বাংলাদেশের সম্পদ শিল্পকৃষিমৎস্যপানিখনিজ ও গ্য

226. বেসরকারী খাতে একক বৃহত্তম সার কারখানাটির নাম কি ?

  • ক. কর্ণফুলি সার কোঃ লিঃ
  • খ. যমুনা সার কারখানা
  • গ. পলাশ সার কারখানা
  • ঘ. ঘোড়াশাল সার কারখানা

উত্তরঃ কর্ণফুলি সার কোঃ লিঃ

বিস্তারিত

227. KAFCO কোথায় অবস্থিত ?

  • ক. পাবনা
  • খ. ঘোড়াশাল
  • গ. চট্টগ্রাম
  • ঘ. নারায়ণগঞ্জ

উত্তরঃ চট্টগ্রাম

বিস্তারিত

228. কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে?

  • ক. কানাডা
  • খ. চীন
  • গ. জাপান
  • ঘ. ফ্রান্স

উত্তরঃ জাপান

বিস্তারিত

229. ট্রিপল সুপার ফসফেট সার কারখানাটি কোথায় ?

  • ক. ঘোড়াশাল
  • খ. আগুগঞ্জ
  • গ. চট্টগ্রাম
  • ঘ. সিলেট

উত্তরঃ চট্টগ্রাম

বিস্তারিত

230. ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?

  • ক. টিএসপি
  • খ. ইউরিয়া
  • গ. পটাশ
  • ঘ. অ্যামোনিয়া সালফেট

উত্তরঃ ইউরিয়া

বিস্তারিত

231. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?

  • ক. অ্যামোনিয়া
  • খ. টিএসপি
  • গ. ইউরিয়া
  • ঘ. সুপার ফসফেট

উত্তরঃ ইউরিয়া

বিস্তারিত

232. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?

  • ক. নারায়ণগঞ্জ
  • খ. কক্সবাজার
  • গ. চট্টগ্রাম
  • ঘ. খুলনা

উত্তরঃ খুলনা

বিস্তারিত

233. বাংলাদেশের রেয়নমিল কোথায় অবস্থিত ?

  • ক. রাজশাহী
  • খ. নারায়ণগঞ্জ
  • গ. খুলনা
  • ঘ. রাঙ্গামাটি

উত্তরঃ রাঙ্গামাটি

বিস্তারিত

234. বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী কোথায় অবস্থিত?

  • ক. রাঙ্গামাটি
  • খ. গাজীপুর
  • গ. সিলেট
  • ঘ. নারায়ণগঞ্জ

উত্তরঃ গাজীপুর

বিস্তারিত

235. বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত ?

  • ক. গাজীপুর
  • খ. কালুরঘাট
  • গ. খালিশপুর
  • ঘ. টেকনাফ

উত্তরঃ গাজীপুর

বিস্তারিত

236. বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত?

  • ক. চট্টগ্রাম
  • খ. সিলেট
  • গ. ঢাকা
  • ঘ. রাজশাহী

উত্তরঃ চট্টগ্রাম

বিস্তারিত

237. বাংলাদেশের তেল শোধনাগারের নাম - (What is the name of the Oil refinery in Bangladesh ?)

  • ক. Jamuna Oil & Co.
  • খ. Burma Estern Refinery
  • গ. Eastern Refinery
  • ঘ. Meghna Oil Co.

উত্তরঃ Eastern Refinery

বিস্তারিত

238. বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা কোথায় অবস্থিত?

  • ক. খুলনা
  • খ. টঙ্গী
  • গ. পতেঙ্গা
  • ঘ. বগুড়া

উত্তরঃ টঙ্গী

বিস্তারিত

239. দেশের প্রথম কয়লা শোধনাগার 'বিররামপুর হার্ড কোক লি' এর অবস্থান কোথায় ?

  • ক. দিনাজপুর
  • খ. সিলেট
  • গ. সুনামগঞ্জে
  • ঘ. রংপুর

উত্তরঃ দিনাজপুর

বিস্তারিত

240. বাংলাদেশের (White Gold) কোনটি?

  • ক. ইলিশ
  • খ. পাট
  • গ. রুপা
  • ঘ. চিংড়ি

উত্তরঃ চিংড়ি

বিস্তারিত

241. বাংলাদেশে অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?

  • ক. ২৪০০ বর্গ মাইল
  • খ. ১৯৫০ বর্গ মাইল
  • গ. ১৮৮৬ বর্গ মাইল
  • ঘ. ৯২৫ বর্গ মাইল

উত্তরঃ ২৪০০ বর্গ মাইল

বিস্তারিত

242. সাম্পতিক কালে নোবেল পুরস্কার প্রাপ্ত কোন কৃষিবিজ্ঞানী বাংলাদেশ সফর করেন ?

  • ক. প্রফেসর ড. আব্দুস ছালাম
  • খ. প্রফেসর নরম্যান বোরলক
  • গ. ড.আব্দুল কাদের
  • ঘ. ড. স্বামিনাথ

উত্তরঃ প্রফেসর নরম্যান বোরলক

বিস্তারিত

243. বাংলাদেশের GDP তে কৃষিখাতের অবদান কত?

  • ক. ৮০
  • খ. ৭৫
  • গ. ৩২
  • ঘ. ১০

উত্তরঃ ৩২

বিস্তারিত

244. বাংলাদেশ বার্ষিক চা উৎপাদনের পরিমান হচ্ছে প্রায় -

  • ক. ১৪ কোটি পাউন্ড
  • খ. ১৩ কোটি পাউন্ড
  • গ. ১০.৫১৪ কোটি পাউন্ড
  • ঘ. ৯.৫ কোটি পাউন্ড

উত্তরঃ ৯.৫ কোটি পাউন্ড

বিস্তারিত

245. 'সূর্যকন্যা' বলা হয়--

  • ক. পাট গাছকে
  • খ. ধান গাছকে
  • গ. তুলা গাছকে
  • ঘ. তাল গাছকে

উত্তরঃ তুলা গাছকে

বিস্তারিত

246. বাংলাদেশের ধান চাষের প্রধান মৌসুম--

  • ক. আউস
  • খ. আমন
  • গ. বোরো
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বোরো

বিস্তারিত

247. 'ব্রিশাইল' কি?

  • ক. উন্নত জাতের পাট
  • খ. উন্নত জাতের গম
  • গ. নদীর নাম
  • ঘ. উন্নত জাতের ধান

উত্তরঃ উন্নত জাতের ধান

বিস্তারিত

248. বর্ণালী এবং শুভ্র কী?

  • ক. উন্নত জাতের ভুট্টা
  • খ. উন্নত জাতের আম
  • গ. উন্নত জাতের গম
  • ঘ. উন্নত জাতের চাল

উত্তরঃ উন্নত জাতের ভুট্টা

বিস্তারিত

249. বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত?

  • ক. কুষ্টিয়া গ্রেড
  • খ. চুয়াডাঙা গ্রেড
  • গ. ঝিনাইদহ গ্রেড
  • ঘ. মেহেরপুর গ্রেড

উত্তরঃ কুষ্টিয়া গ্রেড

বিস্তারিত

250. দেশের তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কি?

  • ক. এম ভি বঙ্গবন্ধু
  • খ. এম ভি মধুমতি
  • গ. এম ভি বাঙালি
  • ঘ. এম ভি বাংলাদেশি

উত্তরঃ এম ভি বাঙালি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects