বাংলাদেশের সম্পদ শিল্পকৃষিমৎস্যপানিখনিজ ও গ্য
201. বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে ?
- ক. লুসাই নদী
- খ. নাফ নদী
- গ. কাপ্তাই নদী
- ঘ. কর্ণফুলী নদী
উত্তরঃ কর্ণফুলী নদী
202. কাপ্তাই ড্যাম কোন জেলায় অবস্থিত?
- ক. চট্টগ্রাম
- খ. রাঙ্গামাটি
- গ. কক্সবাজার
- ঘ. বান্দরবান
উত্তরঃ রাঙ্গামাটি
203. বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র-
- ক. ভেড়ামারা
- খ. আশুগঞ্জ
- গ. সিদ্ধিরগঞ্জ
- ঘ. গোয়ালপাড়া
উত্তরঃ ভেড়ামারা
204. প্রথমবারের মতো দেশে বেসরকারি উদ্যোগে তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কোথায় ?
- ক. বড়পুকুরিয়া
- খ. বাঘাবাড়ী
- গ. ভেড়ামারা
- ঘ. মধ্যপাড়া
উত্তরঃ বড়পুকুরিয়া
205. দিনাজপুরের বড়পুকুরিয়া কিসের জন্য বিখ্যাত ?
- ক. প্রথম কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র
- খ. প্রথম গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র
- গ. দ্বিতীয় কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র
- ঘ. দ্বিতীয় গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র
উত্তরঃ প্রথম কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র
206. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
- ক. ময়মনসিংহ
- খ. নেত্রকোণা
- গ. সাভার
- ঘ. পাবনা
উত্তরঃ পাবনা
- ক. Dhaka
- খ. Rajshahi
- গ. Khulna
- ঘ. Sylhet
উত্তরঃ Khulna
208. প্রথমবারের মতো বাংলাদেশের কোথায় বায়ু বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয় ?
- ক. চট্টগ্রাম
- খ. ফেনীতে
- গ. নোয়াখালীতে
- ঘ. লক্ষীপুরে
উত্তরঃ ফেনীতে
209. বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয় ?
- ক. চট্টগ্রাম
- খ. নরসিংদী
- গ. দিনাজপুর
- ঘ. যশোর
উত্তরঃ নরসিংদী
210. কোন সংস্থা গ্রাম বাংলায় বিদ্যুতায়নের দায়িত্বে সরাসরিভাবে নিয়োজিত ?
- ক. ডেসা
- খ. পিডিবি
- গ. ওয়াপদা
- ঘ. আরইবি
উত্তরঃ আরইবি
211. বাংলাদেশের সর্ববৃহৎ পাটকলটি বন্ধ করা হয় -
- ক. ১ জুন, ২০০২
- খ. ৩০ জুন, ২০০২
- গ. ৩০ জুলাই, ২০০২
- ঘ. ৩১ জুলাই, ২০০২
উত্তরঃ ৩০ জুন, ২০০২
212. কত সালে বাংলাদেশে প্রথম কাগজকল স্থাপিত হয় ?
- ক. ১৯৪৯ সালে
- খ. ১৯৫০ সালে
- গ. ১৯৫৩ সালে
- ঘ. ১৯৫১ সালে
উত্তরঃ ১৯৫৩ সালে
213. চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি?
- ক. আখের ছোবরা
- খ. বাঁশ
- গ. জারুল গাছ
- ঘ. নল-খাগড়া
উত্তরঃ বাঁশ
215. বাংলাদেশের নিউজপ্রিন্ট মিল কোথায় অবস্থিত ?
- ক. খুলনা
- খ. পাকশী
- গ. সিলেট
- ঘ. চন্দ্রঘোনা
উত্তরঃ খুলনা
216. খুলনার নিউজপ্রিন্ট মিল কাঁচামাল হিসেবে ব্যবহার করে -
- ক. সেগুন কাঠ
- খ. সুন্দরী কাঠ
- গ. গেওয়া কাঠ
- ঘ. বাঁশ
উত্তরঃ গেওয়া কাঠ
217. এশিয়ার সর্ববৃহৎ খুলনা নিউজপ্রিন্ট মিল কত তারিখে বন্ধ হয়ে যায় ?
- ক. ২৮ নভেম্বর, ২০০২
- খ. ২৯ নভেম্বর, ২০০২
- গ. ২৭ নভেম্বর, ২০০২
- ঘ. ৩০ নভেম্বর, ২০০২
উত্তরঃ ৩০ নভেম্বর, ২০০২
218. সবুজ পাট হতে কাগজের মণ্ড প্রস্তুত প্রযুক্তির উদ্ভাবন হয় -
- ক. জাপানে
- খ. বাংলাদেশে
- গ. আমেরিকায়
- ঘ. ইংল্যান্ডে
উত্তরঃ বাংলাদেশে
221. বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল কোথায় অবস্থিত ?
- ক. পাঁচবিবি
- খ. ঈশ্বরদী
- গ. দর্শনা
- ঘ. রাজশাহী
উত্তরঃ দর্শনা
222. বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল কোনটি?
- ক. জয়পুরহাট চিনিকল
- খ. কুষ্টিয়া চিনিকল
- গ. কেরু এন্ড কোং লিঃ
- ঘ. ঠাকুরগাঁও চিনিকল
উত্তরঃ কেরু এন্ড কোং লিঃ
223. বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি?
- ক. জিয়া সার কারখানা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া
- খ. যমুনা সার কারখানা, জামালপুর
- গ. চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা, চট্টগ্রাম
- ঘ. ঘোড়াশাল সার কারখানা, নরসিংদী
উত্তরঃ যমুনা সার কারখানা, জামালপুর
224. বাংলাদেশে সর্ববৃহৎ সার কারখানা কোনটি?
- ক. জিয়া সার কারখানা, আশুগঞ্জ
- খ. ঘোড়াশাল সার কারখানা
- গ. ফেষ্ণুগঞ্জ সার কারখানা
- ঘ. যমুনা সার কারখানা, তারাকান্দি
উত্তরঃ যমুনা সার কারখানা, তারাকান্দি
225. যমুনা সার কারখানার বার্ষিক উৎপাদন -
- ক. ৩ লক্ষ ৪০ হাজার মেঃ টন
- খ. ৫ লক্ষ ৬১ হাজার মেঃ টন
- গ. ৩ লক্ষ ৩০ হাজার মেঃ টন
- ঘ. ৫ লক্ষ ২৫ হাজার মেঃ টন
উত্তরঃ ৫ লক্ষ ৬১ হাজার মেঃ টন