বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস

101. কোন আইনের অধীনে ১৪ আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে?

  • ক. ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট
  • খ. ত্রাইসরয় অ্যাক্ট
  • গ. ক্রীপস অ্যাক্ট
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট

বিস্তারিত

102. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল পদ গ্রহণ করেন?

  • ক. মোহাম্মদ আলী জিন্নাহ
  • খ. একে ফজলুল হক
  • গ. সোহরাওয়ার্দী
  • ঘ. খাজা নাজিমুদ্দীন

উত্তরঃ মোহাম্মদ আলী জিন্নাহ

বিস্তারিত

103. ১৯৪৭ সালের কত তারিখে 'র্যাডক্লিফ রোয়েদাদ' মোতাবেক ভারতবর্ষ বিভক্ত হয়?

  • ক. ১৭ আগস্ট
  • খ. ১৬ আগস্ট
  • গ. ১৫ আগস্ট
  • ঘ. ১৪ আগস্ট

উত্তরঃ ১৭ আগস্ট

বিস্তারিত

104. কত তারিখে আইয়ুব খান ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা ছেড়ে দেন?

  • ক. ২৮ জুলাই, ১৯৬২
  • খ. ২৫ মার্চ, ১৯৬৯
  • গ. ২৫ মার্চ, ১৯৭০
  • ঘ. ২৫ মার্চ, ১৯৭১

উত্তরঃ ২৫ মার্চ, ১৯৬৯

বিস্তারিত

105. পূর্ব পাকিস্তান কত বছর পাকিস্তানের অধীনে ছিল?

  • ক. ২১ বছর
  • খ. ২৩ বছর
  • গ. ২৫ বছর
  • ঘ. ২৪ বছর

উত্তরঃ ২৪ বছর

বিস্তারিত

106. পাকিস্তানের জাতীয় দিবস কত তারিখ?

  • ক. ১৫ আগস্ট
  • খ. ২৭ মার্চ
  • গ. ১৪ আগস্ট
  • ঘ. ২৩ মার্চ

উত্তরঃ ২৩ মার্চ

বিস্তারিত

107. মোহাম্মদ আলী জিন্নাহ প্রবর্তিত 'দ্বি-জাতিতত্ত্ব' কত সালে ঘোষণা করা হয়?

  • ক. ১৯৪০ সালে
  • খ. ১৯৪৩ সালে
  • গ. ১৯৩৯ সালে
  • ঘ. ১৯৪৮ সালে

উত্তরঃ ১৯৩৯ সালে

বিস্তারিত

110. প্রথম পাক-ভারত যুদ্ধ কতদিন স্থায়ী ছিল?

  • ক. ২১ দিন
  • খ. ১৭ দিন
  • গ. ১০ দিন
  • ঘ. ৬ দিন

উত্তরঃ ৬ দিন

বিস্তারিত

111. একুশের প্রথম গান কে রচনা করে?

  • ক. মোহাম্মদ সুলতান
  • খ. আলতাফ মাহমুদ
  • গ. মশাররফ হোসেন
  • ঘ. হাসান হাফিজুর রহমান

উত্তরঃ মশাররফ হোসেন

বিস্তারিত

113. কোথায় শেখ মুজিবুর রহমান ছয়দফা কর্মসূচি ঘোষণা করেন?

  • ক. সিন্ধুতে
  • খ. পাঞ্জাবে
  • গ. লাহোরে
  • ঘ. বেলুচিস্তানে

উত্তরঃ লাহোরে

বিস্তারিত

114. এ কে ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন কবে?

  • ক. ১৯৫৭ সালে
  • খ. ১৯৫৬ সালে
  • গ. ১৯৫৫ সালে
  • ঘ. ১৯৫৪ সালে

উত্তরঃ ১৯৫৬ সালে

বিস্তারিত

115. ১৯৬৯ সালে বাংলার গভর্নর কে ছিলেন?

  • ক. গোলাম আযম
  • খ. মোনায়েম খান
  • গ. খাজা নাজিম উদ্দিন
  • ঘ. টিক্কা খান

উত্তরঃ মোনায়েম খান

বিস্তারিত

117. ঢাকায় মুজিব-ইয়াহিয়া খানের মধ্যে বৈঠক শুরু হয়--

  • ক. ৭ মার্চ, ১৯৭০
  • খ. ১৬ মার্চ, ১৯৬৯
  • গ. ১৬ মার্চ, ১৯৭১
  • ঘ. ১৪ মার্চ, ১৯৭০

উত্তরঃ ১৬ মার্চ, ১৯৭১

বিস্তারিত

118. 'আগরতলা ষড়যন্ত্র' মামলার প্রধান আসামি ছিলেন কে?

  • ক. আতাউর রহমান খান
  • খ. এ কে ফজলুল হক
  • গ. শেখ মুজিবুর রহমান
  • ঘ. তাজউদ্দিন আহমেদ

উত্তরঃ শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

119. কোন তারিখে পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করা হয়?

  • ক. ৭ ডিসেম্বর, ১৯৫৮
  • খ. ৭ অক্টোবর, ১৯৫৮
  • গ. ৭ মে, ১৯৫৭
  • ঘ. ৫ মার্চ, ১৯৫৪

উত্তরঃ ৭ অক্টোবর, ১৯৫৮

বিস্তারিত

120. করাচিতে বিরোধী দলের সম্মেলন অনুষ্ঠিত হয়?

  • ক. ১৯৬৭ সালে
  • খ. ১৯৬৬ সালে
  • গ. ১৯৬৮ সালে
  • ঘ. ১৯৬২ সালে

উত্তরঃ ১৯৬৬ সালে

বিস্তারিত

121. পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে?

  • ক. ঢাকা
  • খ. ইসলামাবাদ
  • গ. করাচি
  • ঘ. লাহোর

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

122. পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়--

  • ক. ১৯৪৮ সালে
  • খ. ১৯৪৭ সালে
  • গ. ১৯৫০ সালে
  • ঘ. ১৯৫২ সালে

উত্তরঃ ১৯৪৮ সালে

বিস্তারিত

123. শাসনন্ত্র অনুযায়ী পাকিস্তানের নামকরণ কি হয়েছিল?

  • ক. মুসলিম স্টেট পাকিস্তান
  • খ. ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান
  • গ. পিপলস রিপাবলিক অব পাকিস্তান
  • ঘ. রিপাবলিক অব পাকিস্তান

উত্তরঃ ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান

বিস্তারিত

124. পাকিস্তানের প্রথম রাজধানী কোনটি?

  • ক. কোয়েটা
  • খ. করাচী
  • গ. লাহোর
  • ঘ. ইসলামাবাদ

উত্তরঃ করাচী

বিস্তারিত

125. চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়--

  • ক. ২৮ মার্চ, ১৯৭১
  • খ. ২৭ মার্চ, ১৯৭১
  • গ. ২৬ মার্চ, ১৯৭১
  • ঘ. ২৫ মার্চ, ১৯৭১

উত্তরঃ ২৬ মার্চ, ১৯৭১

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects