোন

উত্তরঃ ডিজিট্যাল সিগন্যালে বার্তা প্রেরণ

বিস্তারিত

23. এনালগ কমিউনিকেশনের চেয়ে ডিজিট্যাল কমিউনিকেশনের বড় সুবিধা হল--

  • ক. ডিজিটালে ব্যান্ড উইডথ কম লাগে
  • খ. ডিজিটালে ব্যান্ড উইডথ বেশি লাগে
  • গ. ডিজিটালে অতি দ্রুত সিগনাল পৌছে যায
  • ঘ. ডিজিটালে অনেক দূর পর্যন্ত সিগনাল ঠিকমত পৌছানো যায়

উত্তরঃ ডিজিটালে অনেক দূর পর্যন্ত সিগনাল ঠিকমত পৌছানো যায়

বিস্তারিত

24. মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রেওয়েভ অধিকাংশ দুরত্ব অতিক্রম করে-

  • ক. ওয়েভ গাইডের মধ্য দিয়ে
  • খ. ভূমিও ও আয়োনোস্ফিয়ারের মধ্যে প্রতিফলন হতে হবে
  • গ. বিশেষ ধরনের ক্যাবলের মধ্যে দিয়ে
  • ঘ. খোলামেলা জায়গার মধ্য দিয়ে সরল রেখায়

উত্তরঃ ওয়েভ গাইডের মধ্য দিয়ে

বিস্তারিত

25. টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়-

  • ক. শব্দ শক্তি
  • খ. আলোক শক্তি
  • গ. তড়িৎ শক্তি
  • ঘ. চৌম্বক শক্তি

উত্তরঃ তড়িৎ শক্তি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects