ণত্ব বিধান

1. নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে ‘ণ’ এর ব্যবহার হয়েছে?

  • ক. কল্যাণ
  • খ. প্রবণ
  • গ. নিক্কণ
  • ঘ. বিপণি

উত্তরঃ প্রবণ

বিস্তারিত

2. ণ-ত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?

  • ক. দেশি
  • খ. বিদেশি
  • গ. তৎসম
  • ঘ. তদ্ভব

উত্তরঃ তৎসম

বিস্তারিত

3. নিচের কোন পদে ণত্ব বিধি অনুসারে ‘ণ’ ব্যবহার হয়েছে?

  • ক. প্রবণ
  • খ. কল্যাণ
  • গ. নিক্বণ
  • ঘ. বিপণি

উত্তরঃ প্রবণ

বিস্তারিত

4. স্বাভাবিক ভাবেই ‘ণ’ হয়েছে নিচের কোন শব্দ?

  • ক. পণ
  • খ. বণ্টন
  • গ. ক্ষণ
  • ঘ. খণ্ড

উত্তরঃ পণ

বিস্তারিত

5. নিচের কোন শব্দে স্বভাবতই ‘মূর্ধন্য- ‘ণ’ বসেছে?

  • ক. মণি
  • খ. পরিমাণ
  • গ. পরিণতি
  • ঘ. নির্ণয়

উত্তরঃ মণি

বিস্তারিত

6. নিচের কোন শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য -ণ হয়?

  • ক. অর্পণ
  • খ. বণিক
  • গ. নিমার্ণ
  • ঘ. নির্ণয়

উত্তরঃ বণিক

বিস্তারিত

7. নিচের কোন বানানের স্বভাবতই ‘মূর্ধন্য’ (ণ) হয়?

  • ক. হরিণ
  • খ. কারণ
  • গ. অর্পণ
  • ঘ. বাণ

উত্তরঃ বাণ

বিস্তারিত

8. ‘ণ-ত্ব’ বিধির বাইরে স্বতঃসিদ্ধভাবে ‘ণ’ বসেছে কোন শব্দে?

  • ক. অর্পণ
  • খ. রাবণ
  • গ. কঙ্কণ
  • ঘ. বরণ

উত্তরঃ কঙ্কণ

বিস্তারিত

9. নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে ‘ণ’ এর ব্যবহার হয়েছে?

  • ক. ব্যাকরণ
  • খ. নিক্কণ
  • গ. লবণ
  • ঘ. কল্যাণ

উত্তরঃ ব্যাকরণ

বিস্তারিত

10. ‘ণত্ব’ বিধান কোন শ্রেণির শব্দের জন্য প্রযোজ্য?

  • ক. তৎসম
  • খ. তদ্ভব
  • গ. দেশি
  • ঘ. বিদেশি

উত্তরঃ তৎসম

বিস্তারিত

11. নিচের কোন শব্দে ণ-ত্ব বিধান অনুসারে ‘ণ’ এর ব্যবহার হয়েছে?

  • ক. নিক্বণ
  • খ. লবণ
  • গ. কল্যাণ
  • ঘ. ব্যাকরণ

উত্তরঃ ব্যাকরণ

বিস্তারিত

12. ণ-ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ?

  • ক. পূর্বাহ্ণ
  • খ. মধ্যাহ্
  • গ. অপরাহ্ন
  • ঘ. সায়াহ্ন

উত্তরঃ পূর্বাহ্ণ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects